ETV Bharat / technology

এপ্রিলে লঞ্চ করতে পারে iPhone SE 4, প্রকাশ্যে ফার্স্ট লুক - IPHONE SE 4 FIRST LOOK

iPhone SE 4 এর ডামি লুক প্রকাশ করা হয়েছে ৷ অ্যাপলের A18 বায়োনিক চিপ থাকতে পারে ৷ সম্ভাব্য দাম 50 হাজারের মধ্যে থাকতে পারে ৷

iPhone SE 4
প্রকাশ্যে iPhone SE 4 এর লুক (ছবি - X/ @SonnyDickson)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 18, 2025, 3:05 PM IST

হায়দরাবাদ: চলতি বছরে হাতে আসতে পারে iPhone SE 4 ৷ জানা গিয়েছে, চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে লঞ্চ হতে পারে iPhone SE 4 অথবা iPhone 16E যেকোনও একটি নামে লঞ্চ হতে পারে। অ্যাপলের এই আসন্ন ফোনের একটি ডামি প্রকাশ করা হয়েছে, যেখান এই ফোনের প্রথম ঝলক দেখা গিয়েছে ।

iPhone SE 4 ডামি ফাঁস

ডামিতে দেখা গিয়েছে, iPhone SE 4 দু’টি রঙে পাওয়া যাবে, সাদা এবং কালো ৷ সনি ডিকসন, এক জনপ্রিয় টিপস্টার স্মার্টফোন সম্পর্কে এই তথ্য দিয়েছেন ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন । এই পোস্টে অ্যাপলের এই আসন্ন ফোনের দুটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে সাদা এবং কালো রঙের দু’টি আইফোনের মডেল ৷ যেগুলি SE 4 মডেল বলে উল্লেখ করা হয়েছে ৷

সেরা সময়! একধাক্কায় 15 হাজার পর্যন্ত ডিসকাউন্ট আইফোনে

ওই টিপস্টারের পোস্টে মডেলগুলির বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে ৷ এক ঝলকে ফোনটি দেখতে iPhone 14 এর মতো ৷ এই ফোনের পিছনের উপরের বাঁদিকের কোণে একটি ক্যামেরা দেখা যাচ্ছে ৷ পিছনের ক্যামেরার ঠিক পাশে একটি বড় এলইডি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, যেটি কম আলোতে উন্নতমানের ছবি তুলতে সাহায্য করবে । এই ফোনের পিছনের ডিজাইনটি ফ্ল্যাট সাইড ৷ এই ফোনের বাঁ দিকে রয়েছে, ভলিউম বোতাম এবং সাইলেন্ট সুইচ ৷ অন্যান্য ডিভাইসের মতো নীচের দিকে একটি সিম ট্রে রয়েছে । মিউট বোতামটিকে অ্যাকশন বাটন বলে দাবি করা হয়েছিল। এই সিরিজে অ্যাকশন বোতাম থাকবে কি না তা জানা যায়নি ৷

iPhone SE 4 এর স্পেসিফিকেশন এবং দাম

অ্যাপল এই ফোনটি 2025 সালের এপ্রিলে লঞ্চ করতে পারে । টিপস্টারের এক্স হ্যান্ডেলে পোস্ট করা তথ্য অনুসারে, এই ফোনে একটি 6.06 ইঞ্চি ফুল এইচডি প্লাস LTPS OLED ডিসপ্লে থাকতে পারে ৷ যার রিফ্রেশ রেট হবে 60Hz। সেইসঙ্গে ফেসআইডি ফিচার থাকতে পারে । ফোনে প্রসেসরে অ্যাপলের A18 বায়োনিক চিপ ব্যবহার করা হতে পারে এবং অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার ব্যাবহারের সুবিধা পেতে পারেন ।

iPhone SE 4 6GB এবং 8GB RAM এই দুই ভ্যেরিয়েন্টে লঞ্চ হতে পারে । এই ফোনটিতে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং USB Type-C পোর্ট দেওয়া হতে পারে ৷ ফোনের পিছনের ক্যামেরাটি তে 48MP সেন্সর থাকতে পারে ৷ আমেরিকায় এই ফোনটির দাম হতে পারে 500 ডলার (প্রায় 42,000 টাকা) এবং দক্ষিণ কোরিয়াতে এই ফোনটি KRW 8,00,000 (প্রায় 46,000 টাকা) এর বেশি হতে পারে। সেই অনুযায়ী, এই iPhone ভারতেও 50,000 টাকার কম দামে লঞ্চ করা যেতে পারে ।

