ETV Bharat / state

প্রথমবার বাঙালির 'নোবেলভূমে' আসছেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

এই প্রথম পশ্চিমবঙ্গে 'বেঙ্গল বিনালে'-এর আয়োজন করা হয়েছে । আলোচনার দ্বিতীয় দিনে যোগ দেওয়ার জন্য শান্তিনিকেতনে উপস্থিত থাকবেন নোবেলজয়ী অর্থনীতিবীদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷

NOBEL LAUREATE ABHIJIT BANERJEE
শান্তিনিকেতন সফরে নোবেলজয়ী অর্থনীতিবীদ অভিজিৎ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2024, 3:24 PM IST

বোলপুর, 2 ডিসেম্বর: বাঙালির 'নোবেলভূম' শান্তিনিকেতনে প্রথমবার আসছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । বেঙ্গল বিনালে আয়োজিত একটি আলোচনায় অংশ নেবেন তিনি । আগামী 22 ডিসেম্বর মূলত পঞ্জাবের জল সমস্যা ও কলকাতা বহুজাতিক সংস্থা, ঠিকাদারদের দখল প্রভৃতি প্রসঙ্গে আলোচনা করবেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ । তাঁর সঙ্গে থাকবেন শিল্পী সারনাথ বন্দ্যোপাধ্যায় ৷ উল্লেখ্য়, এই প্রথম বোলপুর সফরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷

এই প্রথম পশ্চিমবঙ্গে 'বেঙ্গল বিনালে'-এর আয়োজন করা হয়েছে । দু'দিনের এই আলোচনাসভার প্রথমটির আয়োজন করা হয়েছে কলকাতায় ৷ আর দ্বিতীয় সভার জন্য বেছে নেওয়া হয়েছে শান্তিনিকেতনকে ৷ আগামী 22 ডিসেম্বর আলোচনা সভার দ্বিতীয় দিনের আলোচনা সভায় অংশগ্রহণ করবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷

উল্লেখ্য়, বোলপুরের শান্তিনিকেতনে দুই নোবেলজয়ীর বাস ৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'উদয়ন' বাড়ি থেকে মাত্র 150 মিটার দূরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের 'প্রতীচী' বাড়ি ৷ দুই নোবেলজয়ী বাঙালির ভূমিতে আসছেন আরও এক বাঙালি নোবেলজয়ী । ফলে তাঁর আসার খবরে উচ্ছ্বসিত শান্তিনিকেতনবাসী ।

বেঙ্গল বিনালের তরফে খবর, গম চাষে প্রসিদ্ধ পঞ্জাব । কিন্তু, বর্তমানে চাষিদের উপর ধান চাষ করার জন্য জোর দেওয়া হচ্ছে ৷ এছাড়া, চাষিদের জন্য বিদ্যুৎ বিনামূল্য করে দেওয়ায় চাষের জন্য ভূগর্ভস্থ জল যথেচ্ছেভাবে উত্তোলন করা হচ্ছে ৷ এতে জলস্তর কমে যাচ্ছে ৷ ভবিষ্যতে জল সংকটের মুখে পড়তে পারে পঞ্জাব বলে মত পরিবেশ বিজ্ঞানীদের । অন্যদিকে, বাঙালির প্রাণের শহর কলকাতা। ট্রেড ইউনিয়নগুলি প্রায় উঠেই গিয়েছে ৷ কলকাতা বর্তমানে বহুজাতিক সংস্থা ও ঠিকাদারদের হাতে ৷

এই দুই বিষয়ের উপরেই মূলত আলোচনা করবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । আগামী 22 ডিসেম্বর বিকেল 5টায় শিল্পী যোগেন চৌধুরীর 'স্বাদ আর্ট গ্যালারিতে' এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে । তবে এই আলোচনা সভার স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । স্থান পরিবর্তন হলে বিশ্বভারতীর কলাভবনে হতে পারে এই আলোচনা । আলোচনায় উপস্থিত থাকবেন শিল্পী তথা চলচ্চিত্র নির্মাতা সারনাথ বন্দ্যোপাধ্যায় ও শিল্পী অংশুমান দাশগুপ্ত ৷

