ETV Bharat / entertainment

48 ঘণ্টাতেই আয় 32 কোটি টাকা, বক্সঅফিসে ঝড় তুলতে প্রস্তুত আল্লু অর্জুনের 'পুষ্পা 2' - ALLU ARJUN PUSHPA 2 ADVANCE BOOKING

পাঁচ তারিখ ফের পর্দায় রাজ করতে আসছেন 'পুষ্পা' ৷ 12 হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা 'পুষ্পা: দ্য রুল' ছবির অ্যাডভান্স বুকিং অবাক করার মতো ৷

Pushpa 2 Advance Booking
আসছে পুষ্পা: 2 দ্য রুল (ফিল্ম পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 2, 2024, 4:09 PM IST

হায়দরাবাদ, 2 ডিসেম্বর: সিনেপর্দায় আসছে 'পুষ্পা' ঝড় ৷ 30 তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে 'পুষ্পা: দ্য রুল'- এর অগ্রিম টিকিট বিক্রি ৷ প্রথম থেকেই এই ছবি ঘিরে দর্শকদের প্রবল প্রত্যাশা রয়েছে ৷ ফলে যে গতিতে ছবির টিকিট বিক্রি হচ্ছে তা যে বক্সঅফিসে টাকার সুনামি আনবে বলা যায় ৷ মাত্র 48 ঘণ্টায় ছবির মুক্তির প্রথম দিনে ভারতে যে টিকিট বিক্রি হয়েছে তাতে টাকা উঠেছে 31.91 কোটি ৷

সুকুমার পরিচালিত এই ছবি কে উত্তেজনার পারদ চড়ছে রকেট গতিতে ৷ ফের একবার পুষ্পা রাজ চরিত্রে ফিরছেন আল্লু অর্জুন ৷ বিপরীতে রশ্মিকা মন্দানা, ফাওহাদ ফাসিল, রাও রমেশ, সুনীল, অজয় ঘোষ, ধনঞ্জয় ও প্রতাপ ভাণ্ডারি রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে ৷

পুষ্পা 2 অ্যাডভান্স বুকিং (প্রথম দিন)

মনে করা হচ্ছে ইন্ডিয়ান বক্সঅফিসে পুষ্পা 2 একাধিক রেকর্ড ভাঙতে পারে ৷ আবার নতুন রেকর্ড তৈরি করতে পারে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, ছবির টিকিটের অ্যাডভান্স বুকিং নজরকাড়া ৷ ইতিমধ্যেই প্রায় 6.82 লাখ টিকিট সমস্ত ভাষা মিলিয়ে বিক্রি হয়েছে ৷ মাত্র দু'দিনের টিকিট বিক্রিতে ছবির আয় হয়েছে 31.91 কোটি টাকা ৷

শুধুমাত্র তেলুগু ভাষায় ছবির টিকিট বিক্রি থেকে আয় হয়েছে 10.87 কোটি টাকা ৷ হিন্দি ভাষায় মুক্তি হতে চলা পুষ্পার অ্যাডভান্স টিকিট বিক্রি থেকে আয় হয়েছে 7.6 কোটি টাকা ৷ তেলুগু ভার্সনে টিকিট বিক্রি হয়েছে 2 লাখ 77 হাজার 542টি ৷ হিন্দি ভার্সনে ছবির টিকিট বিক্রি হয়েছে 2 লাখ 66 হাজার 083টি ৷ মজার বিষয়, রিজিওনাল ভাষায় সিনেমার টিকিট যেমন বিক্রি হয়েছে তেমনই তাক লাগিয়েছে হিন্দি ভার্সনে প্রায় কাছাকাছি পরিমান টিকিট বিক্রির সংখ্যা ৷

তামিল মার্কেটে পুষ্পা অ্যাডভান্স বুকিং

যখন হিন্দি ও তেলুগু ভাষায় টিকিট বিক্রি ছাপিয়ে যাচ্ছে তখন তামিল ও কন্নড় ভাষায় তা অনেকটা পিছিয়ে ৷ মনে করা হচ্ছে, তামিলনাড়ুতে ঘুর্ণিঝড় ফেঞ্জালের কারণে ছবির মার্কেটে একটা বড় প্রভাব পড়তে চলেছে ৷

