হায়দরাবাদ, 27 জানুয়ারি: রবিবার আমেদাবাদে কোল্ডপ্লের কনসার্ট মনে রাখবে দেশবাসী ৷ ক্রিস মার্টিনের গানে মোহিত হন সঙ্গীতপ্রেমীরা ৷ এবার তাঁরা মুগ্ধ হলেন ভারতের প্রতি মার্টিনের ভালোবাসা থেকে ৷ 76 তম প্রজাতন্ত্র দিবসে মার্টিনের কণ্ঠে শোনা গেল বন্দে মাতরম ও মা তুঝে সলাম গান ৷
পিয়ানোতে বন্দে মাতরমের সুর তুলতেই আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত হাজারো দর্শক ৷ প্রত্যেকের বুকে জ্বলে ওঠে দেশপ্রেম ৷ মার্টিনের সঙ্গে গলা মেলান দর্শকরাও ৷ গান শেষ করার পর তিনি বলেন, "মাতৃভূমি ভারতকে কুর্নিশ ৷" পাশাপাশি তিনি উপস্থিত সকল দর্শক ও দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাও জানান ৷ এই দিনের ইভেন্ট আরও একটি কারণে হয়ে থাকল স্মরণীয় ৷ কারণ এদিনের অনুষ্ঠানে তিনি ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহকে মিষ্টি একটি গান ডেডিকেট করেন ৷ শুধু তাই নয়, মজার ছলে প্রশংসা করেন বুমরাহ বোলিংয়ের ৷
ক্রিস গানের সুরে বলতে থাকেন, "ও জসপ্রীত বুমরাহ, আমার কাছের ভাই ৷ পৃথিবীর বেস্ট বোলার তুমি ৷ তবে তোমার বোলিংয়ের কারণে তুমি যেভাবে ইংল্যান্ডকে পর্যুদস্ত করো তা মোটেও ভালো লাগে না ৷ ক্রিকেটারদের একটার পর একটা উইকেট নিতেই থাকো ৷" মিউজিকল্যাল ইভেন্টে স্ক্রিন বোর্ডে ধরা পড়ে বুমরাহ-র বোলিংয়ের বিশেষ কিছু দৃশ্যও ৷ যেখানে তিনি কীভাবে ইংল্যান্ডের ব্যাটারদের উইকেট নেন, সেই ক্লিপ ফুটে ওঠে ৷ শুধু তাই নয়, এদিন অনুষ্ঠানে হিন্দিতে সকলকে ধন্যবাদ জানান ক্রিস ৷ ব্রিটিশ রকস্টারের গলায় হিন্দি শুনে উত্তেজিত হয়ে ওঠেন দর্শকরা ৷
রবিবার মার্টিনের শোর লাইভ স্ট্রিমিং হয়েছে ডিজনি প্লাস হটস্টারে ৷ এর আগে মুম্বইয়ে 18 ও 19 তারিখের কনসার্টেও দর্শক শুনেছে বুমরাহ-র জয়গান ৷ প্রসঙ্গত, এর আগে কোল্ডপ্লের অনুষ্ঠানে ভারতীয় গায়ক জসলীন রয়্যাল অংশগ্রহণ করেছিলেন ৷ স্টেজে একসঙ্গে গেয়ে ওঠেন মুন অ্যালবামের গান উই প্রে ৷ ক্লোড প্লের ভারত ট্যুরের মধ্যে জানুয়ারির 19 ও 21 তারিখ অনুষ্ঠান হয়েছে মুম্বইয়ে ৷ 25 ও 26 তারিখ অনুষ্ঠান হয়েছে আমেদাবাদে ৷