পড়ুন: ইউনেস্কোর ঘোষণায় আন্তর্জাতিক পর্যটনের ঠিকানা বাংলা, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

বোলপুর, 2 ডিসেম্বর: বাঙালির 'নোবেলভূম' শান্তিনিকেতনে প্রথমবার আসছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । বেঙ্গল বিনালে আয়োজিত একটি আলোচনায় অংশ নেবেন তিনি । আগামী 22 ডিসেম্বর মূলত পঞ্জাবের জল সমস্যা ও কলকাতা বহুজাতিক সংস্থা, ঠিকাদারদের দখল প্রভৃতি প্রসঙ্গে আলোচনা করবেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ । তাঁর সঙ্গে থাকবেন শিল্পী সারনাথ বন্দ্যোপাধ্যায় ৷ উল্লেখ্য়, এই প্রথম বোলপুর সফরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷

এই প্রথম পশ্চিমবঙ্গে 'বেঙ্গল বিনালে'-এর আয়োজন করা হয়েছে । দু'দিনের এই আলোচনাসভার প্রথমটির আয়োজন করা হয়েছে কলকাতায় ৷ আর দ্বিতীয় সভার জন্য বেছে নেওয়া হয়েছে শান্তিনিকেতনকে ৷ আগামী 22 ডিসেম্বর আলোচনা সভার দ্বিতীয় দিনের আলোচনা সভায় অংশগ্রহণ করবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷

উল্লেখ্য়, বোলপুরের শান্তিনিকেতনে দুই নোবেলজয়ীর বাস ৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'উদয়ন' বাড়ি থেকে মাত্র 150 মিটার দূরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের 'প্রতীচী' বাড়ি ৷ দুই নোবেলজয়ী বাঙালির ভূমিতে আসছেন আরও এক বাঙালি নোবেলজয়ী । ফলে তাঁর আসার খবরে উচ্ছ্বসিত শান্তিনিকেতনবাসী ।

বেঙ্গল বিনালের তরফে খবর, গম চাষে প্রসিদ্ধ পঞ্জাব । কিন্তু, বর্তমানে চাষিদের উপর ধান চাষ করার জন্য জোর দেওয়া হচ্ছে ৷ এছাড়া, চাষিদের জন্য বিদ্যুৎ বিনামূল্য করে দেওয়ায় চাষের জন্য ভূগর্ভস্থ জল যথেচ্ছেভাবে উত্তোলন করা হচ্ছে ৷ এতে জলস্তর কমে যাচ্ছে ৷ ভবিষ্যতে জল সংকটের মুখে পড়তে পারে পঞ্জাব বলে মত পরিবেশ বিজ্ঞানীদের । অন্যদিকে, বাঙালির প্রাণের শহর কলকাতা। ট্রেড ইউনিয়নগুলি প্রায় উঠেই গিয়েছে ৷ কলকাতা বর্তমানে বহুজাতিক সংস্থা ও ঠিকাদারদের হাতে ৷

এই দুই বিষয়ের উপরেই মূলত আলোচনা করবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । আগামী 22 ডিসেম্বর বিকেল 5টায় শিল্পী যোগেন চৌধুরীর 'স্বাদ আর্ট গ্যালারিতে' এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে । তবে এই আলোচনা সভার স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । স্থান পরিবর্তন হলে বিশ্বভারতীর কলাভবনে হতে পারে এই আলোচনা । আলোচনায় উপস্থিত থাকবেন শিল্পী তথা চলচ্চিত্র নির্মাতা সারনাথ বন্দ্যোপাধ্যায় ও শিল্পী অংশুমান দাশগুপ্ত ৷

পড়ুন: ইউনেস্কোর ঘোষণায় আন্তর্জাতিক পর্যটনের ঠিকানা বাংলা, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.