ETV Bharat / technology

ভয় নেই চাকরি নেবে না, খুঁজে দেবে AI! Linkedin-এ নতুন ফিচার - LINKEDIN JOB MATCH

চাকরি খোঁজার জন্য একটি নতুন AI বৈশিষ্ট্য চালু করেছে LinkedIn । এবার জেনে নেওয়া যাক এটি কীভাবে চাকরি খুঁজে দেবে ৷

LinkedIn
লিঙ্কডইনে চালু হয়েছে AI ফিচার (ছবি Linkedin)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 18, 2025, 4:06 PM IST

হায়দরাবাদ: প্রতিনিয়ত বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হচ্ছে দেশ জুড়ে বেকারত্ব বাড়ছে । এর অন্যতম প্রধান কারণ যুব সম্প্রদায়ের চাকরি না পাওয়া। কর্মপ্রার্থীদের অন্যতম পছন্দের প্ল্যাটফর্ম হল LinkedIn ৷ কর্মসংস্থান বা নতুন চাকরিতে যোগ দেওয়র জন্য অনেকেই বেছে নেন এই প্ল্যাটফর্মটি ৷ AI আবিষ্কারের পর বিভিন্ন মহলে আশঙ্কা করা হয়েছিল AI কর্মসংস্থানে থাবা বসাতে পারে ৷ না এই কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরি খুঁজে দেবে ৷ LinkedIn চাকরিপ্রার্থীদের জন্য এনেছে AI ফিচার । এবার জেনে নেওয়া যাক এই ফিচার কিভাবে কাজ করে ৷

Poco-র স্মার্টফোনে কল রেকর্ড থেকে ট্রান্সলেশন সবই করবে AI

AI জব ম্যাচ ফিচার

লিঙ্কডইনের এই AI ফিচারটির নাম 'জব ম্যাচ'। এটি যেকোনও ব্যক্তিকে LinkedIn-এ চাকরি খোঁজার প্রক্রিয়া আর সহজ করে দেয়। এতদিন এই ব্যবহাকারীদের LinkedIn-এ চাকরি খোঁজার জন্য ম্যানুয়ালি কিওয়ার্ড লিখতে হতো ৷ এবার থেকে এই কাজটি করবে AI ৷ নতুন এআই জব ম্যাচ ফিচারের সাহায্যে, লিঙ্কডইন স্বয়ংক্রিয়ভাবে পেশাদারি অভিজ্ঞতা যাচাই করবে ওই ব্যক্তির ৷ প্রোফাইলে ম্যাচ করে এমন চাকরি খুঁজে দেবে ৷

এতদিন কোনও ব্যক্তি সঠিক কীওয়ার্ড লিখতে না পারলে, তাঁদের চাকরি খুঁজে পেতে সমস্যা হত ৷ লিঙ্কডইনের নতুন এআই বৈশিষ্ট্যটি স্বয়ংক্রিয়ভাবে চাকরি প্রার্থীর প্রোফাইল ও পেশাদার অভিজ্ঞতা যাচাই করে সেই অনুযায়ী নতুন চাকরির সন্ধান করবে। এই বৈশিষ্ট্যটির সাহায্যে, চাকরি প্রার্থীদের চাকরি খোঁজা আরও সহজ হবে ৷

খেলা ঘুরে যাবে! সার্কেল টু সার্চ ফিচারের ব্যবহার জানলে

জব ম্যাচ ফিচারটি কীভাবে কাজ করে

এআই জব ম্যাচ ফিচারটি চাকরি প্রার্থীর সঙ্গে কাজের তালিকা এবং চাকরি সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য শেয়ার করবে। এটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করবে সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইলটি সেই কাজের সঙ্গে কতটা সামঞ্জস্য রাখতে পারবেন । এটি কম সময়ে নুতন চাকরি খুঁজতে সাহায্য করবে ৷ এটি ছাড়াও, যদি আপনার লিঙ্কডইনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকে তবে আরও ভালো অ্যাস্টিসস্ট্যান্ট পাওয়া যাবে কৃত্রিম বুদ্ধি মত্তার থেকে ৷

এই AI ফিচারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট ব্যক্তিকে সাহায্য করবে তিনি চাকরির জন্য সঠিক কিনা সেটি বুঝতে ৷ আবেদনের ক্ষেত্রে সেই মতো পরামর্শ দেবে ৷ উপযুক্ত একটি ভূমিকা খুঁজে না পায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্য পদে বা অন্য চাকরিতে আবেদনের পরামর্শ দেবে ৷ এইভাবে, LinkedIn-এর AI Job Match বৈশিষ্ট্যটি ভারত-সহ বিশ্ব জুড়ে কাজ করবে ৷ এটি নতুন চাকরি খুঁজতে সাহায্য করবে ৷ লিঙ্কডিনের এই ফিচারে অনেকেই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে ৷

