পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ঝড়ে বিপর্যস্ত সন্দেশখালি! এলাকা ঘুরে দেখলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র - Cyclone Remal Update - CYCLONE REMAL UPDATE

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 11:03 PM IST

BJP Candidate Rekha Patra: ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সোমবার সন্ধ্যায় সন্দেশখালির খুলনা এলাকা পরিদর্শনে গেলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷ ঘুরে দেখলেন ক্ষতিগ্রস্ত নদী বাঁধও ৷ নদী-পাড়ের অসহায় মানুষদের সঙ্গে এদিন কথাও বলেন রেখা । এদিকে বিজেপি প্রার্থীকে হাতের কাছে পেয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা । সমস্যা সমাধানে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী ।  

ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডবের জেরে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালির বেশকিছু জায়গার নদী বাঁধে বড়সড় ফাটল দেখা দেয় ৷ যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা । সন্দেশখালির ডাসা নদীতেও প্রায় 600 ফুট এলাকাজুড়ে নদী বাঁধে ফাটল ধরা পড়েছে । যুদ্ধকালীন তৎপরতায় গ্রামের লোকজন নদী বাঁধ মেরামত শুরু করলেও নদীতে জলস্তর বাড়ায় সেই কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি ৷ সেই সমস্ত নদী বাঁধের বর্তমান পরিস্থিতিও খতিয়ে দেখেন বিজেপি প্রার্থী রেখা পাত্র।

ABOUT THE AUTHOR

...view details