পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রকাশিত হাই মাদ্রাসার দশমের ফল, গত বছরের তুলনায় সামান্য বাড়ল পাশের হার - Board Of Madrasah Education

West Bengal Madrasah Result: প্রকাশিত হল হাই মাদ্রাসার দশম শ্রেণির পরীক্ষার ফলাফল ৷ শুক্রবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের সভাপতি ডক্টর শেখ আবুতাহের কামরুদ্দিন জানান, এই বছর পরীক্ষায় পাশের হার 86.31 শতাংশ ৷

West Bengal Madrasah Result
পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 10:39 PM IST

Updated : May 3, 2024, 11:07 PM IST

কলকাতা, 3 মে: প্রকাশিত হল হাই মাদ্রাসার দশম শ্রেণির ফলাফল ৷ এই বছর পরীক্ষায় পাশের হার 86.31 শতাংশ ৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের সভাপতি ডক্টর শেখ আবুতাহের কামরুদ্দিন ৷ গত বছরের তুলনায় এই বছরে পাশের হার সামান্য বেড়েছে ৷

হাইমাদ্রাসার মেধাতালিকায় রয়েছে 17 জন। প্রথম হয়েছে মালদা জেলার রামনগর হাই মাদ্রাসা স্কুলের ছাত্র শাহিদুর রহমান । প্রান্ত নম্বর 778। দ্বিতীয় হয়েছে মুর্শিদাবাদ জেলার ভাবতা আজিদা হাই মাদ্রাসা স্কুলের ছাত্রী তামান্না সুলতানা। প্রাপ্ত নম্বর 775। দ্বিতীয় হয়েছে আরও একজন। সেও মুর্শিদাবাদ জেলার আমিরাবাদ হাই মাদ্রাসা স্কুলের ছাত্র রামিক পারভেজ। তৃতীয় হয়েছে মালদার মহারাজনগর হাই মাদ্রাসা স্কুলের ছাত্র মোঃ ইব্রাহিম। যার প্রাপ্ত নম্বর 773।

অন্যদিকে, আলিম পরীক্ষার প্রথম হয়েছেন উত্তর 24 পরগনা নুনাবি সিনিয়র মাদ্রাসা স্কুলের ছাত্র ইরফান হোসাইন। তার প্রাপ্ত নম্বর 860। অন্যদিকে দ্বিতীয় হয়েছে দক্ষিণ 24 পরগনার খেড়িয়া সিদ্দিকুয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র রাইখান পাইদা। প্রাপ্ত নম্বর 843। তৃতীয় হয়েছে হুগলি জেলার ইসলাম নগর নজরুল উলুম সিদ্দিকুয়া সিনিয়র মাদ্রাসা ছাত্র ইমরান মন্ডল। তার প্রাপ্ত নম্বর 863।

ফাজিলে প্রথম হয়েছে উত্তর 24 পরগ বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসা সায়দুল সানপুই। যার প্রাপ্ত নম্বর 559। দ্বিতীয় হয়েছে উত্তর 24 পরগনার বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসা মস্তাফিজুর রহমান । প্রাপ্ত নম্বর 557। তৃতীয় হয়েছে উত্তর 24 পরগনার আমিনপুর কে এম সি সিনিয়র মাদ্রাসার মহবুব হাসান মণ্ডল । যার প্রাপ্ত নম্বর ।

আরও পড়ুন:

Last Updated : May 3, 2024, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details