ETV Bharat / bharat

বিজাপুর এনকাউন্টারের দ্বিতীয় দিন, পলাতক দুই মাওবাদী কমান্ডার - BIJAPUR NAXAL ENCOUNTER

বিজাপুরের জঙ্গলে এখনও চলছে গুলির লড়াই ৷ আরও মাওবাদীদের দেহ উদ্ধারের সম্ভাবনা রয়েছে ৷

BIJAPUR NAXAL ENCOUNTER
বিজাপুর এনকাউন্টার (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2025, 3:58 PM IST

বিজাপুর, 18 জানুয়ারি: ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ের আজ দ্বিতীয় দিন ৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এনকাউন্টার এখনও চলছে ৷ এখনও পর্যন্ত 12 জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে ৷ তাদের শনাক্তকরণের কাজ চলছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ তবে জানা গিয়েছে, জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে গিয়েছে মাওবাদী কমান্ডার হিডমা ও বাসরে দেবা ৷

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, বিজাপুরের মুরাদবাকা ও পুজারি কাঙ্কেরের জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করে ডিআরজি, বিজাপুর, সুকমা, ও দান্তেওয়াড়ার কোবরার ব্যাটেলিয়ান, সিআরপিএফ-এর 229তম ব্যাটেলিয়ান-এর নিরাপত্তারক্ষীরা ৷ এলাকায় নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা ৷ পাল্টা গুলি চালান নিরাপত্তারক্ষীরাও ৷ এনকাউন্টারে এখনও পর্যন্ত 12 জন মাওবাদীর মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, দেহগুলিকে উসুরের কাছে নাম্বি ক্যাম্পে নিয়ে আসা হয়েছে ৷ সেখানেই শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হবে ৷

ঘটনাস্থলে উপস্থিত আছেন বস্তারের আইজি সুন্দররাজ পি এবং সিআরপিএফ-এর আইজি ৷ বস্তারের আইজি জানিয়েছেন, 12 জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে ৷ কিন্তু, তাদের শনাক্তকরণের প্রক্রিয়া এখনও শেষ হয়নি ৷ তবে তারা সকলেই মাওবাদীদের সবথেকে শক্তিশালী ইউনিট পিপলস্ লিবারেশন গেরিলা আর্মির (PLGA) সদস্য ৷

অবশ্য, এই প্রথম নয় নতুন বছর শুরু হতেই ছত্তিশগড়ে জঙ্গলে ঘেরা একাধিক এলাকায় সক্রিয় হয়ে উঠেছে মাওবাদীরা ৷ যদিও তাদের দমন করতে কোনও ফাঁক রাখছেন না নিরাপত্তবাহিনী ৷

পড়ুন: নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই, নিকেশ 12 মাওবাদী

বিজাপুর, 18 জানুয়ারি: ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ের আজ দ্বিতীয় দিন ৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এনকাউন্টার এখনও চলছে ৷ এখনও পর্যন্ত 12 জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে ৷ তাদের শনাক্তকরণের কাজ চলছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ তবে জানা গিয়েছে, জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে গিয়েছে মাওবাদী কমান্ডার হিডমা ও বাসরে দেবা ৷

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, বিজাপুরের মুরাদবাকা ও পুজারি কাঙ্কেরের জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করে ডিআরজি, বিজাপুর, সুকমা, ও দান্তেওয়াড়ার কোবরার ব্যাটেলিয়ান, সিআরপিএফ-এর 229তম ব্যাটেলিয়ান-এর নিরাপত্তারক্ষীরা ৷ এলাকায় নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা ৷ পাল্টা গুলি চালান নিরাপত্তারক্ষীরাও ৷ এনকাউন্টারে এখনও পর্যন্ত 12 জন মাওবাদীর মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, দেহগুলিকে উসুরের কাছে নাম্বি ক্যাম্পে নিয়ে আসা হয়েছে ৷ সেখানেই শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হবে ৷

ঘটনাস্থলে উপস্থিত আছেন বস্তারের আইজি সুন্দররাজ পি এবং সিআরপিএফ-এর আইজি ৷ বস্তারের আইজি জানিয়েছেন, 12 জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে ৷ কিন্তু, তাদের শনাক্তকরণের প্রক্রিয়া এখনও শেষ হয়নি ৷ তবে তারা সকলেই মাওবাদীদের সবথেকে শক্তিশালী ইউনিট পিপলস্ লিবারেশন গেরিলা আর্মির (PLGA) সদস্য ৷

অবশ্য, এই প্রথম নয় নতুন বছর শুরু হতেই ছত্তিশগড়ে জঙ্গলে ঘেরা একাধিক এলাকায় সক্রিয় হয়ে উঠেছে মাওবাদীরা ৷ যদিও তাদের দমন করতে কোনও ফাঁক রাখছেন না নিরাপত্তবাহিনী ৷

পড়ুন: নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই, নিকেশ 12 মাওবাদী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.