ETV Bharat / business

নিউক্লিয়ার এনার্জি মিশন ও AI প্রশিক্ষণ খাতে বিপুল বরাদ্দ - UNION BUDGET 2025

কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরমাণু শক্তিতে গুরুত্ব কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ৷ আইআইটিগুলিতে আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পারমাণবিক শক্তি উৎপাদন ব্যপক বরাদ্দ করা হয়েছে ৷

union budget 2025
নিউক্লিয়ার এনার্জি মিশন ও AI প্রশিক্ষণে নজর নির্মালার (ছবি ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Feb 1, 2025, 2:53 PM IST

নয়াদিল্লি: চলতি বছরে ইউনিয়ন বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ৷ এই বাজােটে 500 কোটি বরাদ্দ করা হয়েছ AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ক শিক্ষার জন্য ৷ সেন্টার ফর অ্যাক্সিলেন্স প্রতিষ্ঠা করে এই প্রশিক্ষণ দেওয়া হবে ৷ দেশের পারমাণবিক শক্তি উৎপাদনে বিশেষ নজর দিয়েছেন অর্থমন্ত্রী ৷ 20,000 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পারমাণবিক চুল্লি বা ছোট মডিউলার রিঅ্যাক্টর তৈরির জন্য ৷

আসন বাড়বে আইআইটিতে, সরকারি স্কুলে ইন্টারনেট ! শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা বাজেটে

নিউক্লিয়ার এনার্জি মিশন

দেশের পারমাণবিক শক্তি বিকাশে এবারের বাজেটে জোর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ 2025-এর কেন্দ্রীয় বাজেটে 20,000 কোটি টাকা ব্যয়ে পারমাণবিক চুল্লি বা ছোট মডিউলার রিঅ্যাক্টর তৈরির কথা উল্লেখ করেছেন ৷ এই বাজেটে তিনি বলেন, "2047 সালের মধ্যে কমপক্ষে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের প্রয়োজন আছে ৷ 2033 সালের মধ্যে দেশীয় প্রযুক্তিতে পাঁচটি ছোট মডুলার রিঅ্যাক্টর তৈরি হবে ৷"

সেইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমানে দেশে পারমাণবিক শক্তি উৎপাদন সরকার পরিচালিত সংস্থাগুলিতে হয় ৷ বেসরকারি ভাবে পারমাণবিক শক্তি উৎপাদনে নজর দেওয়া হবে ৷ পারমাণবিক শক্তি বিকাশে বেসরকারি সংস্থাগুলিকে এগিয়ে আসার কথা উল্লেখ করেছেন ৷ বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের জন্য, পারমাণবিক শক্তি আইন এবং পারমাণবিক ক্ষতির জন্য নাগরিক দায়বদ্ধতা আইনেরও সংশোধন করা হবে ৷ দেশের পারমাণবিক শক্তির বিকাশে এই উদ্যোগ ৷

গত বছরের ফেব্রুয়ারিতে সরকার 18টি পারমাণবিকছোট মডুলার রিঅ্যাক্টর তৈরির করার ঘোষণা করেছিল । এই সমস্ত নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর 13,800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম । 2031-32 সালের মধ্যে পারমাণবিক শক্তি উৎপাদনের ক্ষমতা 22,480 মেগাওয়াটে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে । পারমাণবিক শক্তির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷

সেন্টার অফ এক্সিলেন্স ইন AI এডুকেশন

500 কোটি টাকা ব্যয়ে AI শিক্ষার জন্য নতুন সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠা করবে । কেন্দ্রীয় বাজেট 2023-24- এ অর্থমন্ত্রী সীতারামন কৃষি, স্বাস্থ্যর পাশাপাশি AI প্রশিক্ষণের জন্য তিনটি উৎকর্ষ কেন্দ্র ঘোষণা করেছিলেন । আগামিদিনে দেশের শিল্পখাতে ব্যপক উন্নয়নের সুযোগ রয়েছে ৷ সেইসঙ্গে যোগ্য ও প্রশিক্ষিত প্রার্থী নিয়োগ করা হবে ৷ তরুণ প্রজন্মের প্রশিক্ষণের কথা উল্লেখ করে 5টি ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স গড়ে তোলার কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী ৷ এই সমস্ত সেন্টারগুলিতে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে ৷ সেইসঙ্গে আইআইটির প্রতিষ্ঠানগুলিতে আসনসংখ্যা বৃদ্ধির কথাও উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন ৷ উল্লেখ করেন দেশের 23টি আইআইটিতে গত 10 বছরে 100 শতাংশ আসন বৃদ্ধি করা হয়েছে।

50 পর্যটন কেন্দ্রে নজর নির্মলার, কোন রাজ্যগুলি পাবে বিশেষ সুবিধা ?

