নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি:প্রতিনিয়ত উন্নত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ৷ এবার আরও উন্নত হল এআই মডেল ৷ প্রযুক্তিবিদদের মতে এবার বক্তৃতা দিতে পারবে এআই মডেল অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা ৷ মার্কিন মুলুকে ওহিও (Ohio) বিশ্ববিদ্যালয়ের একটি এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা করছে ৷ সেই পরীক্ষাতেই দেখা গিয়েছে এআই মডেল বক্তৃতার সময় অত্যন্ত শব্দচয়নের ক্ষেত্রে অত্যন্ত সচেতন থাকে ৷ মানুষের থেকেও সুন্দর বক্তৃতা দেয় ৷
এই বিশ্ববিদ্যালয় প্রাকাশিত একটি জার্নালে উল্লেখ করা হয়েছে, এআই মডেল বক্তৃতার সময় সেই সমস্ত ভাষা ব্যবহার করে যা শ্রোতারা শুনতে চায় ৷ এমন কোনও শব্দের ব্যবহার করে যা বুঝতে গিয়ে শ্রোতাদের সমস্যায় পড়তে হয় ৷ তাই এআই-এর বক্তৃতাও বেশ জনপ্রিয় হয়েছে ৷ বিশেষত যে কোনও গাণিতিক সমস্যার সমাধান সহজেই করতে পারে এআই মডেল ৷ তাই উত্তরোত্তর এই শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে যেকোনও বিষয়েই এই কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা ক্রমশ বাড়ছে ৷ এই প্রসঙ্গেই ওহিও স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডোনাল্ড উইলিয়ামসন বলেন, " যেকোনও বিষয়কে খুব সহজভাবে শ্রোতাদের কাছে তুলে ধরার জন্যই জনপ্রিয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ৷"
তিনি আরও উল্লেখ করেন, "এআই প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যাতে মডেলটি বক্তৃতার সময় অবাঞ্ছিত শব্দ বাদ দেয় ৷ মানুষের প্রয়োজনীয় তথ্য দিতে পারে ৷ সেইভাবে উন্নয়ন করা হচ্ছে এআই প্রযুক্তির ৷" এই আই মডেলগুলির প্রযুক্তিগত উন্নয়নের ব্যাপারেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ বিশেষত মাইক্রোফোনের ব্যবহার ৷ রেকর্ডিংয়ের সময় যাতে কোনও অবাঞ্ছিত শব্দ না থাকে সেই দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে ৷ প্রতিটি শব্দ যাতে স্পষ্টভাবে উচ্চারিত হয় সেই দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