পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কার্শিয়াংয়ের ডাউহিলে দেবীর আরাধনা, দেখা মিলবে পশুপতিনাথ মন্দিরের - DURGA PUJA 2024

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2024, 6:50 PM IST

আজ চতুর্থী ৷ এবার সমতলের পাশাপাশি থিম পুজোয় মেতে উঠছে পাহাড়ও। সমতলের পুজোকে টেক্কা দিয়ে থেমে নেই পাহাড়ের পুজো উদ্যোক্তারা। পাহাড়ে গেলেও মণ্ডপে মণ্ডপে দেখা মিলবে থিমের ছোঁয়া। পাহাড়ে তেমনভাবে দুর্গাপুজো না-হলেও এবছর পাহাড়ে বেড়েছে দুর্গাপুজোর সংখ্যা। কার্শিয়াংয়ের বুকে ডাউহিল পাহাড়ের কোলে এক পুজো এবার মন কাড়বে পর্যটকদের। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলেও পাহাড়ের দুর্গাপুজোকে গোর্খারা নিজেদের মতো করে সাজিয়ে তুলেছে। এবার ডাউহিলের সংযুক্ত পরিবারের পুজো সপ্তম বর্ষে পদার্পণ করেছে। তাদের থিম পশুপতিনাথ মন্দির ৷ 

এ প্রসঙ্গে কার্শিয়াংয়ের ডাউহিল সংযুক্ত পরিবার পুজো কমিটির সদস্য বিনম সিং ঘাটানি বলেন, "প্রত্যেক বছরের ন্যায় এবছরও ধুমধাম করে পুজোর আয়োজন করা হচ্ছে। এবছর পশুপতিনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপসজ্জা। কার্শিয়াংয়ের ডাউহিল পাহাড়ের কোলে 9 দিন ধরে চলে পুজোর্চনা। পুজোর দিনগুলিতে সকলে মিলে একসঙ্গে আনন্দ হইহুল্লোড় করা হয় ৷ পাশাপাশি চলে প্রসাদ বিতরণ। পর্যটকরাও এই পুজোয় মেতে ওঠেন।" 

কার্শিয়াং ডাউহিল রোডে সংযুক্ত পরিবার পুজো কমিটির দ্বারা আয়োজিত এই পুজোয় শুধু গোর্খা জনজাতি নয়, বিভিন্ন জনজাতির মানুষ একত্রিত হয়ে নাচে-গানে আড্ডায় আনন্দে মেতে উঠে পুজো প্রাঙ্গনে। স্থানীয় শিল্পীরাই মণ্ডপসজ্জার কাজ করেছেন। তবে প্রতিমা আসছে শিলিগুড়ি থেকে। আর তারপরেই ঢাকের আওয়াজে মেতে উঠবে পুরো পাহাড়। ঢাকের তালের পাশাপাশি থাকে পাহাড়ের লোকো সংস্কৃতির নাচগানও। এবারের পুজোতেও পর্যটকদের ভিড় উপচে পড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। 

ABOUT THE AUTHOR

...view details