গায়ে তেরঙা জড়িয়ে বিশ্বকাপ জয়ের আনন্দে মাতল মালদাবাসী - T20 Word Cup Victory Celebration
Published : Jun 30, 2024, 6:45 PM IST
India T20 Word Cup Victory Celebration in Malda: বিশ্বকাপ জয়ের পর চরম উন্মাদনা মালদা শহর জুড়ে । দ্বিতীয় ইনিংসের শেষ বল হওয়া মাত্রই শহরের রাস্তায় ভিড় বাড়তে শুরু করে । সাউন্ড সিস্টেমে বাজতে থাকে দেশভক্তির গান ৷ সেই গানের তালে চলতে থাকে দেদার নাচ । তাতে পা মেলায় পাড়ার তরুণ থেকে বয়স্করা ৷ বিশ্বজয়ের আনন্দে ঘুম উড়েছে সকলের ৷ ফাটতে থাকে একের পর এক আতশবাজি । আলোর রোশনাইয়ে উজ্জ্বল হয়ে ওঠে শহর ৷ রাস্তায় জাতীয় পতাকা নিয়ে চলতে থাকে বাইক মিছিল । বাবা-কাকা-দাদাদের সঙ্গে একাধিক খুদে ভক্তদেরও মধ্যরাতে শহরের রাস্তায় আনন্দে সামিল হতে দেখা যায় ।
ধন্য ভারতবাসী ৷ তাদের ধন্য করেছে 'রোহিত অ্যান্ড কোং' ৷ 2011 সালের পর ফের বিশ্বকাপ ভারতের ঘরে ৷ 177 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা ৷ প্রোটিয়াদের হারিয়ে 7 রানে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া ৷ ব্যাট হাতে আরও একবার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে জাদু দেখান বিরাট কোহলি ৷ 76 রান করে ভারতকে লড়াইয়ের ভিত গড়ে দেন তিনি ৷ পরে বল হাতে কামাল করেন বুমরা থেকে হার্দিক পান্ডিয়ারা ৷ দলের যৌথ প্রয়াস ভারতকে বিশ্বজয়ী করে তোলে শনিবার ৷ ইতিহাসের পাতায় লেখা থাকবে 29 জুন ৷