কলকাতা, 27 জানুয়ারি: কুয়াশার দাপট সরিয়ে রোদ ঝলমল দিন ফিরবে । আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে আজ । দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে । এই সপ্তাহে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই । 28 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
সোমবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 এবং 13 ডিগ্রির আশেপাশে থাকবে । অর্থাৎ, বলাই যায় চলতি সপ্তাহে শীতের আমেজ ফিরছে বঙ্গে ।
রবিবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ তিন ডিগ্রি নেমে 15 ডিগ্রির ঘরে ছিল ৷ কুয়াশার দাপট চললেও তা ক্রমেই হ্রাস পাবে । পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় উত্তরের ঠান্ডা বাতাস অবাধে ঢুকছে । সেই কারণেই এই পারদ পতন ৷ তবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহবিদরা ।
জানুয়ারির শেষ অর্থাৎ মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহ পার । বঙ্গে বাঘের গায়ে মাঘের শীতের সম্ভাবনা আর নেই বলেই মনে করছে হাওয়া অফিস। রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি নিচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 88 শতাংশ এবং সর্বনিম্ন 36 শতাংশ ।