মেদিনীপুর, 18 জানুয়ারি: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতির মৃত্যুতে তোলপাড় রাজ্য ৷ এই আবহে প্রসূতি মৃত্যু ও বাকি প্রসূতির অসুস্থতার কারণ খুঁজতে হাসপাতাল পরিদর্শনে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার ৷
বিতর্কিত স্যালাইন-কাণ্ড নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক, কলেজের অধ্যক্ষ, সুপার-সহ সেদিন যাঁরা অস্ত্রোপচার করেছিলেন, সকলের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ এর পর সাংবাদিকদের তিনি জানান, কারোর স্বার্থ রক্ষাকে করতে গিয়ে বলির পাঁঠা করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের ! পাশাপাশি ফ্লুইড নিয়েও প্রশ্ন তোলেন জাতীয় মহিলা কমিশনের এই সদস্য ৷
গত বুধবার অসুস্থ হয়ে পড়েন মেদিনীপুর মেডিক্যাল কলেজের 5 প্রসূতি ৷ এরপর ঘটনায় মৃত্য হয় তাঁদের মধ্যে একজনের ৷ বাকি 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের গ্রিন করিডর করে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় ৷ ঘটনায় মেয়াদোত্তীর্ণ স্য়ালাইন ও চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন প্রসূতিদের পরিবার ৷ ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি ৷
ইতিমধ্যেই, ঘটনায় 13 জনের একটি দল গঠন করেছে রাজ্যের স্বাস্থ্য় দফতর ৷ ঘটনার তদন্ত করছে সিআইডি ৷ এই আবহে শনিবার সকাল 11টা 30 মিনিটে অর্চনা মজুমদারের নেতৃত্বে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছয় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল ৷ কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী, সুপার ইন্দ্রনীল সেন ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি ৷ তারপর পুঙ্খানুপুঙ্খভাবে সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখেন ৷
উল্লেখ্য, গত 9 জানুয়ারি মৃত প্রসূতি মামণি রুইদাসের অস্ত্রোপচার করা হয় ৷ সেদিনের অস্ত্রোপচারে যাঁরা যুক্ত ছিলেন শনিবার তাঁদের সঙ্গেও কথা বলেন অর্চনা মজুমদার ৷ বৈঠকের পর মাতৃমা পরিদর্শন করেন তিনি ৷ এছাড়াও তিনি মাতৃমা পরিদর্শন করেন ৷ দেখা করলেন মৃত প্রসূতি মামণির পরিবারের সঙ্গেও ৷ সন্ধ্যায় কলকাতার এসএসকেএম হাসপাতালে বাকি অসুস্থ প্রসূতিদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর ৷
প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঁচ অসুস্থ হওয়া প্রসূতি হলেন মাম্পি সিং (23), নাসরিন খাতুন (19), মিনারা বিবি (31), রেখা সাউ (23) ও মামণি রুইদাস । এদের মধ্যে মামণি রুইদাসের মৃত্যু হয়েছে গত শুক্রবার ৷ বাকি মাম্পি সিং (23), নাসরিন খাতুন (19), মিনারা বিবিকে (31) কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অসুস্থ প্রসূতি রেখা সাউ ভর্তি রয়েছেন মেদিনীপুর মেডিক্যালেই । অভিযোগ ছিল, মেয়াদোত্তীর্ণ স্যালাইন ও চিকিৎসার গাফিলতিতেই মাল্টি-অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় মামণির। এই ঘটনায় সিআইডি তদন্ত শুরু করেছে।
সেই সঙ্গে, স্বাস্থ্য দফতরের একটি টিম পাঠানো হয় রাজ্য সরকার তরফে । তাদের রিপোর্টের উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার-সহ মোট 12 জন ডাক্তার, পিজিটি-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করার নির্দেশ দেন । কোতোয়ালিতে অভিযোগ দায়েরের পরই তদন্তভার তুলে নেয় সিআইডি।