মুজফফরপুর, 27 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে শিক্ষকের 'অসাধারণ' কীর্তি ! এতটাই মদ্যপান করেছিলেন যে ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না ৷ কথা বলতেও অসুবিধা হচ্ছিল ৷ সাধারণতন্ত্র দিবসে স্কুলে পতাকা তুলতে এসে প্রধান শিক্ষকের এমন অবস্থা দেখে 'থ' পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা ও গ্রামবাসীরা ৷ প্রধান শিক্ষকের এহেন অবস্থা দেখে স্থানীয় থানায় খবর দেন গ্রামবাসীরা ৷ পুলিশ এসে গ্রেফতার করে মদ্যপ হেডমাস্টারকে ৷ 26 জানুয়ারিতে বিহারের মুজফফরপুরে এমনই ছবি ধরা পড়েছে ৷
ঘটনাটি মুজফফরপুর জেলার মীনাপুর ব্লকের ধর্মপুর পূর্ব সরকারি মধ্য বিদ্যালয়ের । আকণ্ঠ মদ্যপান করে স্কুলে আসায় প্রধান শিক্ষক সঞ্জয় কুমার সিংকে গ্রেফতার করে পুলিশ ৷ চার বছর ধরে তিনি স্কুলের প্রধান শিক্ষকের পদে রয়েছেন ৷ 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের জন্য স্কুলে যান ৷
মদ্যপ প্রধান শিক্ষকের অবস্থা দেখে হতবাক হয়ে যান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ৷ স্থানীয় লোকজন প্রধান শিক্ষককে এভাবে মাতাল হয়ে টলমল করতে দেখে স্থানীয় রামপুর হরি থানায় খবর দেয় । পুলিশ তৎক্ষণাৎ স্কুলে এসে সঞ্জয় কুমার সিংকে গ্রেফতার করে ৷
স্থানীয় বিধায়ক মুন্না যাদব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,"এই ঘটনা শিক্ষা জগতের জন্য শুধু লজ্জাজনকই নয়, অ্যালকোহল বা মদ নিষিদ্ধ হওয়া নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে তারও যথাযথ উত্তর । এমতাবস্থায় এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি ৷ যাতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে ।"
এই বিষয়ে রামপুর হরি থানার ইনচার্জ সুজিত কুমার জানান, প্রধান শিক্ষক মাতাল হয়ে পতাকা উত্তোলন করতে এসেছিলেন । তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পুলিশ সেখানে পৌঁছে তাঁকে গ্রেফতার করে । পরে পরীক্ষা করা হলে তাঁর মদ্যপানের বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায় ৷ পরবর্তী অবস্থা অনুযায়ী পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে ।"
বিহারে মদ নিষিদ্ধ : বিহারে 2016 সাল থেকে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় ৷ মহিলাদের দাবিতে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার 5 এপ্রিল, 2016 থেকে রাজ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর করেন । এই নিয়ে বহুবার প্রশ্ন তুলেছে বিরোধী দলের পাশাপাশি শাসকদলও । একইসঙ্গে নীতীশ কুমার কোনও মূল্যেই নিষিদ্ধ আইন প্রত্যাহার করতে প্রস্তুত নন । এই আইনে মদ পরিবেশন করা বা বিক্রি করা অপরাধ এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে । তবে উপরোক্ত ঘটনায় প্রধান শিক্ষকের কী শাস্তি হয় তা দেখার অপেক্ষায় জনগণ ৷