ETV Bharat / bharat

দিল্লিতে ভাঙল চারতলা বাড়ি, আটকে বহু - DELHI BUILDING COLLAPSES

একটি সূত্রের খবর, এখনও পর্যন্ত 8 জনকে বের করে নিয়ে আসা গিয়েছে । তবে এখনও অনকে ভেতরে আটকে আছেন বলে অনুমান করা হচ্ছে ।

Delhi Building Collapses
দিল্লিতে ভেঙে পড়ল বাড়ি (ছবি: সংবাদসংস্থা এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2025, 9:55 PM IST

Updated : Jan 27, 2025, 11:03 PM IST

নয়াদিল্লি, 27 জানুয়ারি: আবারও ভেঙে পড়ল বহুতল । দিল্লিতে চারতলা বাড়ি ভেঙে পড়ল সোমবার সন্ধ্যায় । ভিতরে অনেকেই আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে । একটি সূত্রের খবর, এখনও পর্যন্ত 8 জনকে বের করে নিয়ে আসা গিয়েছে । তবে এখনও অনকে ভেতরে আটকে আছেন বলে অনুমান প্রশাসনের।

দিল্লির দমকল দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়়িটি ভেঙে পড়ে । স্থানীয়দের সঙ্গে কথা বলে আধিকারিকরা মনে করছেন ভেঙে পড়ার সময় বাড়িটিতে কমপক্ষে 20 জন ছিলেন । এঁদের মধ্যে থেকেই 8 জনকে উদ্ধার করা গিয়েছে । বাকিদের খোঁজ শুরু হয়েছে । দিল্লি পুলিশের একটি সূত্র আরও জানিয়েছে, নির্মীয়মাণ বহুতলটি সম্পূর্ণ ভেঙে পড়েছে । তার জেরে আশপাশের অনেকটা এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে ।

দিল্লিতে ভাঙল চারতলা বাড়ি (ইটিভি ভারত)

শুধু দিল্লি নয়, গত কয়েকদিনে বারবার কলকাতা এবং তার আশপাশের বিভিন্ন এলাকার বহুতলকে বিপর্যয়ের খবর মিলেছে। বাঘাযতীনে একটি আবাস হেলে পড়ে । নির্দিষ্ট পদ্ধতি না মেনে সেটিকে সোজা করার চেষ্টা করা হয়। তাতে গোটা আবাসনটি ভেঙে পড়ে । বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটেছে ট্যাংরা থেকে শুরু করে বাগুইআটি-সহ বিভিন্ন জায়গায় বাড়ি হেলে পড়ে।

এমতাবস্থায় হেলে পড়া বাড়ির বিষয়ে জানতে হরিয়ানার বিশেষজ্ঞ সংস্থাকে তলব করেছে কলকাতা কর্পোরেশন ৷ বাড়ি সোজা করা হবে কোন পদ্ধতিতে, এখন যে সব বাড়ি হেলে রয়েছে সেগুলো আদৌ সোজা করা করা সম্ভব কি না, এমন একাধিক প্রশ্নের উত্তর জানতে হরিয়ানার বিশেষজ্ঞ সংস্থাকে ডাকল কলকাতা কর্পোরেশন। এবার খোদ রাজধানী দিল্লিতেও নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ল।

নয়াদিল্লি, 27 জানুয়ারি: আবারও ভেঙে পড়ল বহুতল । দিল্লিতে চারতলা বাড়ি ভেঙে পড়ল সোমবার সন্ধ্যায় । ভিতরে অনেকেই আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে । একটি সূত্রের খবর, এখনও পর্যন্ত 8 জনকে বের করে নিয়ে আসা গিয়েছে । তবে এখনও অনকে ভেতরে আটকে আছেন বলে অনুমান প্রশাসনের।

দিল্লির দমকল দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়়িটি ভেঙে পড়ে । স্থানীয়দের সঙ্গে কথা বলে আধিকারিকরা মনে করছেন ভেঙে পড়ার সময় বাড়িটিতে কমপক্ষে 20 জন ছিলেন । এঁদের মধ্যে থেকেই 8 জনকে উদ্ধার করা গিয়েছে । বাকিদের খোঁজ শুরু হয়েছে । দিল্লি পুলিশের একটি সূত্র আরও জানিয়েছে, নির্মীয়মাণ বহুতলটি সম্পূর্ণ ভেঙে পড়েছে । তার জেরে আশপাশের অনেকটা এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে ।

দিল্লিতে ভাঙল চারতলা বাড়ি (ইটিভি ভারত)

শুধু দিল্লি নয়, গত কয়েকদিনে বারবার কলকাতা এবং তার আশপাশের বিভিন্ন এলাকার বহুতলকে বিপর্যয়ের খবর মিলেছে। বাঘাযতীনে একটি আবাস হেলে পড়ে । নির্দিষ্ট পদ্ধতি না মেনে সেটিকে সোজা করার চেষ্টা করা হয়। তাতে গোটা আবাসনটি ভেঙে পড়ে । বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটেছে ট্যাংরা থেকে শুরু করে বাগুইআটি-সহ বিভিন্ন জায়গায় বাড়ি হেলে পড়ে।

এমতাবস্থায় হেলে পড়া বাড়ির বিষয়ে জানতে হরিয়ানার বিশেষজ্ঞ সংস্থাকে তলব করেছে কলকাতা কর্পোরেশন ৷ বাড়ি সোজা করা হবে কোন পদ্ধতিতে, এখন যে সব বাড়ি হেলে রয়েছে সেগুলো আদৌ সোজা করা করা সম্ভব কি না, এমন একাধিক প্রশ্নের উত্তর জানতে হরিয়ানার বিশেষজ্ঞ সংস্থাকে ডাকল কলকাতা কর্পোরেশন। এবার খোদ রাজধানী দিল্লিতেও নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ল।

Last Updated : Jan 27, 2025, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.