ETV Bharat / bharat

31 জানুয়ারি থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন - PARLIAMENT BUDGET SESSION 2025

প্রতি বছরের মতো এবার বাজেট অধিবেশন আরম্ভ হবে 31 জানুয়ারি ৷ দু'টি পর্বে এই অধিবেশন চলবে 4 এপ্রিল পর্যন্ত ৷

New Parliament Building
নয়া সংসদ ভবন (ফাইল ছবি)
author img

By PTI

Published : Jan 17, 2025, 11:03 PM IST

নয়াদিল্লি, 17 জানুয়ারি: সংসদের বাজেট অধিবেশন শুরু হবে 31 জানুয়ারি ৷ দু'দফায় অধিবেশন চলবে দু'মাসেরও বেশি সময় ধরে ৷ বাজেট অধিবেশন শেষ হবে 4 এপ্রিল ৷ এর মধ্যে চিরাচরিত রীতি অনুযায়ী 1 ফেব্রুয়ারি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন ৷ এটা তাঁর একটানা অষ্টম বাজেট ৷

রীতি মেনে সংসদীয় বাজেট অধিবেশনের সূচনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে ৷ 31 ফেব্রুয়ারি প্রথম দিনই সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় তিনি বক্তৃতা দেবেন ৷ সংসদীয় বাজেট অধিবেশন হবে দু'টি পর্যায়ে ৷ প্রথম পর্যায়টি চলবে 31 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ এই পর্বে রাষ্ট্রপতির বক্তৃতার জবাবি ধন্যবাদজ্ঞাপন বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন ৷ পাশাপাশি বাজেট সংক্রান্ত আলোচনায় ওঠা নানা প্রশ্নের উত্তরও দেবেন তিনি ৷

এরপর 24 দিনের বিরতি ৷ এই বিরতিতে বাজেটের নানাবিধ প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা হবে ৷ ফের বাজেট অধিবেশন শুরু হবে 10 মার্চ থেকে এবং শেষ হবে 4 এপ্রিল ৷ এই পর্বে বিভিন্ন মন্ত্রকের ত্রাণ মঞ্জুর থেকে আরম্ভ করে বাজেট প্রক্রিয়ার সমাপ্তি হবে ৷ পুরো সংসদীয় বাজেট অধিবেশনে 27টি অধিবেশন হবে বলে জানা গিয়েছে ৷

গত শীতকালীন অধিবেশনে প্রথম থেকে শেষ পর্যন্ত নানাবিধ ইস্যুতে উত্তপ্ত ছিল সংসদ ৷ লোকসভায় পেশ হয় 'এক দেশ, এক ভোট' বিল ৷ এই বিল বাস্তবায়িত হলে একই সময় দেশের সর্বত্র বিধানসভা ও লোকসভা নির্বাচন একসঙ্গে হওয়ার কথা ৷ কংগ্রেস-সহ বিরোধী দলগুলি এর তীব্র বিরোধিতা করে ৷ এই বিল পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠিত হয় ৷ 8 জানুয়ারি এই কমিটির প্রথম বৈঠক হয় ৷

নয়াদিল্লি, 17 জানুয়ারি: সংসদের বাজেট অধিবেশন শুরু হবে 31 জানুয়ারি ৷ দু'দফায় অধিবেশন চলবে দু'মাসেরও বেশি সময় ধরে ৷ বাজেট অধিবেশন শেষ হবে 4 এপ্রিল ৷ এর মধ্যে চিরাচরিত রীতি অনুযায়ী 1 ফেব্রুয়ারি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন ৷ এটা তাঁর একটানা অষ্টম বাজেট ৷

রীতি মেনে সংসদীয় বাজেট অধিবেশনের সূচনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে ৷ 31 ফেব্রুয়ারি প্রথম দিনই সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় তিনি বক্তৃতা দেবেন ৷ সংসদীয় বাজেট অধিবেশন হবে দু'টি পর্যায়ে ৷ প্রথম পর্যায়টি চলবে 31 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ এই পর্বে রাষ্ট্রপতির বক্তৃতার জবাবি ধন্যবাদজ্ঞাপন বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন ৷ পাশাপাশি বাজেট সংক্রান্ত আলোচনায় ওঠা নানা প্রশ্নের উত্তরও দেবেন তিনি ৷

এরপর 24 দিনের বিরতি ৷ এই বিরতিতে বাজেটের নানাবিধ প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা হবে ৷ ফের বাজেট অধিবেশন শুরু হবে 10 মার্চ থেকে এবং শেষ হবে 4 এপ্রিল ৷ এই পর্বে বিভিন্ন মন্ত্রকের ত্রাণ মঞ্জুর থেকে আরম্ভ করে বাজেট প্রক্রিয়ার সমাপ্তি হবে ৷ পুরো সংসদীয় বাজেট অধিবেশনে 27টি অধিবেশন হবে বলে জানা গিয়েছে ৷

গত শীতকালীন অধিবেশনে প্রথম থেকে শেষ পর্যন্ত নানাবিধ ইস্যুতে উত্তপ্ত ছিল সংসদ ৷ লোকসভায় পেশ হয় 'এক দেশ, এক ভোট' বিল ৷ এই বিল বাস্তবায়িত হলে একই সময় দেশের সর্বত্র বিধানসভা ও লোকসভা নির্বাচন একসঙ্গে হওয়ার কথা ৷ কংগ্রেস-সহ বিরোধী দলগুলি এর তীব্র বিরোধিতা করে ৷ এই বিল পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠিত হয় ৷ 8 জানুয়ারি এই কমিটির প্রথম বৈঠক হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.