হায়দরাবাদ: Honda মোটরসাইকেল আনল তাদের নতুন মডেল Honda Activa-e ৷ ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে দুই বৈদ্যুতিক স্কুটার Honda Activa-e এবং Honda QC1 লঞ্চ করেছে ৷ হন্ডার এই স্কুটারগুলির দাম যথাক্রমে 1,17,000 টাকা এবং 90,000 টাকা (এক্স-শোরুম, বেঙ্গালুরু,)। শহর হিসেবে এক্স শোরুম মূল্য আলাদা ৷ লঞ্চ অফারে 1,000 টাকা দিয়ে এই দু’টি মডেল বুকিং করা যাবে ৷
Honda Activa-e র স্পেসিফিকেশন
Honda Activa-e-তে 1.5 kWh-এর দু’টি ব্যাটারি ব্যবহার করেছে, যা মোট 3 kWh ক্ষমতা প্রদান করে । এই ব্যাটারি প্যাক পরিবর্তন করা যাবে না ৷ ইলেকট্রিক এই স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জ হলে 102 কিলোমিটার চলবে । স্কুটারটিতে একটি 6 কিলোওয়াট মোটর ব্যবহার করা হয়েছে, যা 22 Nm টর্ক উৎপন্ন করে, ফলে এটি সর্বোচ্চ 80 কিলোমিটার বেগ (প্রতি ঘণ্টা) চলতে পারে ৷
Honda অ্যাক্টিভা-ই-এর বৈশিষ্ট্য:
Honda-র এই মডেলটিতে তিনটি মোড রয়েছে ৷ চালকরা সহজেই ইকন, স্ট্যান্ডার্ড এবং স্পোর্টের মতো মোড পরিবর্তন করতে পারে । সমস্ত তথ্য ড্যাশবোর্ডে থাকে ৷ এতে 7-ইঞ্চি TFT ডিসপ্ল রয়েছে ৷ সমস্ত মোড সেখানে দেখা যায় ৷ Honda RoadSync Duo মডেল স্মার্টফোনের অ্যাপের সঙ্গে লিঙ্ক করা যায় ৷ যা নেভিগেশনে সাহায্য করে ৷
Honda Activa-e, পাঁচটি ভিন্ন রঙে পাওয়া যায় ৷ এতে রয়েছে H-Smart-Key সিস্টেমে ৷ এটি মডেলটি পার্ল সেরেনিটি ব্লু এবং ম্যাট ফগি সিলভার মেটালিকের মতো তিনটি ভিন্ন রঙের পাওয়া যাচ্ছে ৷
Honda QC1 এর স্পেসিফিকেশন
Honda QC-তে একটি ব্যাটারি রয়েছে ৷ যেটি 1.5 kWh, যা সম্পূর্ণ চার্জে 80 কিলোমিটার মাইলেজ দেয় । স্কুটারে ইনস্টল করা ইন-হুইল মোটর সর্বোচ্চ 2.4bhp শক্তি উৎপন্ন করে ৷ ফলে এই স্কুটারটি 50 কিমি/ঘণ্টা সর্বোচ্চ গতিতে পৌঁছাতে পারে । যদিও এটিও ব্যাটারি পরিবর্তন করা যায় না ৷ QC1 মডেলটিতে 5-ইঞ্চি LCD ডিসপ্লে, USB Type-C চার্জিং পোর্ট এবং 26 লিটার আন্ডার-সিট স্টোরেজ রয়েছে ।
চার্জিং: ব্যাটারি হোম চার্জার ব্যবহার করে স্কুটারটি 4 ঘণ্টায় 30 মিনিটে 80 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। Honda Activa-e-এর মতো Honda QC1 পাঁচটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে ৷ উভয় স্কুটারেই শক্তিশালী হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে ৷ যার মধ্যে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন।
Activa-e একটি ফ্রন্ট ডিস্ক ব্রেক রয়েছে ৷ অন্যদিকে QC1 এর দু’টি চাকাতেই ড্রাম ব্রেক রয়েছে । কোম্পানি এই স্কুটারগুলির এই মডেলে 3 বছর/50,000 কিলোমিটার ওয়ারেন্টি, তিনটি বিনামূল্যে সার্ভিসিং-এর সুযোগ দিচ্ছে ৷ এই মডেলগুলি কর্ণাটকের হোন্ডার নারসাপুর প্ল্যান্টে তৈরি করা হয়েছে ৷