শুধু তাই নয়, বিভিন্ন সোশাল অ্যাপে পুষ্পা 2: দ্য রুল ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ নজর কেড়েছে ৷ বিশেষ করে পেটিএম-এ প্রায় 2.6 মিলিয়ন দর্শক আগ্রহ দেখিয়েছে ভারতীয় এই ছবিকে ঘিরে ৷ পাশাপাশি পুষ্পা 2 প্রি-রিলেজ ইভেন্ট হায়দরাবাদে অনুষ্ঠিত হচ্ছে আজ অর্থাৎ 2 ডিসেম্বর ৷ চেন্নাই, মুম্বই ও কোচির পর ছবির টিম হাজির নিজামের শহরে ৷

12কে স্ক্রিনস, বড় বাজেট-বড় প্রত্যাশা

5 ডিসেম্বর গ্লোবালি মুক্তি পাচ্ছে এই ছবি ৷ তেলুগু, তামিল, মালয়লম, কন্নড়, হিন্দির পাশাপাশি বাংলাতেও মুক্তি পাচ্ছে 'পুষ্পা 2: দ্য রুল' ৷ 12 হাজার স্ক্রিনে ছবির মুক্তি ভারতীয় ইতিহাসে বেঞ্চমার্ক তৈরি করেছে ৷ মাইথিরি প্রোডাকশন হাউজ এই ছবি প্রযোজনা করেছে ৷ ছবির বাজেট প্রায় 400-500 কোটি টাকা ৷ এত বেশি টাকা দিয়ে তৈরি ছবি বক্সঅফিসে সাফল্য পাবে বলে আশাবাদী প্রযোজক ও ছবির টিম ৷ তাঁদের মতে, এই ছবি শুধু বাজেট তুলবে না, তার ডবল আয় করবে৷ এর আগে 'কল্কি 2898 এডি' বক্সঅফিসে আয় করেছে 1000 কোটি টাকা ৷ মনে করা হচ্ছে, পুষ্পাও সেই রেকর্ড ছুঁয়ে ফেলবে বা ব্রেক করবে ৷

শুধু তাই নয়, ডিসেম্বরের 4 তারিখ ছবির প্রিমিয়ার রয়েছে ৷ যেখানে তেলেঙ্গনা সরকার ছবির টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে এই দিনের জন্য ৷ ফলে মনে করা হচ্ছে, প্রথম দিনেই ছবি আয় করে ফেলবে 100 কোটি টাকা ৷ এখন দেখা যাক পুষ্পা বক্সঅফিসে কী রকম রাজত্ব করে ৷

হায়দরাবাদ, 2 ডিসেম্বর: সিনেপর্দায় আসছে 'পুষ্পা' ঝড় ৷ 30 তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে 'পুষ্পা: দ্য রুল'- এর অগ্রিম টিকিট বিক্রি ৷ প্রথম থেকেই এই ছবি ঘিরে দর্শকদের প্রবল প্রত্যাশা রয়েছে ৷ ফলে যে গতিতে ছবির টিকিট বিক্রি হচ্ছে তা যে বক্সঅফিসে টাকার সুনামি আনবে বলা যায় ৷ মাত্র 48 ঘণ্টায় ছবির মুক্তির প্রথম দিনে ভারতে যে টিকিট বিক্রি হয়েছে তাতে টাকা উঠেছে 31.91 কোটি ৷

সুকুমার পরিচালিত এই ছবি কে উত্তেজনার পারদ চড়ছে রকেট গতিতে ৷ ফের একবার পুষ্পা রাজ চরিত্রে ফিরছেন আল্লু অর্জুন ৷ বিপরীতে রশ্মিকা মন্দানা, ফাওহাদ ফাসিল, রাও রমেশ, সুনীল, অজয় ঘোষ, ধনঞ্জয় ও প্রতাপ ভাণ্ডারি রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে ৷

পুষ্পা 2 অ্যাডভান্স বুকিং (প্রথম দিন)

মনে করা হচ্ছে ইন্ডিয়ান বক্সঅফিসে পুষ্পা 2 একাধিক রেকর্ড ভাঙতে পারে ৷ আবার নতুন রেকর্ড তৈরি করতে পারে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, ছবির টিকিটের অ্যাডভান্স বুকিং নজরকাড়া ৷ ইতিমধ্যেই প্রায় 6.82 লাখ টিকিট সমস্ত ভাষা মিলিয়ে বিক্রি হয়েছে ৷ মাত্র দু'দিনের টিকিট বিক্রিতে ছবির আয় হয়েছে 31.91 কোটি টাকা ৷