লঞ্চের আগে প্রকাশ্যে গ্যালাক্সি সিরিজের S25-এর ফিচার

হায়দরাবাদ: চলতি বছরে হাতে আসতে পারে iPhone SE 4 ৷ জানা গিয়েছে, চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে লঞ্চ হতে পারে iPhone SE 4 অথবা iPhone 16E যেকোনও একটি নামে লঞ্চ হতে পারে। অ্যাপলের এই আসন্ন ফোনের একটি ডামি প্রকাশ করা হয়েছে, যেখান এই ফোনের প্রথম ঝলক দেখা গিয়েছে ।

iPhone SE 4 ডামি ফাঁস

ডামিতে দেখা গিয়েছে, iPhone SE 4 দু’টি রঙে পাওয়া যাবে, সাদা এবং কালো ৷ সনি ডিকসন, এক জনপ্রিয় টিপস্টার স্মার্টফোন সম্পর্কে এই তথ্য দিয়েছেন ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন । এই পোস্টে অ্যাপলের এই আসন্ন ফোনের দুটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে সাদা এবং কালো রঙের দু’টি আইফোনের মডেল ৷ যেগুলি SE 4 মডেল বলে উল্লেখ করা হয়েছে ৷

সেরা সময়! একধাক্কায় 15 হাজার পর্যন্ত ডিসকাউন্ট আইফোনে

ওই টিপস্টারের পোস্টে মডেলগুলির বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে ৷ এক ঝলকে ফোনটি দেখতে iPhone 14 এর মতো ৷ এই ফোনের পিছনের উপরের বাঁদিকের কোণে একটি ক্যামেরা দেখা যাচ্ছে ৷ পিছনের ক্যামেরার ঠিক পাশে একটি বড় এলইডি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, যেটি কম আলোতে উন্নতমানের ছবি তুলতে সাহায্য করবে । এই ফোনের পিছনের ডিজাইনটি ফ্ল্যাট সাইড ৷ এই ফোনের বাঁ দিকে রয়েছে, ভলিউম বোতাম এবং সাইলেন্ট সুইচ ৷ অন্যান্য ডিভাইসের মতো নীচের দিকে একটি সিম ট্রে রয়েছে । মিউট বোতামটিকে অ্যাকশন বাটন বলে দাবি করা হয়েছিল। এই সিরিজে অ্যাকশন বোতাম থাকবে কি না তা জানা যায়নি ৷

iPhone SE 4 এর স্পেসিফিকেশন এবং দাম

অ্যাপল এই ফোনটি 2025 সালের এপ্রিলে লঞ্চ করতে পারে । টিপস্টারের এক্স হ্যান্ডেলে পোস্ট করা তথ্য অনুসারে, এই ফোনে একটি 6.06 ইঞ্চি ফুল এইচডি প্লাস LTPS OLED ডিসপ্লে থাকতে পারে ৷ যার রিফ্রেশ রেট হবে 60Hz। সেইসঙ্গে ফেসআইডি ফিচার থাকতে পারে । ফোনে প্রসেসরে অ্যাপলের A18 বায়োনিক চিপ ব্যবহার করা হতে পারে এবং অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার ব্যাবহারের সুবিধা পেতে পারেন ।

iPhone SE 4 6GB এবং 8GB RAM এই দুই ভ্যেরিয়েন্টে লঞ্চ হতে পারে । এই ফোনটিতে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং USB Type-C পোর্ট দেওয়া হতে পারে ৷ ফোনের পিছনের ক্যামেরাটি তে 48MP সেন্সর থাকতে পারে ৷ আমেরিকায় এই ফোনটির দাম হতে পারে 500 ডলার (প্রায় 42,000 টাকা) এবং দক্ষিণ কোরিয়াতে এই ফোনটি KRW 8,00,000 (প্রায় 46,000 টাকা) এর বেশি হতে পারে। সেই অনুযায়ী, এই iPhone ভারতেও 50,000 টাকার কম দামে লঞ্চ করা যেতে পারে ।

লঞ্চের আগে প্রকাশ্যে গ্যালাক্সি সিরিজের S25-এর ফিচার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.