পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'বড় হয়ে বোকা হব, বোকারা কারওকে ঠকায় না !' খুদের বার্তা ভাবাল সমাজকে - Bolpur child wants to be stupid

Bolpur child wants to be stupid: বড় হয়ে বোকা হতে চায় একরত্তি ঋক ৷ খুদে পড়ুয়ার মুখে কথাটা শুনে অবার হয়ে গিয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ৷ আর এমন অ্যাম্বিশনের যে কারণ ছোট্ট ছেলেটি বলল, তা শুধু সেই শিক্ষকই নয়, ভাবিয়ে তুলেছে গোটা সমাজকে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 11:30 AM IST

Updated : Mar 31, 2024, 1:23 PM IST

খুদের বার্তা ভাবাল সমাজকে

লাভপুর, 31 মার্চ:'ঠকানোই মূল মন্ত্র, আজকের সব পেশাতে/পিছপা নয় বিধাতাও, তেলেতে জল মেশাতে'৷ চরম এই বাস্তব উঠে এসেছিল গায়ক নচিকেতার কলমে ৷ গানের ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছিল, 'বড় যদি চাইবে হতে, সেখানেও লোক ঠকানো/সৎভাবে বাঁচো বাঁচাও, এ কথা লোক ভোলানো ৷' তাইতো গলা উঁচিয়ে গায়ক বলেছিলেন, 'আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন ৷' জীবনমুখী গানের জন্মকালে লেখা এই গানের সৃষ্টির বহু বছর পর যেন এর বাস্তব চরিত্র হয়ে উঠল বোলপুরের একরত্তি শিশু ৷ তৃতীয় শ্রেণির ঋক বড় হয়ে বোকা হতে চায় ৷ এটাই তার অ্যাম্বিশন ৷ কারণ ? কারণটা শুনলে বোঝা যাবে, আমাদের পারিপার্শ্বিক কঠোর বাস্তব কতটা প্রভাব ফেলছে শিশুমনে ৷

"বড় হয়ে বোকা হতে চাই" - নেট দুনিয়ায় খুদে পড়ুয়ার সরল এই উত্তর ভাবিয়ে তুলছে সকলকে । মাস্টারমশাইয়ের বোকা হতে চাওয়ার কারণ জানতে চাইলে তাঁকে আরও অবাক করে দেয় ছোট্ট ঋক । সে বলে, "বোকা হলে আমি তো কারওকে ঠকাতে পারব না ৷" বর্তমানে দুর্বৃত্তে ভরে যাওয়া সমাজে লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রের এহেন কথা গভীর ইঙ্গিত বহন করে ।

বীরভূমের লাভপুরের শীতলগ্রামের বাসিন্দা অভিজিৎ বাগদি । পেশায় দিনমজুর । মা সুমিন্দা বাগদি গৃহবধূ । তাঁদের সন্তান ঋক বাগদি । সে লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র । এই বিদ্যালয়ের এক শিক্ষক রিপনকান্তি বালা নিজ মোবাইল ফোনে একটি ভিডিয়ো করতে করতে খুদে পড়ুয়াদের জিজ্ঞাসা করতে থাকেন, তারা বড় হয়ে কী হতে চায় । উত্তরে কেউ বলে, শিক্ষক হতে চাই, কেউ বলে অধ্যাপক হতে চাই, কেউবা পুলিশ, সেনা, কেউ সিআইডি অফিসার হতে চায়, কেউ আবার হতে চায় ডাক্তার । এরপরেই শিক্ষক ঋককে জিজ্ঞাসা করে বড় হয়ে কী হতে চাও ? এক মুহূর্তও না ভেবে ঋকের সোজা উত্তর, "বড় হয়ে আমি বোকা হতে চাই"।

উত্তর শুনে শিক্ষক তো অবাক ৷ জবাব শুনে কিছুটা কৌতূহল নিয়েই তিনি ঋককে বলেন, "অদ্ভুত ! বোকা হলে তো সবাই তোমায় ঠকিয়ে যাবে বাবা ?" খুদে ঋক তখন বলে, "বোকা হলে আমি তো কারওকে ঠকাবো না ।" দ্বিতীয় উত্তরটি হয়তো আশা করেননি ক্লাসরুমে থাকা শিক্ষক ৷ সঙ্গে সঙ্গে তিনি ঋকের এই জবাবের প্রশংসা করেন এবং সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ শিক্ষক রিপনকান্তি বালার ভিডিয়োটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় ৷

কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে লাভপুর । সেই লাভপুরে ছোট্ট ঋকের সরল চিন্তাভাবনা বহু মানুষকে ভাবাচ্ছে । বর্তমানে দুর্বৃত্তায়নের কোপে সমাজ ব্যবস্থা, আর সেখানেই একজন খুদে কার্যত বড়দের জ্ঞানচক্ষু খুলে দিয়ে 'বোকা' হওয়ার স্বপ্ন দেখছে, অর্থাৎ যাবতীয় জটিলতা, লোক ঠকানো, প্রতারণা থেকে বেরিয়ে এসে 'সাদা সরল' হওয়ার চেষ্টায় আছে ৷ আর তার এই স্বপ্নই যেন একটা সামাজিক বার্তা বহন করছে, যা এককথায় নজিরবিহীন ৷

আরও পড়ুন:

  1. অস্বস্তিকর গরমে জেরবার অবস্থা চলবে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  2. 42টি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবে তৃণমূল, অভিষেকের দাবি ঘিরে চাঞ্চল্য
  3. নতুন সরকারের থেকে কী প্রত্যাশা বিশেষভাবে সক্ষম প্রথম ভোটারদের, শুনল ইটিভি ভারত
Last Updated : Mar 31, 2024, 1:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details