গভীর জলের স্মার্টফোন! ঝকঝকে ছবি উঠবে আবার নষ্ট হবে না ডিভাইস

হায়দরাবাদ: প্রতিনিয়ত বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হচ্ছে দেশ জুড়ে বেকারত্ব বাড়ছে । এর অন্যতম প্রধান কারণ যুব সম্প্রদায়ের চাকরি না পাওয়া। কর্মপ্রার্থীদের অন্যতম পছন্দের প্ল্যাটফর্ম হল LinkedIn ৷ কর্মসংস্থান বা নতুন চাকরিতে যোগ দেওয়র জন্য অনেকেই বেছে নেন এই প্ল্যাটফর্মটি ৷ AI আবিষ্কারের পর বিভিন্ন মহলে আশঙ্কা করা হয়েছিল AI কর্মসংস্থানে থাবা বসাতে পারে ৷ না এই কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরি খুঁজে দেবে ৷ LinkedIn চাকরিপ্রার্থীদের জন্য এনেছে AI ফিচার । এবার জেনে নেওয়া যাক এই ফিচার কিভাবে কাজ করে ৷

Poco-র স্মার্টফোনে কল রেকর্ড থেকে ট্রান্সলেশন সবই করবে AI

AI জব ম্যাচ ফিচার

লিঙ্কডইনের এই AI ফিচারটির নাম 'জব ম্যাচ'। এটি যেকোনও ব্যক্তিকে LinkedIn-এ চাকরি খোঁজার প্রক্রিয়া আর সহজ করে দেয়। এতদিন এই ব্যবহাকারীদের LinkedIn-এ চাকরি খোঁজার জন্য ম্যানুয়ালি কিওয়ার্ড লিখতে হতো ৷ এবার থেকে এই কাজটি করবে AI ৷ নতুন এআই জব ম্যাচ ফিচারের সাহায্যে, লিঙ্কডইন স্বয়ংক্রিয়ভাবে পেশাদারি অভিজ্ঞতা যাচাই করবে ওই ব্যক্তির ৷ প্রোফাইলে ম্যাচ করে এমন চাকরি খুঁজে দেবে ৷

এতদিন কোনও ব্যক্তি সঠিক কীওয়ার্ড লিখতে না পারলে, তাঁদের চাকরি খুঁজে পেতে সমস্যা হত ৷ লিঙ্কডইনের নতুন এআই বৈশিষ্ট্যটি স্বয়ংক্রিয়ভাবে চাকরি প্রার্থীর প্রোফাইল ও পেশাদার অভিজ্ঞতা যাচাই করে সেই অনুযায়ী নতুন চাকরির সন্ধান করবে। এই বৈশিষ্ট্যটির সাহায্যে, চাকরি প্রার্থীদের চাকরি খোঁজা আরও সহজ হবে ৷

খেলা ঘুরে যাবে! সার্কেল টু সার্চ ফিচারের ব্যবহার জানলে

জব ম্যাচ ফিচারটি কীভাবে কাজ করে

এআই জব ম্যাচ ফিচারটি চাকরি প্রার্থীর সঙ্গে কাজের তালিকা এবং চাকরি সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য শেয়ার করবে। এটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করবে সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইলটি সেই কাজের সঙ্গে কতটা সামঞ্জস্য রাখতে পারবেন । এটি কম সময়ে নুতন চাকরি খুঁজতে সাহায্য করবে ৷ এটি ছাড়াও, যদি আপনার লিঙ্কডইনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকে তবে আরও ভালো অ্যাস্টিসস্ট্যান্ট পাওয়া যাবে কৃত্রিম বুদ্ধি মত্তার থেকে ৷

এই AI ফিচারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট ব্যক্তিকে সাহায্য করবে তিনি চাকরির জন্য সঠিক কিনা সেটি বুঝতে ৷ আবেদনের ক্ষেত্রে সেই মতো পরামর্শ দেবে ৷ উপযুক্ত একটি ভূমিকা খুঁজে না পায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্য পদে বা অন্য চাকরিতে আবেদনের পরামর্শ দেবে ৷ এইভাবে, LinkedIn-এর AI Job Match বৈশিষ্ট্যটি ভারত-সহ বিশ্ব জুড়ে কাজ করবে ৷ এটি নতুন চাকরি খুঁজতে সাহায্য করবে ৷ লিঙ্কডিনের এই ফিচারে অনেকেই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে ৷

গভীর জলের স্মার্টফোন! ঝকঝকে ছবি উঠবে আবার নষ্ট হবে না ডিভাইস

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.