ETV Bharat / state

বড়দিনে দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি, নেদারল্যান্ডস থেকে এল দু'টি রেড পান্ডা - DARJEELING ZOO

বড়দিনে পাহাড়ের পর্যটকদের জন্য সুখবর ৷ নেদারল্যান্ডস থেকে দার্জিলিং চিড়িয়াখানায় এল এক জোড়া রেড পান্ডা ৷

Padmaja Naidu Himalayan Zoological Park
বড়দিনের উপহার পেল দার্জিলিং চিড়িয়াখানা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2024, 11:48 AM IST

Updated : Dec 25, 2024, 11:54 AM IST

দার্জিলিং, 25 ডিসেম্বর: বড়দিনে পর্যটকদের জন্য বড় উপহার নিয়ে এল দার্জিলিং চিড়িয়াখানা। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে সুদুর নেদারল্যান্ডস থেকে ক্রিসমাসের দিন এসে পৌঁছল একজোড়া নতুন অতিথি। এরা হল রেড পান্ডা দম্পতি। একজনের নাম বিশাল আর আরেকজনের নাম কোশি। এক যুগেরও বেশি সময় পর বিদেশের কোন চিড়িয়াখানা থেকে ভারতে আনা হল রেডপান্ডা।

নেদারল্যান্ডসের রটটেরড্যাম চিড়িয়াখানা থেকে আনা হয়েছে ওই দুই রেড পান্ডাকে। আর ক্রিসমাসের সকালেই ওই দুই রেড পান্ডা এসে পৌঁছয় দার্জিলিং চিড়িয়াখানায় ৷ দু'টি রেড পান্ডার বয়স আড়াই বছর। প্রায় 27 ঘণ্টার বেশি সময় যাত্রা করে এই রেড পান্ডাকে দু'টিকে আনা হয়। প্রথমে বিমানে, তারপর সড়কপথে। বিশেষজ্ঞ ও চিকিৎসকের তত্ত্বাবধানে ওই পান্ডার জোড়াকে স্থানান্তরিত করা হয়। বর্তমানে দু'টো রেড পান্ডাই সুস্থ রয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে ৷ আগামী এক মাস ওই রেড পান্ডা দম্পতিকে কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর প্রজননের জন্য চিড়িয়াখানায় অন্যান্য রেড পান্ডার সঙ্গে ছাড়া হবে। বর্তমানে দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা বেড়ে হল 21টি।

এই বিষয়ে রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "এটা আমাদের একটা বড় পাওনা। দার্জিলিং চিড়িয়াখানার রেড পান্ডা সংরক্ষণ ও প্রজনন কর্মসূচি সারা বিশ্বে নজির স্থাপন করেছে। যে কারণে আজ বিদেশ থেকে এই এক জোড়া রেড পান্ডাকে আনা সম্ভব হয়েছে ৷ এক যুগেরও বেশি সময় পর বিদেশ থেকে রেড পান্ডা আনা হল।"

দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "অনেকটা যাত্রা করে জোড়া রেড পান্ডা দু'টি এসে পৌঁছেছে। কোয়ারেন্টানে এক মাসের মতো রাখা হবে। আমাদের চিকিৎসক ও বিশেষজ্ঞরা নজর রাখবে। দুটো পান্ডাই খুব ভালো রয়েছে ।"

জানা গিয়েছে, কোনও প্রাণী বিনিময় কর্মসূচি বা অ্যানিমেল এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীন এই রেড পান্ডা দু’টি আনা হয়নি ৷ তাহলে এর জন্য দার্জিলিং চিড়িয়াখানা বা দেশের অন্য কোনও চিড়িয়াখানা থেকে কোনও প্রাণী পাঠাতে হতো নেদারল্যান্ডসে। সেটা হয়নি৷ দার্জিলিং চিড়িয়াখানার রেড পান্ডা সংরক্ষণ ও প্রজনন কর্মসূচির সুনামের জন্যই ওই পান্ডা দু’টিকে পাঠাতে রাজি হয়েছে নেদারল্যান্ডস সরকার। প্রায় তিন বছরের বেশি সময় ধরে রাজ্য জু অথরিটির তরফে রেড পান্ডা আনার চেষ্টা করা হচ্ছিল ৷ গত এক বছরে এই নিয়ে একাধিক বৈঠক করেন রাজ্য জু অথরিটির সদস্য সচিব। অবশেষে এদিন মিলল সেই রেড পান্ডা।

