কলকাতা, 17 জানুয়ারি: টিকিট বিক্রি শুরু হয়েছিল আগেই। শীতের শহরে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তাপ বাড়ছে ক্রমশ। উত্তাপের গনগনে আঁচটা তিলোত্তমায় হয়তো আরও ভালোভাবে টের পাওয়া যাবে শনিবার থেকে ৷ কারণ অপেক্ষা আর কয়েকঘণ্টার। তারপরই ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্য়াচ খেলতে কলকাতায় একে একে পা রাখবেন ভারতীয় ক্রিকেটাররা ৷ তার আগেই অবশ্য মুম্বইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলঘোষণাও হয়ে যাবে।
কেবল ভারত নয়, ইংল্য়ান্ডের ক্রিকেটাররাও পৌঁছে যাবেন শনিবারই ৷ পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-20 ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত হবে আগামী বুধবার। সেই ম্যাচকে কেন্দ্র করে আগ্রহ যথেষ্ট রয়েছে শহরের ক্রীড়াপ্রেমীদের ৷ সেই আগ্রহের নিউক্লিয়াস হিসেবে রয়েছেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। জুলাই মাসে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর শেষবার গম্ভীর কলকাতায় এসেছিলেন। তাঁকে একঝলক দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের আকুতিও ছিল সাংঘাতিক। মাঝের কয়েকমাসে ছবিটা বিস্তর বদলেছে। গম্ভীর এখনও টিম ইন্ডিয়ার কোচ ঠিকই। কিন্তু টানা ব্যর্থতার কারণে প্রবল বিতর্কের কেন্দ্রেও।
শুক্রবার সন্ধ্যায় সিএবিতে সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছিলেন, "ইডেনে ভারতীয় দল কেমন খেলবে, সময় বলবে। তবে ভালো পিচে বড় রানের ম্যাচের অপেক্ষায় রয়েছি আমরা সবাই। কোচ গম্ভীরকে নিয়েও ক্রিকেটপ্রেমীদের মধ্যে ভালোরকম আগ্রহ রয়েছে বলে শুনছি। দেখা যাক কী হয়।" ইডেনের ব্যবস্থাপনা এদিন খতিয়ে দেখল কলকাতা পুলিশ। ব্যবস্থাপনায় খুশি তাঁরা। শনিবার সন্ধ্যা 6টা 50 মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবে ইংল্যান্ড দল। ভিসা সমস্যা মিটিয়ে ইংল্যান্ড দলের সঙ্গেই কলকাতায় পৌঁছচ্ছেন জোরে বোলার শাকিব মাহমুদ।
রবিবার থেকে ইডেনে দু'দলেরই অনুশীলন রয়েছে। পাশাপাশি সোমবার সন্ধেয় ইডেন এক অভিনব অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছে। সম্প্রতি অনূর্ধ্ব-15 সর্বভারতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মহিলা দল। সেই দলকে সংবর্ধনা দিতে চলেছে সিএবি। সেই সংবর্ধনার আসরে ভারতীয় ক্রিকেটের তিন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, মিতালি রাজ হাজির থাকছেন। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকেও সেই অনুষ্ঠানে হাজির থাকার জন্য সিএবি'র তরফে অনুরোধ করা হয়েছে। যদিও সূর্যের সম্মতি এখনও পাওয়া যায়নি।