পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দিলীপ-সৌমেন্দুকে নিয়ে মনোনয়ন জমা দিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায় - WB ASSEMBLY BYE ELECTIONS 2024

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2024, 12:52 PM IST

মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে শাসকদলকে কিছুটা পিছনে ফেলে দিলেন বিজেপি প্রার্থী। বুধবার দিলীপ ঘোষ, সৌমেন্দু অধিকারী ও জ্যোতির্ময় সিং মাহাতোকে নিয়ে হুডখোলা গাড়িতে করে গিয়ে মনোনয়ন জমা দিলেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। উপনির্বাচনে মনোনয়ন পর্ব শুরু হয়েছে 18 অক্টোবর থেকে ৷ মনোনয়ন জমা দেওয়ার আগে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী। পরে বর্ণাঢ্য মিছিল করে জেলার নির্বাচন আধিকারিকের সদর মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন তিনি ৷ দিলীপ ঘোষ বলেন, "আমাদের মেদিনীপুরের প্রার্থীর মনোনয়ন জমা দিতে এসেছি। মূলত গোটা রাজ্যজুড়ে যে খুন ধর্ষণের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে সেটাই আছড়ে পড়বে এই ভোটে। সমস্ত কর্মী-সমর্থকরা আমাদের প্রার্থীকে জেতানোর জন্য লড়াই করবেন। একই সঙ্গে মেদিনীপুর পৌরসভার যে দুর্নীতি রয়েছে, সেই কথাও আমরা প্রচার করব এই ভোটে।" মনোনয়ন জমা দিয়ে জয়ের ব্যাপারে 100 শতাংশ আশাবাদী বলে জানালেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়।

ABOUT THE AUTHOR

...view details