লালবাগ(মুর্শিদাবাদ), 18 জানুয়ারি: লোকসভা নির্বাচনের পর প্রথমবার মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সভা ঘিরে তাই প্রস্তুতি তুঙ্গে মুর্শিদাবাদের নবাবী শহর লালবাগে ৷ আগামী সোমবার লালবাগের নবাব বাহাদুর ইন্সটিটিউশনের মাঠে প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । আয়োজনে কোনও খামতি রাখতে নারাজ জেলা প্রশাসন ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, হেলিকপ্টারে এসে সভা করে আবার ওইদিনই মালদা চলে যাবেন মুখ্যমন্ত্রী । প্রশাসনিক সভা থেকে তিনি উপভোক্তাদের হাতে সরকারি পরিষেবা তুলে দেবেন । ওইদিন জেলার বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধনও করা হবে বলে জানা গিয়েছে । জেলা প্রশাসনের তরফে সভাস্থল পরিদর্শনের পর সেখানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে । শুক্রবার দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর দু'দিনের মধ্যে রাজ্যের প্রশাসনিক প্রধানের এই সভার প্রস্তুতি করাই এখন বাড়তি চ্যালেঞ্জ জেলা প্রশাসনের । সুষ্ঠুভাবে এই সভা করার জন্য জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে কোমর বেঁধে নেমেছে ।
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, "মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । অফিসিয়ালি 20 জানুয়ারি তাঁর সভার জন্য সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে । লালবাগের নবাব বাহাদুর ইন্সটিটিউশনের মাঠে সভা হবে । পাশেই কোনও ফাঁকা জায়গায় তাঁর হেলিপ্যাড তৈরির ব্যবস্থা করা হচ্ছে ।"
জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানার কথায়, "রাজ্যের প্রশাসনিক প্রধানের সভা ও পরিষেবা প্রদানের অনুষ্ঠানের আয়োজন চলছে । আগামী সপ্তাহেই তিনি এখানে আসবেন । আমরা সকলেই তাঁকে স্বাগত জানাব । জেলাবাসীকে উপহার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের ডালি সাজিয়ে নিয়ে আসেন । আমরা সকলেই তাঁর জন্য অপেক্ষায় আছি ।"
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের আগে সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা কেন্দ্রে ম্যারাথন সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তিনটি আসনেই তৃণমূল প্রার্থীদের জেতানোর জন্য নবাবী মুলুকের বাসিন্দাদের আগেই তিনি ধন্যবাদ জানিয়েছেন । লোকসভা নির্বাচনের পর এই প্রথম তিনি জেলা সফরে আসছেন । প্রশাসনিক সভা হলেও তৃণমূলের জেলা নেতৃত্বের মধ্যে এই সভা ঘিরে উন্মাদনা বাড়ছে ।
বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের এক নেতা বলেন, "আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও । তাঁর সভা ঘিরে আমাদের আলাদা উন্মাদনা থাকে । এই সভাতেও জেলার প্রতিটি প্রান্ত থেকে হাজার হাজার মানুষ যোগদান করবে । তাঁকে স্বাগত জানানোর জন্য আমরা মুখিয়ে আছি ।"