কলকাতা ও বীরভূম, 7 অক্টোবর: বীরভূমের কয়লা খনি বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াল রাজ্য সরকার। ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্য সরকারের তরফ থেকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে হোম গার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ এছাড়া পিডিসিএল-এর তরফ থেকেও 30 লক্ষ টাকা মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এ কথাই জানান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। এদিন বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলনে বীরভূমের খয়রাশোলের খনি বিস্ফোরণের প্রসঙ্গে মুখ্যসচিব বলেন, "একটা দুঃখের ঘটনা ঘটেছে সকালে বীরভূমে। সেখানে গাড়িতে করে বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে 6 জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত সেখানে 6টি দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও তিন জন মারাত্মকভাবে আহত।"
খনি বিস্ফোরণে ক্ষতিপূরণ ঘোষণা (ইটিভি ভারত) মুখ্যসচিব আরও বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পিডিসিএল এবং পাওয়ার বিভাগের লোকেরা সেখানে পৌঁছেছে। রাজ্য সরকারের তরফ থেকে পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। জীবনধারণের উপার্জনের পথ বন্ধ হয়েছে ৷ তাদের যে ক্ষতি হয়েছে, তার তো কোনও ক্ষতিপূরণ হয় না। কিন্তু যেটা পদ্ধতি রয়েছে তাতে পিডিসিএল-এর মাধ্যমে 30 লক্ষ টাকা পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ এছাড়া সরকারি ক্ষতিপূরণ হিসাবে রাজ্য সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে।" এরই সঙ্গে মুখ্যসচিব এও জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু একজন সদস্যকে হোম গার্ডের চাকরি দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে জিএমপিএল, অর্থাৎ গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি রয়েছে। সেখানে কয়লার চাই ভেঙে উত্তলোনের জন্য ডিটোনেটর ও জিলেটিন স্টিক দিয়ে বিস্ফোরণ ঘটানো হয় ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময় অসাবধানতা বশত বড়সড় দূর্ঘটনা ঘটে। জিলেটিন স্টিকের গাড়ি পর্যন্ত বিস্ফোরণে উড়ে যায় ৷
চতুর্থীর সকালে বিস্ফোরণের ফলে খনির একটি বড় অংশে ধস নামে। এই বিস্ফোরণের জেরে মৃত্যু হয় 7 শ্রমিকের। যদিও মুখ্যসচিব যে সাংবাদিক সম্মেলনে 6 জনের মৃত্যুর কথা জানান। এই ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। আহত ও নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে তারা স্থানীয় বাসিন্দা বলেই জানা গিয়েছে ৷