নয়াদিল্লি: চলতি বছরে ইউনিয়ন বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ৷ এই বাজােটে 500 কোটি বরাদ্দ করা হয়েছ AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ক শিক্ষার জন্য ৷ সেন্টার ফর অ্যাক্সিলেন্স প্রতিষ্ঠা করে এই প্রশিক্ষণ দেওয়া হবে ৷ দেশের পারমাণবিক শক্তি উৎপাদনে বিশেষ নজর দিয়েছেন অর্থমন্ত্রী ৷ 20,000 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পারমাণবিক চুল্লি বা ছোট মডিউলার রিঅ্যাক্টর তৈরির জন্য ৷

আসন বাড়বে আইআইটিতে, সরকারি স্কুলে ইন্টারনেট ! শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা বাজেটে

নিউক্লিয়ার এনার্জি মিশন

দেশের পারমাণবিক শক্তি বিকাশে এবারের বাজেটে জোর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ 2025-এর কেন্দ্রীয় বাজেটে 20,000 কোটি টাকা ব্যয়ে পারমাণবিক চুল্লি বা ছোট মডিউলার রিঅ্যাক্টর তৈরির কথা উল্লেখ করেছেন ৷ এই বাজেটে তিনি বলেন, "2047 সালের মধ্যে কমপক্ষে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের প্রয়োজন আছে ৷ 2033 সালের মধ্যে দেশীয় প্রযুক্তিতে পাঁচটি ছোট মডুলার রিঅ্যাক্টর তৈরি হবে ৷"

সেইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমানে দেশে পারমাণবিক শক্তি উৎপাদন সরকার পরিচালিত সংস্থাগুলিতে হয় ৷ বেসরকারি ভাবে পারমাণবিক শক্তি উৎপাদনে নজর দেওয়া হবে ৷ পারমাণবিক শক্তি বিকাশে বেসরকারি সংস্থাগুলিকে এগিয়ে আসার কথা উল্লেখ করেছেন ৷ বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের জন্য, পারমাণবিক শক্তি আইন এবং পারমাণবিক ক্ষতির জন্য নাগরিক দায়বদ্ধতা আইনেরও সংশোধন করা হবে ৷ দেশের পারমাণবিক শক্তির বিকাশে এই উদ্যোগ ৷

গত বছরের ফেব্রুয়ারিতে সরকার 18টি পারমাণবিকছোট মডুলার রিঅ্যাক্টর তৈরির করার ঘোষণা করেছিল । এই সমস্ত নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর 13,800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম । 2031-32 সালের মধ্যে পারমাণবিক শক্তি উৎপাদনের ক্ষমতা 22,480 মেগাওয়াটে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে । পারমাণবিক শক্তির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷

সেন্টার অফ এক্সিলেন্স ইন AI এডুকেশন

500 কোটি টাকা ব্যয়ে AI শিক্ষার জন্য নতুন সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠা করবে । কেন্দ্রীয় বাজেট 2023-24- এ অর্থমন্ত্রী সীতারামন কৃষি, স্বাস্থ্যর পাশাপাশি AI প্রশিক্ষণের জন্য তিনটি উৎকর্ষ কেন্দ্র ঘোষণা করেছিলেন । আগামিদিনে দেশের শিল্পখাতে ব্যপক উন্নয়নের সুযোগ রয়েছে ৷ সেইসঙ্গে যোগ্য ও প্রশিক্ষিত প্রার্থী নিয়োগ করা হবে ৷ তরুণ প্রজন্মের প্রশিক্ষণের কথা উল্লেখ করে 5টি ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স গড়ে তোলার কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী ৷ এই সমস্ত সেন্টারগুলিতে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে ৷ সেইসঙ্গে আইআইটির প্রতিষ্ঠানগুলিতে আসনসংখ্যা বৃদ্ধির কথাও উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন ৷ উল্লেখ করেন দেশের 23টি আইআইটিতে গত 10 বছরে 100 শতাংশ আসন বৃদ্ধি করা হয়েছে।

50 পর্যটন কেন্দ্রে নজর নির্মলার, কোন রাজ্যগুলি পাবে বিশেষ সুবিধা ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.