মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় - Maghi Purnima
Published : Feb 24, 2024, 2:29 PM IST
Maghi Purnima 2024: মাঘীপূর্ণিমা উপলক্ষে গঙ্গাসাগরে উপচে পড়া ভিড় ৷ মোক্ষ লাভের আশায় এদিন বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা পৌঁছন গঙ্গাসাগরে । শনিবার ভোর রাত থেকেই গঙ্গাসাগরের পুণ্যার্থীদের ভিড় উপছে পড়ছে ৷ পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে 44 জন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মী । এছাড়াও জলপথে নজরদারি চালানোর জন্য 3টি স্পিডবোট কচুবেড়িয়া থেকে সাগর বেলাভূমি পর্যন্ত টহল দিচ্ছে । পুণ্যার্থীদের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে ।
উত্তর 24 পরগনার ইছাপুর থেকে আসা এক পুণ্যার্থী আল্পনা বর্মন বলেন, "গঙ্গাসাগর মেলার সময়েও ভিড় থাকে ৷ সেই সময় রাজ্যের মানুষের সুযোগ পান না আসার । তাই মাঘীপূর্ণিমায় পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকে । ইচ্ছাপূরণ ও মোক্ষ লাভের আশায় মাঘীপূর্ণিমার পুণ্য তিথিতে গঙ্গাসাগরে স্নান সেরে কপিলমুনি আশ্রম দর্শন করে পুজো দিয়ে বাড়ি ফেরেন পুণ্যার্থীরা। আমরা যাতে নির্বিঘ্নে পুণ্য স্নান করে নিরাপদে বাড়ি ফিরতে পারি সেদিকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজর রাখা হচ্ছে।"