হায়দরাবাদ: বৈদ্যুতিক গাড়ি বা ইলেকট্রিক ভেহিকেল তৈরিতে গুরুত্ব দিচ্ছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি ৷ Honda Cars India ভারতে বাজারে প্রথম লঞ্চ করবে Honda Elevate BEV ৷ এটি সম্পূর্ণ ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি ৷ সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে ৷ 2026 থেকে 27 সালের মধ্যে এই বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Honda Cars India ৷ এই SUVটি Honda Elevate-এর মতোই ডিজাইন করা হয়েছে ৷
নতুন বছরে জি-টার্ন ফিচারের সুবিধা নিয়ে আসছে মার্সিডিজ বেঞ্জ G580
Honda Elevate BEV
Honda-র তরফে উল্লেখ করা হয়েছে, সম্পূর্ণ ব্যাটারি চালিত এই এসইউভি অনায়াসেই Maruti e-Vitara, Hyundai Creta EV, Kia Carens EV, Tata Nexon EV, MG ZS EV, Tata Curvv EV, Mahindra BE 6-এর সঙ্গে পাল্লা দিতে পারবে ৷ এটি টয়োটা আরবান এসইউভি গাড়ির মতো । কোম্পানি এই গাড়ির দাম 20 লক্ষ থেকে 26 লক্ষ টাকার মধ্যে রাখতে পারে । এটি Honda Elevate-এর মতোই দেখতে হবে ৷ প্রসঙ্গত, Honda Elevate যেহেতু এসইউভি সেগমেন্টের ৷ নতুন Honda Elevate সম্পূর্ণ ব্যাটারি চালিত ইলেকট্রিক ভেহিকেল ৷ এটি মডেলটি একমাত্র হাইব্রিড নয় ৷