ETV Bharat / technology

ইন্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপেও যোগ করা যাবে মিউজিক নোট - MUSIC IN WHATSAPP STATUS

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার ৷ ইনস্টাগ্রাম ও মেসঞ্জারের মতো মিউজিক নোট অ্যাড করা যাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ৷

WhatsApp FEATURE
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যোগ করা যাবে মিউজিক নোট (ছবি মেটা)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 18, 2025, 5:01 PM IST

হায়দরাবাদ: এবার ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মতো মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যোগ করা যাবে মিউজিক নোট ৷ ব্যবহারকারীদের প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা দিতে হোয়াটসঅ্যাপ প্রায়শই নতুন ফিচার আপডেট করছে ৷ এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে মিউজিক নোট অ্যাডের সুবিধা ৷ যাঁরা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করতে পছন্দ করে তাঁদের কাছে যে এই ফিচার অনবদ্য তা বলার অপেক্ষা রাখে না।

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের নাম হল 'মিউজিক অফ স্ট্যাটাস' আপডেট ৷ ফিচারটির নাম থেকেই বোঝা যাচ্ছে এক বৈশিষ্ট্য কী ৷ এই নতুন বৈশিষ্ট্যটি চালু হলে, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তাঁদের পছন্দের মিউজিক যোগ করতে পারবেন । এখনও পর্যন্ত, হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস পোস্ট করা যায়, তবে এটির সঙ্গে গান যোগ করার কোনও সুবিধা নেই ৷ নতুন ফিচারে মিউজিক নোট যোগ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা ৷

মজাদার হোয়াটসঅ্যাপ, যোগ হল 30টি ফিল্টার

WabetaInfo সংস্করণ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন ৷ তথ্য অনুসারে হোয়াটসঅ্যাপের মিউজিক স্ট্যাটাস বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড 2.25.2.5-সহ বিটা সংস্করণে পাওয়া যাচ্ছে। রিপোর্ট অনুসারে, এই আপডেটের রোলআউট শুরু হয়ে গিয়েছে, তবে বর্তমানে শুধুমাত্র কিছু নির্বাচিত বিটা ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারবেন ৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যে, হোয়াটসঅ্যাপের সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারেবন ৷ অর্থাৎ সকলেই স্ট্যাটাসের সঙ্গে সঙ্গীত যোগ করতে পারেবন ৷

স্ট্যাটাস পোস্ট আকর্ষণীয়

এই নতুন ফিচারটি চালু হলে স্ট্যাটাসে একটি ছবি বা টেক্সট আপলোড করার সময়, বাঁ দিকে একটি নতুন মিউজিক আইকন দেখা যাবে ৷ সেখানে ক্লিক করে ব্যবহারকারীরা স্ট্যাটাস অনুযায়ী তাদের পছন্দের গান বা শিল্পীদের অনুসন্ধান করে সেটি যোগ করতে পারবেন ৷ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটো এবং ভিডিয়ো উভয়ের সঙ্গে গান যোগ করতে পারেবন ।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত এই বৈশিষ্ট্যটি ইনস্টাগ্রামে গল্প পোস্ট করার মতো। মেটার নিজস্ব ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে টেক্সট যোগ করার সময় সঙ্গীত যোগ করার সুবিধা রয়েছে । এখন মেটা হোয়াটসঅ্যাপেও এই বৈশিষ্ট্যটি চালু করতে চলেছে ৷

লোকেশন শেয়ার করলেই ট্র্যাকিং-এর শিকার! জানা যাবে কে করছে

হায়দরাবাদ: এবার ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মতো মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যোগ করা যাবে মিউজিক নোট ৷ ব্যবহারকারীদের প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা দিতে হোয়াটসঅ্যাপ প্রায়শই নতুন ফিচার আপডেট করছে ৷ এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে মিউজিক নোট অ্যাডের সুবিধা ৷ যাঁরা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করতে পছন্দ করে তাঁদের কাছে যে এই ফিচার অনবদ্য তা বলার অপেক্ষা রাখে না।

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের নাম হল 'মিউজিক অফ স্ট্যাটাস' আপডেট ৷ ফিচারটির নাম থেকেই বোঝা যাচ্ছে এক বৈশিষ্ট্য কী ৷ এই নতুন বৈশিষ্ট্যটি চালু হলে, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তাঁদের পছন্দের মিউজিক যোগ করতে পারবেন । এখনও পর্যন্ত, হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস পোস্ট করা যায়, তবে এটির সঙ্গে গান যোগ করার কোনও সুবিধা নেই ৷ নতুন ফিচারে মিউজিক নোট যোগ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা ৷

মজাদার হোয়াটসঅ্যাপ, যোগ হল 30টি ফিল্টার

WabetaInfo সংস্করণ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন ৷ তথ্য অনুসারে হোয়াটসঅ্যাপের মিউজিক স্ট্যাটাস বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড 2.25.2.5-সহ বিটা সংস্করণে পাওয়া যাচ্ছে। রিপোর্ট অনুসারে, এই আপডেটের রোলআউট শুরু হয়ে গিয়েছে, তবে বর্তমানে শুধুমাত্র কিছু নির্বাচিত বিটা ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারবেন ৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যে, হোয়াটসঅ্যাপের সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারেবন ৷ অর্থাৎ সকলেই স্ট্যাটাসের সঙ্গে সঙ্গীত যোগ করতে পারেবন ৷

স্ট্যাটাস পোস্ট আকর্ষণীয়

এই নতুন ফিচারটি চালু হলে স্ট্যাটাসে একটি ছবি বা টেক্সট আপলোড করার সময়, বাঁ দিকে একটি নতুন মিউজিক আইকন দেখা যাবে ৷ সেখানে ক্লিক করে ব্যবহারকারীরা স্ট্যাটাস অনুযায়ী তাদের পছন্দের গান বা শিল্পীদের অনুসন্ধান করে সেটি যোগ করতে পারবেন ৷ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটো এবং ভিডিয়ো উভয়ের সঙ্গে গান যোগ করতে পারেবন ।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত এই বৈশিষ্ট্যটি ইনস্টাগ্রামে গল্প পোস্ট করার মতো। মেটার নিজস্ব ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে টেক্সট যোগ করার সময় সঙ্গীত যোগ করার সুবিধা রয়েছে । এখন মেটা হোয়াটসঅ্যাপেও এই বৈশিষ্ট্যটি চালু করতে চলেছে ৷

লোকেশন শেয়ার করলেই ট্র্যাকিং-এর শিকার! জানা যাবে কে করছে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.