শুধুমাত্র তেলুগু ভাষায় ছবির টিকিট বিক্রি থেকে আয় হয়েছে 10.87 কোটি টাকা ৷ হিন্দি ভাষায় মুক্তি হতে চলা পুষ্পার অ্যাডভান্স টিকিট বিক্রি থেকে আয় হয়েছে 7.6 কোটি টাকা ৷ তেলুগু ভার্সনে টিকিট বিক্রি হয়েছে 2 লাখ 77 হাজার 542টি ৷ হিন্দি ভার্সনে ছবির টিকিট বিক্রি হয়েছে 2 লাখ 66 হাজার 083টি ৷ মজার বিষয়, রিজিওনাল ভাষায় সিনেমার টিকিট যেমন বিক্রি হয়েছে তেমনই তাক লাগিয়েছে হিন্দি ভার্সনে প্রায় কাছাকাছি পরিমান টিকিট বিক্রির সংখ্যা ৷

তামিল মার্কেটে পুষ্পা অ্যাডভান্স বুকিং

যখন হিন্দি ও তেলুগু ভাষায় টিকিট বিক্রি ছাপিয়ে যাচ্ছে তখন তামিল ও কন্নড় ভাষায় তা অনেকটা পিছিয়ে ৷ মনে করা হচ্ছে, তামিলনাড়ুতে ঘুর্ণিঝড় ফেঞ্জালের কারণে ছবির মার্কেটে একটা বড় প্রভাব পড়তে চলেছে ৷

শুধু তাই নয়, বিভিন্ন সোশাল অ্যাপে পুষ্পা 2: দ্য রুল ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ নজর কেড়েছে ৷ বিশেষ করে পেটিএম-এ প্রায় 2.6 মিলিয়ন দর্শক আগ্রহ দেখিয়েছে ভারতীয় এই ছবিকে ঘিরে ৷ পাশাপাশি পুষ্পা 2 প্রি-রিলেজ ইভেন্ট হায়দরাবাদে অনুষ্ঠিত হচ্ছে আজ অর্থাৎ 2 ডিসেম্বর ৷ চেন্নাই, মুম্বই ও কোচির পর ছবির টিম হাজির নিজামের শহরে ৷

12কে স্ক্রিনস, বড় বাজেট-বড় প্রত্যাশা

5 ডিসেম্বর গ্লোবালি মুক্তি পাচ্ছে এই ছবি ৷ তেলুগু, তামিল, মালয়লম, কন্নড়, হিন্দির পাশাপাশি বাংলাতেও মুক্তি পাচ্ছে 'পুষ্পা 2: দ্য রুল' ৷ 12 হাজার স্ক্রিনে ছবির মুক্তি ভারতীয় ইতিহাসে বেঞ্চমার্ক তৈরি করেছে ৷ মাইথিরি প্রোডাকশন হাউজ এই ছবি প্রযোজনা করেছে ৷ ছবির বাজেট প্রায় 400-500 কোটি টাকা ৷ এত বেশি টাকা দিয়ে তৈরি ছবি বক্সঅফিসে সাফল্য পাবে বলে আশাবাদী প্রযোজক ও ছবির টিম ৷ তাঁদের মতে, এই ছবি শুধু বাজেট তুলবে না, তার ডবল আয় করবে৷ এর আগে 'কল্কি 2898 এডি' বক্সঅফিসে আয় করেছে 1000 কোটি টাকা ৷ মনে করা হচ্ছে, পুষ্পাও সেই রেকর্ড ছুঁয়ে ফেলবে বা ব্রেক করবে ৷

শুধু তাই নয়, ডিসেম্বরের 4 তারিখ ছবির প্রিমিয়ার রয়েছে ৷ যেখানে তেলেঙ্গনা সরকার ছবির টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে এই দিনের জন্য ৷ ফলে মনে করা হচ্ছে, প্রথম দিনেই ছবি আয় করে ফেলবে 100 কোটি টাকা ৷ এখন দেখা যাক পুষ্পা বক্সঅফিসে কী রকম রাজত্ব করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.