রেড পান্ডা আনার প্রয়োজনীয়তা

উত্তরের পাহাড় বা হিমালয়ের জঙ্গলে বসবাসকারী রেড পান্ডার জিনের মান এক। ফলে হিমালয়ের জঙ্গলে বসবাসকারী রেড পান্ডার আবাসস্থল যেমন সিঙ্গালিলা, নেওড়াভ্যালি, আবার সিকিমের সিকিমের কিয়ংসেল, আলপেলাইন সিম্বা, রোডোডেনড্রন জঙ্গলে রেড পান্ডার বসবাস রয়েছে। সব অংশ মেলালেও রেড পান্ডার আবাসস্থলগুলো এক একটা দ্বীপের মতো হয়ে গিয়েছে। এতে বছরের পর বছর রেড পান্ডা প্রজনন করে সংখ্যায় বাড়লেও জিন উন্নত হয়নি। জিনের মান উন্নত করতে হলে অন্য পরিবেশ ও আবহাওয়ার রেড পান্ডার সঙ্গে প্রজনন হওয়া জরুরি। সেই কারণেই বিদেশের চিড়িয়াখানা থেকে রেড পান্ডা আনার উদ্যোগ নেয় জু অথরিটি ও বন দফতর।

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার (আইইউসিএন) রেড পান্ডাকে বিলুপ্তপ্রায় প্রজাতির লাল তালিকাভুক্ত প্রাণী হিসেবে চিহ্নিত করেছে। 2019 সালের শুমারি অনুযায়ি সিঙ্গালিলা জাতীয় অভয়ারণ্যে 38টি ও ন্যাওড়াভ্যালি অভয়ারণ্যে 32টি রেড পান্ডা ছিল। 2023-24 সালেই দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানায় 6টি রেড পান্ডা শাবকের জন্ম হয়েছে। গত তিন বছরে 6টি রেড পান্ডা দম্পতিকে সিঙ্গালিলা অভয়ারণ্যে রেডিও কলার পরিয়ে মুক্ত করা হয়েছে।

দার্জিলিং, 25 ডিসেম্বর: বড়দিনে পর্যটকদের জন্য বড় উপহার নিয়ে এল দার্জিলিং চিড়িয়াখানা। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে সুদুর নেদারল্যান্ডস থেকে ক্রিসমাসের দিন এসে পৌঁছল একজোড়া নতুন অতিথি। এরা হল রেড পান্ডা দম্পতি। একজনের নাম বিশাল আর আরেকজনের নাম কোশি। এক যুগেরও বেশি সময় পর বিদেশের কোন চিড়িয়াখানা থেকে ভারতে আনা হল রেডপান্ডা।

নেদারল্যান্ডসের রটটেরড্যাম চিড়িয়াখানা থেকে আনা হয়েছে ওই দুই রেড পান্ডাকে। আর ক্রিসমাসের সকালেই ওই দুই রেড পান্ডা এসে পৌঁছয় দার্জিলিং চিড়িয়াখানায় ৷ দু'টি রেড পান্ডার বয়স আড়াই বছর। প্রায় 27 ঘণ্টার বেশি সময় যাত্রা করে এই রেড পান্ডাকে দু'টিকে আনা হয়। প্রথমে বিমানে, তারপর সড়কপথে। বিশেষজ্ঞ ও চিকিৎসকের তত্ত্বাবধানে ওই পান্ডার জোড়াকে স্থানান্তরিত করা হয়। বর্তমানে দু'টো রেড পান্ডাই সুস্থ রয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে ৷ আগামী এক মাস ওই রেড পান্ডা দম্পতিকে কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর প্রজননের জন্য চিড়িয়াখানায় অন্যান্য রেড পান্ডার সঙ্গে ছাড়া হবে। বর্তমানে দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা বেড়ে হল 21টি।

