মানিব্যাগ টাকা রাখার জন্যই আমরা ব্যবহার করি ৷ মধ্য়বিত্ত পরিবারে মানিব্যাগে টাকা রাখা নিয়ে নানা রকম বাস্তুর প্রবণতা থেকে থাকে ৷ পার্স বা ওয়ালেটে মাসের শুরুতে টাকা থাকলেও মাসের মাঝখানেই কার্যত ফাঁকা হতে শুরু করে । জ্যোতিষশাস্ত্র মতে , শুধু খরচের হাতের জন্যই নয়, মানিব্যাগে কী রাখছেন তার উপরও নির্ধারণ করা হয় আপনার সৌভাগ্য ৷
বাস্তু দোষ হল এমন একটি সমস্যা যা যে কোনও ব্যক্তির জীবন বা পরিবার থেকে সুখ, শান্তি এবং সমৃদ্ধি কেড়ে নিতে পারে । বাড়ি থেকে বাস্তু দোষ হওয়ার একাধিক কারণ রয়েছে, রয়েছে বাস্তু দোষ দূর করার অনেক উপায়ও । বাস্তু সমস্যা হলেই মানুষের জীবনে যে কোনও অভাব আসতে পারে ৷ বিশেষ করে টাকার ৷ রান্নাঘরের কিছু সাধারণ জিনিসই খুলে দিতে পারে আপনার ভাগ্য জানালেন জ্যোতিষী রাহুল দে ৷
বাড়ির বাইরে বের হওয়ার সময় যে ব্যাগে আপনি টাকা বা দরকারি কাগজ রাখেন, তাতে রাখুন রান্নাঘরের কিছু সাধারণ মশলা । আর তাতেই হবে মুশকিলআসান ৷ সৌভাগ্য ফিরে পাবেন ৷
জ্যোতিষী রাহুল দে বলেন, "একটা তেজপাতা মানিব্যাগকে কখনও খালি হতে দেবে না ৷ এই তেজপাতাই ফেরাবে আপনার ভাগ্য ৷ যাঁরা অর্থ সংক্রন্ত সমস্যায় ভুগছেন ও ঋনে ভরে গিয়েছে তাঁরা করতে পারেন এই ছোট্ট কাজ যা খুব ভালো উপকার পাওয়া যাবে ৷ মঙ্গলবার করতে হবে এই কাজ ৷ কোনও একটি মঙ্গলবারে একটা তেজপাতার উপরে 199621147 এই নম্বর লিখে অল্প একটু হলুদের গঁড়ো দিয়ে এটি পার্সে রেখে দিন ৷ এতে খুব ভালো উপকার পাওয়া যাবে ৷ সারাবছর আপনার পার্স খালি হবে না ৷"
জ্যোতিষী জানান, এটি আপনাকে দ্রুত উন্নতি করতে সাহায্য করবে ।
(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)