পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

'আমার মতো চরিত্র রুক্মিণীকে দিতে পারেনি দেব', কেন একথা বললেন জিৎ ? - Jeet Exclusive Interview - JEET EXCLUSIVE INTERVIEW

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 2:18 PM IST

Updated : Jun 6, 2024, 3:30 PM IST

Jeet and Rukmini Maitra First Film Boomerang: 7 জুন বড় পর্দায় আসছে 'বুমেরাং'। সৌভিক কুণ্ডু পরিচালিত এই ছবিতে জিতের বিপরীতের প্রথমবার দেখা যাবে রুক্মিণী মৈত্রকে । নিজেদের জুটি থেকে দেব প্রসঙ্গ, সবই উঠে এল ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে । রুক্মিণীর এই সিনেমায় দ্বৈত চরিত্র । একজন সাধারণ মেয়ে ঈশা, আরেকজন রোবট । তাঁকে তৈরি করা হয়েছে নিশা হিসেবে । দু'জনের দুরকমের চরিত্র । এই চরিত্র রুক্মিণী ছাড়া কেউ পারত না বলে বিশ্বাস জিতের ৷ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ছবির মাধ্যমেই প্রবেশ করতে চলেছে এক নতুন প্রযুক্তি । ছবিতে ব্যবহৃত হয়েছে উন্নতমানের প্রযুক্তির 'সিনেবোট' ক্যামেরা । ছবির মান আরও উন্নত করার জন্যেই ব্যবহার হয়েছে এই নতুন প্রযুক্তির । শুধু ক্যামেরাই নয়, এডিটিং সফটওয়্যারেও রয়েছে নতুনত্বের ছোঁয়া । সাইন্স ফিকশন কমেডি ‘'বুমেরাং'-এর জন্য বিশেষ বাইক তৈরি হয়েছে । নতুন বাইকটির নাম 'ফিউচারিস্টিক' । জিৎ এবং রুক্মিণী ছাড়াও এই ছবির অন্যন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সত্যম ভট্টাচার্য, সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী, আয়েষা ভট্টাচার্য, রজতাভ দত্ত-সহ আরও অনেকে । এঁদের সকলের সঙ্গে কাজ নিয়েই উচ্ছ্বসিত জিৎ । 

Last Updated : Jun 6, 2024, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details