হায়দরাবাদ:পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ ৷ পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব 384,400 কিলোমিটার ৷ পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে গড়ে 28 দিন ৷ এই নির্দিষ্ট সময়কাল হল এক মাস ৷ বৈজ্ঞানিক মতে চাঁদ 4.5 বিলিয়ন বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর চারিদিকে ঘুরছে । কিন্তু কখনও কি ভেবে দেখেছেন হঠাৎ চাঁদ অদৃশ্য হয়ে গেলে কী হবে? মানবসভ্যতা কতটা প্রভাবিত হতে পারে ৷
আমরা আজ এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। নেচার জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, চাঁদবিহীন পৃথিবীর পরিণতি হতে পারে অত্যন্ত ধ্বংসাত্মক।"গ্রহের ভারসাম্য বজায় রাখতে চাঁদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে," এই তথ্য উল্লেখ করেছেন গবেষক মারিয়া রদ্রিগেজ।
জোয়ার-ভাটায় ব্যাঘাত: চাঁদ ও সূর্যের আকর্ষণের কারণে নদী-সমুদ্রের জলস্তর ফুলে ওঠে। এই জলস্তর বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে হয় ৷ চন্দ্রগ্রহণের সবচেয়ে বেশি প্রভাব পড়ে সমুদ্রের উপর। যার কারণে উপকূলীয় এলাকাতেও ভাঙন দেখা যায় ৷ জোয়ারের কারণে বন্যা পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। হঠাৎ ধরুন পৃথিবীকে চাঁদ হারিয়ে গেল চিরতরে, তবে যে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ব্যাঘাত ঘটবে এবং জোয়ার- ভাটায় প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না।
জলবায়ু পরিবর্তন: চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর অক্ষকে স্থিতিশীল করতে সাহায্য করে। সকলেই জানি পৃথিবী 23.5 ডিগ্রি হেলে থাকে। চাঁদের অনুপস্থিতির কারণে অক্ষ পরিবর্তন হতে পারে বলে মনে করছেন গবেষকরা ৷ এরফলে আবহাওয়ার পরিবর্তনও হতে পারে । ফল স্বরূপ পৃথিবীর কিছু অংশের তাপমাত্রা বাড়বে এবং কিছু অংশের তাপমাত্রা হঠাৎ কমে যাবে। মানব সভ্যতার উপর প্রভাব ফেলবে ৷