ETV Bharat / state

মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় শপথ নিলেন 6 বিধায়ক, অনুষ্ঠান বয়কটের ঘোষণা বিজেপি'র

মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় শপথ নিলেন তৃণমূলের 6 জন বিধায়ক ৷ তাঁদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ অনুষ্ঠান বয়কটের ঘোষণা বিজেপির ৷

TMC MLA OATH TAKING CEREMONY
মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় শপথ নিলেন 6 বিধায়ক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2024, 3:33 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: বিধানসভা শপথ নেন সদ্যসমাপ্ত উপনির্বাচনে জয়ী 6 তৃণমূল বিধায়ক ৷ সোমবার তাঁদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে, শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে বিজেপি ৷

সোমবার প্রথমে সঙ্গীতা রায় তারপর একে একে শপথ নেন জয়প্রকাশ টোপ্পো, রবিউল ইসলাম, সনৎ দে, সুজয় হাজরা, ফাল্গুনী সিংহবাবু ৷ গত 13 নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয় । মেদিনীপুর, মাদারিহাট, সিতাই, তালডাংড়া, নৈহাটি ও হাড়োয়া । ছয়টি আসনেই জয়ী হন শাসকদলের প্রার্থীরা ।

অনুষ্ঠান বয়কট বিজেপির (ইটিভি ভারত)

সাম্প্রতিক অতীতে বারবার এই শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রসঙ্গে সংঘাত দেখা যায় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে ৷ কিন্তু এদিন তার উল্টো পথে হেঁটে বিধানসভায় শপথ বাক্য পাঠ করানোর জন্য পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস । দীর্ঘদিন বাদে আরও একবার বিধানসভায় মুখোমুখি হলেন স্পিকার, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল । এদিন বিধানসভায় রাজ্যপালকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী । উত্তরীয় পড়িয়ে তাঁকে স্বাগত জানানোর জন্য বিধানসভায় আগেই হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যপালের হাতে পুস্পস্তবক তুলে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ।

এদিন, নির্ধারিত সময়েই শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান । প্রথম শপথ নেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় । শপথ বাক্য পাঠের পর তিনি জয় বাংলা স্লোগান তোলেন । তারপর শপথ নেন জয়প্রকাশ টোপ্পো । তিনিও জয় গোর্খা, জয় আদিবাসী, জয় বাংলা স্লোগান তোলেন । শপথ বাক্য পাঠের পর মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেন নৈহাটি সনৎ দে । এদিন, শপথ গ্রহণের পর মমতা বন্দ্য়োপাধ্যায়কে মায়ের আসনে বসান মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা । শপথ নেওয়ার আগেই রাজ্যপালের অনুমতি নিয়ে তিনি বলেন, "দুই মায়ের কথা বলব । এক আমার জন্মদাত্রী মা । তাঁকে আমি প্রণাম করে এসেছি । আর প্রণাম জানাচ্ছি আরেক মা, যিনি আমায় এখানে আসার সুযোগ করে দিয়েছেন ।"

এদিকে, এদিনের এই অনুষ্ঠানকে বয়কট কর বিজেপি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ।

পড়ুন: ইউনেস্কোর ঘোষণায় আন্তর্জাতিক পর্যটনের ঠিকানা বাংলা, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, 2 ডিসেম্বর: বিধানসভা শপথ নেন সদ্যসমাপ্ত উপনির্বাচনে জয়ী 6 তৃণমূল বিধায়ক ৷ সোমবার তাঁদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে, শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে বিজেপি ৷

সোমবার প্রথমে সঙ্গীতা রায় তারপর একে একে শপথ নেন জয়প্রকাশ টোপ্পো, রবিউল ইসলাম, সনৎ দে, সুজয় হাজরা, ফাল্গুনী সিংহবাবু ৷ গত 13 নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয় । মেদিনীপুর, মাদারিহাট, সিতাই, তালডাংড়া, নৈহাটি ও হাড়োয়া । ছয়টি আসনেই জয়ী হন শাসকদলের প্রার্থীরা ।

অনুষ্ঠান বয়কট বিজেপির (ইটিভি ভারত)

সাম্প্রতিক অতীতে বারবার এই শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রসঙ্গে সংঘাত দেখা যায় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে ৷ কিন্তু এদিন তার উল্টো পথে হেঁটে বিধানসভায় শপথ বাক্য পাঠ করানোর জন্য পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস । দীর্ঘদিন বাদে আরও একবার বিধানসভায় মুখোমুখি হলেন স্পিকার, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল । এদিন বিধানসভায় রাজ্যপালকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী । উত্তরীয় পড়িয়ে তাঁকে স্বাগত জানানোর জন্য বিধানসভায় আগেই হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যপালের হাতে পুস্পস্তবক তুলে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ।

এদিন, নির্ধারিত সময়েই শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান । প্রথম শপথ নেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় । শপথ বাক্য পাঠের পর তিনি জয় বাংলা স্লোগান তোলেন । তারপর শপথ নেন জয়প্রকাশ টোপ্পো । তিনিও জয় গোর্খা, জয় আদিবাসী, জয় বাংলা স্লোগান তোলেন । শপথ বাক্য পাঠের পর মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেন নৈহাটি সনৎ দে । এদিন, শপথ গ্রহণের পর মমতা বন্দ্য়োপাধ্যায়কে মায়ের আসনে বসান মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা । শপথ নেওয়ার আগেই রাজ্যপালের অনুমতি নিয়ে তিনি বলেন, "দুই মায়ের কথা বলব । এক আমার জন্মদাত্রী মা । তাঁকে আমি প্রণাম করে এসেছি । আর প্রণাম জানাচ্ছি আরেক মা, যিনি আমায় এখানে আসার সুযোগ করে দিয়েছেন ।"

এদিকে, এদিনের এই অনুষ্ঠানকে বয়কট কর বিজেপি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ।

পড়ুন: ইউনেস্কোর ঘোষণায় আন্তর্জাতিক পর্যটনের ঠিকানা বাংলা, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.