কলকাতা, 5 ফেব্রুয়ারি: "যীশু দা'র আসলে কোনও কাজই নেই...."- সিসিএল-এর অনুশীলনের মাঝে দলের ক্যাপ্টেনকে নিয়ে হঠাতই এমন কথা বলে বসলেন বেঙ্গল টাইগার্স-এর ভাইস ক্যাপ্টেন সৌরভ দাস। ভাগ্যিস সেই সময় মাঠে হাজির ছিলেন না ক্যাপ্টেন সাহেব। তিনি শেষ দিনের অনুশীলনে হাজির থাকতে পারেননি শুটিংয়ে ব্যস্ত থাকার দরুণ।
তবে, গোটা ব্যাপারটাই ঘটেছে খুব মজার ছলে। এভাবেই হাসি, মজা, খুনসুটির মাধ্যমে অনুশীলন চলে বেঙ্গল টাইগার্স টিমের। সামনেই সিসিএল। তাই প্রস্তুতি তুঙ্গে। ম্যাচের আগে শেষ দিনের অনুশীলনে যীশু ছাড়া মাঠে হাজির ছিলেন সকলেই। গুরুগম্ভীর অনুশীলন এই দলের ধাতে সয় না। হেসে, খেলে, এ ওকে স্লেজিং করেই কেটে যায় দিন। এমনকী স্লেজিং করতে ছাড়েন না কোচ শরদিন্দু মুখোপাধ্যায়কেও। আর ক্যাপ্টেন যীশু তো আছেনই।
রাহুল তো বলেই ফেললেন, "আমি আর সৌরভ দা মাফিয়া। গুণ্ডামি করে চলেছি। যীশু দা আমাদের অত্যাচারে পাগল হয়ে গেছে। ভেঙেও পড়েছে। প্র্যাকটিসেও আসেনি। এই যে শুটিংয়ে গেছে সেটাও আমাদের জন্যই। আমাদেরকে কিছু দিতে হবে তো। যীশু দা আসলে আমাদের অত্যাচারের শিকার। আমরা ওর বাড়িতে গিয়ে ওর স্যুটকেস খুলে জামাকাপড়ও নিয়ে আসি। কী যে করবে মানুষটা।..."
সৌরভ এদিন রাহুল মজুমদারের দিকে আঙুল তুলে বলেন, "যীশু দা'কে সবথেকে বেশি জ্বালায় রাহুল। আমি ওর থেকে একটু কম জ্বালাই।" রাহুল নিজের মুখেই অকপট স্বীকারোক্তিতে বলেন, "আমিই দলে সবথেকে বেশি নটরিয়াস। তারপরে সৌরভ দা। বয়সটা একটু বেশি তো। " এভাবেই শেষদিনের অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মেতে ওঠেন টিম বেঙ্গল টাইগার্স।
এদিন দলের কোচ তথা একদা ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শরদিন্দু মুখোপাধ্যায়কে নিয়েও খুনসুটিতে মেতে ওঠেন দলের দুই স্বঘোষিত মাফিয়া রাহুল এবং সৌরভ। এঁদের জ্বালায় এক প্রকার অতিষ্ঠ দলের কোচ শরদিন্দু মুখোপাধ্যায় থুড়ি সকলের বাপ্পা দা। তিনিও বললে, "আমাকেও এরা স্লেজিং করতে ছাড়ে না।"
রাহুল জিজ্ঞেস করেন, "ভারতীয় দলে খেলে আসার পর আমার আর সৌরভ দা'র মাঝে দাঁড়িয়ে কেমন লাগছে?" কোচ বলেন, "রোজ যেমন লাগে তেমনই লাগছে। রি রি করছে। আমাকে স্লেজিং করছিস এত বড় সাহস?" অন্যদিকে, সেলেবদের কোচিং করাতে কোনও অসুবিধা হচ্ছে না? ইটিভি ভারতের এই প্রশ্নে কোচ বলেন, "না একেবারেই না। আমি ক্রিকেট জগৎ থেকে এসেছি ৷ সকলেই জানে ৷ আর সেই অনুযায়ী ওরা আমাকে মানেও। আমি 2010 সাল থেকে সিসিএল-এর কমেন্ট্রি করি। আর শুধু ওদেরকেই চিনি না, ওদের পরিবারকেও আমি চিনি। তাই ওদের সামাল দিতে, কোচিং করাতে আমার কোনও অসুবিধা হচ্ছে না।"
হাসি-মজার পাশাপাশি ক্রিকেট নিয়ে সিরিয়াস টলিউডের তারকারা ৷ মজা যেমনই হোক না কেন হাতে ব্যাট এলে আর কোনওদিকে নজর থাকছে না টিম বেঙ্গল টাইগার্সের ৷ 8 তারিখ হায়দরাবাদে শুরু হচ্ছে সেলেব্রিটি ক্রিকেট লিগ 2025 ৷ ফাইনাল খেলা হবে মুম্বইয়ে ৷