ETV Bharat / bharat

গা’য়ের উপর পড়ল এক ট্রাক বালি ! ঘুমের মধ্যেই মৃত্যু 5 শ্রমিকের - LABOURERS CRUSHED TO DEATH

12 বছর বয়সি এক মেয়েকে বাঁচানো গিয়েছে । যদিও বাকি পাঁচজন মারা গিয়েছেন । নিহতরা প্রত্যেকেই নিকটাত্মীয় ।

5-workers-crushed-to-death-after-sand-tipper-empties-into-shed-in-Maharashtra
ঘুমের মধ্যেই মৃত্যু 5 শ্রমিকের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2025, 5:05 PM IST

জালনা (মহারাষ্ট্র), 22 ফেব্রুয়ারি: জালনা জেলায় ভয়াবহ দুর্ঘটনা ৷ ঘটনায় 5 শ্রমিকের মৃত্যু হয়েছে । জানা গিয়েছে, অবৈধভাবে খনন করা একটি বালির টিপার সরাসরি একটি শিট মেটাল শেডে বালি ফেলে দেয় ৷ তারপরেই বালি চাপা পড়ে মৃত্যু হয়েছে 5 জনের ৷

কী হয়েছে ?

শনিবার ভোর সাড়ে 3টের দিকে পাসোদি এলাকায় ঘটনাটি ঘটে । গ্রামবাসীরা তাড়াতাড়ি ছুটে এসে বালির স্তূপের নীচ থেকে একটি ছোট মেয়েকে উদ্ধার করে । তবে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় । সূত্রের খবর, জাফরাবাদ তালুকের পাসোদি এলাকায় একটি ব্রিজ নির্মাণের জন্য শ্রমিকরা এসেছিলেন । শ্রমিকরা নির্মাণস্থলের কাছে একটি শিট মেটাল শেডে ঘুমাচ্ছিলেন । ভোর সাড়ে 3টে নাগাদ বালির টিপার চালক শিট মেটাল শেডে বালির টিপারটি ফেলে দেন । শেডের সামনের ঘরে ঘুমন্ত এক মহিলা সেসময় জেগে যান ৷ তিনি চিৎকার শুরু করলে টিপার চালক পালিয়ে যান।

মহিলাটি বাকিদের ডাকলে তাঁরা বালি সরিয়ে ছ’জনকে উদ্ধার করেন । তাঁদের মধ্যে 12 বছর বয়সি এক মেয়েকে বাঁচানো গিয়েছে । যদিও বাকি পাঁচজন মারা গিয়েছেন । নিহতদের মধ্যে গণেশ কাশীনাথ ধনওয়াই (বয়স 50, সিলোদের গোলেগাঁওয়ের বাসিন্দা), ভূষণ গণেশ ধনওয়াই (বয়স 17, সিলোদের গোলেগাঁওয়ের বাসিন্দা), রাজেন্দ্র দাগডুবা ওয়াঘ (বয়স 40, বুলধানার দাহিদের বাসিন্দা), সুনীল সমাধন সাপকাল (বয়স 20, পদ্মাবতীর ভোকরদানের বাসিন্দা), সুপদু আহের (বয়স 38, জামনারের বাসিন্দা) ।

নিহতরা প্রত্যেকেই নিকটাত্মীয় । গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার রাতে কাজের জন্য সস্তায় বালি পেতে অবৈধভাবে বালি উত্তোলন করছিল। ঠিকাদারের অবহেলার কারণেই পাঁচজনের মৃত্যু হয়েছে । রাজ্যে বালি উত্তোলনের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, ব্যাপকভাবে অবৈধ বালি উত্তোলন চলছে । রাজনৈতিক অনুগ্রহ এবং পুলিশ ও রাজস্ব কর্মকর্তাদের সহযোগিতাতেই ঠিকাদাররা ক্ষমতাশালী হয়ে উঠেছে ।

আরও পড়ুন

জালনা (মহারাষ্ট্র), 22 ফেব্রুয়ারি: জালনা জেলায় ভয়াবহ দুর্ঘটনা ৷ ঘটনায় 5 শ্রমিকের মৃত্যু হয়েছে । জানা গিয়েছে, অবৈধভাবে খনন করা একটি বালির টিপার সরাসরি একটি শিট মেটাল শেডে বালি ফেলে দেয় ৷ তারপরেই বালি চাপা পড়ে মৃত্যু হয়েছে 5 জনের ৷

কী হয়েছে ?

শনিবার ভোর সাড়ে 3টের দিকে পাসোদি এলাকায় ঘটনাটি ঘটে । গ্রামবাসীরা তাড়াতাড়ি ছুটে এসে বালির স্তূপের নীচ থেকে একটি ছোট মেয়েকে উদ্ধার করে । তবে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় । সূত্রের খবর, জাফরাবাদ তালুকের পাসোদি এলাকায় একটি ব্রিজ নির্মাণের জন্য শ্রমিকরা এসেছিলেন । শ্রমিকরা নির্মাণস্থলের কাছে একটি শিট মেটাল শেডে ঘুমাচ্ছিলেন । ভোর সাড়ে 3টে নাগাদ বালির টিপার চালক শিট মেটাল শেডে বালির টিপারটি ফেলে দেন । শেডের সামনের ঘরে ঘুমন্ত এক মহিলা সেসময় জেগে যান ৷ তিনি চিৎকার শুরু করলে টিপার চালক পালিয়ে যান।

মহিলাটি বাকিদের ডাকলে তাঁরা বালি সরিয়ে ছ’জনকে উদ্ধার করেন । তাঁদের মধ্যে 12 বছর বয়সি এক মেয়েকে বাঁচানো গিয়েছে । যদিও বাকি পাঁচজন মারা গিয়েছেন । নিহতদের মধ্যে গণেশ কাশীনাথ ধনওয়াই (বয়স 50, সিলোদের গোলেগাঁওয়ের বাসিন্দা), ভূষণ গণেশ ধনওয়াই (বয়স 17, সিলোদের গোলেগাঁওয়ের বাসিন্দা), রাজেন্দ্র দাগডুবা ওয়াঘ (বয়স 40, বুলধানার দাহিদের বাসিন্দা), সুনীল সমাধন সাপকাল (বয়স 20, পদ্মাবতীর ভোকরদানের বাসিন্দা), সুপদু আহের (বয়স 38, জামনারের বাসিন্দা) ।

নিহতরা প্রত্যেকেই নিকটাত্মীয় । গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার রাতে কাজের জন্য সস্তায় বালি পেতে অবৈধভাবে বালি উত্তোলন করছিল। ঠিকাদারের অবহেলার কারণেই পাঁচজনের মৃত্যু হয়েছে । রাজ্যে বালি উত্তোলনের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, ব্যাপকভাবে অবৈধ বালি উত্তোলন চলছে । রাজনৈতিক অনুগ্রহ এবং পুলিশ ও রাজস্ব কর্মকর্তাদের সহযোগিতাতেই ঠিকাদাররা ক্ষমতাশালী হয়ে উঠেছে ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.