বোলপুর, 19 ডিসেম্বর: শান্তিনিকেতনে শুরু হল 'টোটো ওয়ালা' অ্যাপ ৷ এবার ওলা, উবর, র্যাপিডোর কায়দায় এই অ্যাপ থেকে পর্যটকরা টোটো বুকিং করে ঘুরতে পারবেন বিশ্বভারতী ক্যাম্পাস, কোপাই, সোনাঝুরি হাট প্রভৃতি দর্শনীয় জায়গা ৷ বিশ্বভারতীর প্রাক্তনীদের উদ্যোগে শান্তিনিকেতনে আসা পর্যটকদের জন্য এই অ্যাপ যাত্রীদের সুরক্ষাও দেবে ৷ এমনটাই দাবি, অ্যাপ নির্মাতাদের ৷
এই টোটো ওয়ালা অ্যাপে থাকছে না ভাড়া নিয়ে বিবাদ ৷ প্রথমে ভাড়া দেখেই বুকিং করতে পারবেন পর্যটকরা। টোটো ওয়ালা অ্যাপের নির্মাতাদের মধ্যে অন্যতম বিশ্বভারতীর প্রাক্তনী শুভ নাথ বলেন, "প্লে-স্টোর থেকে সহজেই এই অ্যাপ ডাইনলোড করে বুকিং করতে পারবেন পর্যটকরা।
এখনও পর্যন্ত 100 জন টোটো চালক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ৷ অ্যাপে চালকদের আধার কার্ড, ছবি, ফোন নম্বর থাকছে ৷ ফলে যাত্রী সুরক্ষা থাকছে ৷ এছাড়া, ভাড়া নিয়ে কাউকে বচসা করতে হবে না ৷ বিভিন্ন রুটের ভাড়া বিস্তারিত ভাবে ধার্য করা থাকছে, যে যেমন ভাবে ইচ্ছে বুকিং করতে পারবেন।"
সারা বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন বোলপুর-শান্তিনিকেতনে ৷ বিশ্বভারতী ক্যাম্পাস, রবীন্দ্রভবন সংগ্রহশালা, সৃজনী শিল্পগ্রাম, কোপাই নদী, সোনাঝুরির খোয়াই হাট, সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দির প্রভৃতি ঘুরে দেখার জন্য যানবাহন বলতে টোটো ৷ তবে এই টোটোর নির্দিষ্ট কোনও ভাড়া বেঁধে দেয়নি বোলপুর পুরসভা বা শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ। ফলে নিত্যদিনই পর্যটকদের সঙ্গে টোটো চালকদের ভাড়া নিয়ে বচসা বাঁধে ৷
তাই এবার টোটো ওয়ালা অ্যাপ চালু করল বিশ্বভারতীর কয়েকজন প্রাক্তনী ৷ নিজের নাম, ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে অ্যাপটি লগ ইন করতে হবে ৷ সেখানে শান্তিনিকেতন ভ্রমণের এক একটি জায়গার নাম ও ভাড়া লেখা থাকছে ৷ তা দেখে ক্লিক করে বুকিং করতে পারবেন যাত্রীরা ৷ এমনকী, ঘণ্টা হিসাবেও টোটো বুকিং করা যাবে, দিনভর প্যাকেজ হিসাবেও বুকিং করা যাবে ৷ টোটো বুকিংয়ের সবরকম সুবিধা ও অপশন থাকছে পর্যটকদের জন্য ৷
উল্লেখ্য, আগামী 23 ডিসেম্বর থেকে পূর্বপল্লীর মাঠে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা। 28 ডিসেম্বর পর্যন্ত চলবে ৷ মেলার মুখেই শান্তিনিকেতনে আগত পর্যটকদের জন্য চালু হল টোটো ওয়ালা অ্যাপ ৷ এতে প্রশাসনেরও অনেক সুবিধা হবে বলে মনে করছেন অ্যাপ নির্মাতারা ৷ টোটো চালক মনোজিৎ বাগদি বলেন, "এটি টোটো ওয়ালা অ্যাপ ৷ এর মাধ্যমে পর্যটকরা টোটো বুকিং করতে পারবেন ৷ এতে আমাদেরও সুবিধা। ভাড়ার জন্য কোথাও ছুটে বেড়াতে হবে না ৷ আর ভাড়া নিয়ে পর্যটকদের সঙ্গে ঝগড়াও হবে না ৷ সহজেই সব কিছু ঘুরিয়ে দেখাতে পারব।"