এই বিষয়ে রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "এটা আমাদের একটা বড় পাওনা। দার্জিলিং চিড়িয়াখানার রেড পান্ডা সংরক্ষণ ও প্রজনন কর্মসূচি সারা বিশ্বে নজির স্থাপন করেছে। যে কারণে আজ বিদেশ থেকে এই এক জোড়া রেড পান্ডাকে আনা সম্ভব হয়েছে ৷ এক যুগেরও বেশি সময় পর বিদেশ থেকে রেড পান্ডা আনা হল।"

দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "অনেকটা যাত্রা করে জোড়া রেড পান্ডা দু'টি এসে পৌঁছেছে। কোয়ারেন্টানে এক মাসের মতো রাখা হবে। আমাদের চিকিৎসক ও বিশেষজ্ঞরা নজর রাখবে। দুটো পান্ডাই খুব ভালো রয়েছে ।"

জানা গিয়েছে, কোনও প্রাণী বিনিময় কর্মসূচি বা অ্যানিমেল এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীন এই রেড পান্ডা দু’টি আনা হয়নি ৷ তাহলে এর জন্য দার্জিলিং চিড়িয়াখানা বা দেশের অন্য কোনও চিড়িয়াখানা থেকে কোনও প্রাণী পাঠাতে হতো নেদারল্যান্ডসে। সেটা হয়নি৷ দার্জিলিং চিড়িয়াখানার রেড পান্ডা সংরক্ষণ ও প্রজনন কর্মসূচির সুনামের জন্যই ওই পান্ডা দু’টিকে পাঠাতে রাজি হয়েছে নেদারল্যান্ডস সরকার। প্রায় তিন বছরের বেশি সময় ধরে রাজ্য জু অথরিটির তরফে রেড পান্ডা আনার চেষ্টা করা হচ্ছিল ৷ গত এক বছরে এই নিয়ে একাধিক বৈঠক করেন রাজ্য জু অথরিটির সদস্য সচিব। অবশেষে এদিন মিলল সেই রেড পান্ডা।

রেড পান্ডা আনার প্রয়োজনীয়তা

উত্তরের পাহাড় বা হিমালয়ের জঙ্গলে বসবাসকারী রেড পান্ডার জিনের মান এক। ফলে হিমালয়ের জঙ্গলে বসবাসকারী রেড পান্ডার আবাসস্থল যেমন সিঙ্গালিলা, নেওড়াভ্যালি, আবার সিকিমের সিকিমের কিয়ংসেল, আলপেলাইন সিম্বা, রোডোডেনড্রন জঙ্গলে রেড পান্ডার বসবাস রয়েছে। সব অংশ মেলালেও রেড পান্ডার আবাসস্থলগুলো এক একটা দ্বীপের মতো হয়ে গিয়েছে। এতে বছরের পর বছর রেড পান্ডা প্রজনন করে সংখ্যায় বাড়লেও জিন উন্নত হয়নি। জিনের মান উন্নত করতে হলে অন্য পরিবেশ ও আবহাওয়ার রেড পান্ডার সঙ্গে প্রজনন হওয়া জরুরি। সেই কারণেই বিদেশের চিড়িয়াখানা থেকে রেড পান্ডা আনার উদ্যোগ নেয় জু অথরিটি ও বন দফতর।

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার (আইইউসিএন) রেড পান্ডাকে বিলুপ্তপ্রায় প্রজাতির লাল তালিকাভুক্ত প্রাণী হিসেবে চিহ্নিত করেছে। 2019 সালের শুমারি অনুযায়ি সিঙ্গালিলা জাতীয় অভয়ারণ্যে 38টি ও ন্যাওড়াভ্যালি অভয়ারণ্যে 32টি রেড পান্ডা ছিল। 2023-24 সালেই দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানায় 6টি রেড পান্ডা শাবকের জন্ম হয়েছে। গত তিন বছরে 6টি রেড পান্ডা দম্পতিকে সিঙ্গালিলা অভয়ারণ্যে রেডিও কলার পরিয়ে মুক্ত করা হয়েছে।

Last Updated : Dec 25, 2024, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.