ETV Bharat / entertainment

ইন্ডিয়ান আইডলের 'ক্রেজি গার্ল' মানসীর বলিউডে পা - MANASI GHOSH

আরও এক বাংলার মেয়ের মুম্বই পাড়ি ৷ বেলঘরিয়ার মেয়ে মানসী এবার পেলেন বলিউডে গান গাওয়ার সুযোগ ৷ মুখ উজ্জ্বল বাংলার ৷

Manasi Ghosh
মানসী ঘোষের বলিউডে পা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 18, 2025, 3:24 PM IST

কলকাতা, 18 জানুয়ারি: ইন্ডিয়ান আইডলের মঞ্চে ক্যারিশ্মা দেখাচ্ছেন বাংলার মেয়ে মানসী ঘোষ। এবার তিনি পাড়ি দিতে চলেছেন আরব সাগরের তীরে গানের বৃহত্তর জগতে ৷ এর আগে 'সুপার সিঙ্গার সিজন থ্রি'-তে ফার্স্ট রানার আপ হয়েছিলেন তিনি। আর এখন ইন্ডিয়ান আইডলের 'ক্রেজি গার্ল' নামেই পরিচিত হয়েছেন তিনি।

গানে মঞ্চ মাতাচ্ছেন তিনি। বিচারকরা মুগ্ধ হচ্ছেন বঙ্গতনয়ার কণ্ঠের জাদুতে। না, এটুকুতেই থেমে নেই বেলঘরিয়ার নিমতা অঞ্চলের মেয়ে মানসী ঘোষ। হিন্দি ছবিতে গানও গেয়ে ফেলেছেন তিনি। শানের সঙ্গে জুটি বেঁধে আসন্ন হিন্দি সিনেমা 'মন্নু কেয়া করেগা' ছবির টাইটেল সং গেয়েছেন তিনি। আর তাতে বেজায় আপ্লুত উদীয়মান গায়িকা।

ইতিমধ্যেই গান রেকর্ড করা হয়ে গিয়েছে শানের সঙ্গে। এবার অপেক্ষা ছবিটি মুক্তির। মানসী ইটিভি ভারতকে রিহার্সালের ফাঁকে খুব অল্প কথায় জানিয়েছেন, "আমি খুব আনন্দিত। আর এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। ললিত পণ্ডিত স্যার আমাকে প্রথম প্লে ব্যাকের সুযোগ করে দিলেন। পাশাপাশি শান স্যারের সঙ্গে গান গাইবার সুযোগ। সর্বশক্তিমান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি ললিত স্যারকে।"

ললিত পণ্ডিত তাঁর সামাজিক মাধ্যমে মানসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, "আমি খুশি যে মানসী ঘোষ আমার গান গেয়েছে 'মনু কেয়া করেগা' ছবিতে। ইন্ডিয়ান আইডলের এক উদীয়মান শিল্পীকে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি। অনেক শুভেচ্ছা মানসীকে।"

'মান্নু কেয়া করেগা' ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন সৌরভ গুপ্তা। পরিচালনা করেছেন সঞ্জয় ত্রিপাঠী। অভিনয় করেছেন ব্যোম যাদব, সাচী বিন্দ্রা, কুমুদ মিশ্র, বিনয় পাঠক-সহ আরও অনেকে। 'কিউরিয়াস আইজ ফিল্মস'-এর প্রযোজনায় আসবে এই ছবি। আর সেখানেই ললিত পণ্ডিতের সুরে গান গেয়েছেন মানসী ঘোষ।

কলকাতা, 18 জানুয়ারি: ইন্ডিয়ান আইডলের মঞ্চে ক্যারিশ্মা দেখাচ্ছেন বাংলার মেয়ে মানসী ঘোষ। এবার তিনি পাড়ি দিতে চলেছেন আরব সাগরের তীরে গানের বৃহত্তর জগতে ৷ এর আগে 'সুপার সিঙ্গার সিজন থ্রি'-তে ফার্স্ট রানার আপ হয়েছিলেন তিনি। আর এখন ইন্ডিয়ান আইডলের 'ক্রেজি গার্ল' নামেই পরিচিত হয়েছেন তিনি।

গানে মঞ্চ মাতাচ্ছেন তিনি। বিচারকরা মুগ্ধ হচ্ছেন বঙ্গতনয়ার কণ্ঠের জাদুতে। না, এটুকুতেই থেমে নেই বেলঘরিয়ার নিমতা অঞ্চলের মেয়ে মানসী ঘোষ। হিন্দি ছবিতে গানও গেয়ে ফেলেছেন তিনি। শানের সঙ্গে জুটি বেঁধে আসন্ন হিন্দি সিনেমা 'মন্নু কেয়া করেগা' ছবির টাইটেল সং গেয়েছেন তিনি। আর তাতে বেজায় আপ্লুত উদীয়মান গায়িকা।

ইতিমধ্যেই গান রেকর্ড করা হয়ে গিয়েছে শানের সঙ্গে। এবার অপেক্ষা ছবিটি মুক্তির। মানসী ইটিভি ভারতকে রিহার্সালের ফাঁকে খুব অল্প কথায় জানিয়েছেন, "আমি খুব আনন্দিত। আর এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। ললিত পণ্ডিত স্যার আমাকে প্রথম প্লে ব্যাকের সুযোগ করে দিলেন। পাশাপাশি শান স্যারের সঙ্গে গান গাইবার সুযোগ। সর্বশক্তিমান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি ললিত স্যারকে।"

ললিত পণ্ডিত তাঁর সামাজিক মাধ্যমে মানসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, "আমি খুশি যে মানসী ঘোষ আমার গান গেয়েছে 'মনু কেয়া করেগা' ছবিতে। ইন্ডিয়ান আইডলের এক উদীয়মান শিল্পীকে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি। অনেক শুভেচ্ছা মানসীকে।"

'মান্নু কেয়া করেগা' ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন সৌরভ গুপ্তা। পরিচালনা করেছেন সঞ্জয় ত্রিপাঠী। অভিনয় করেছেন ব্যোম যাদব, সাচী বিন্দ্রা, কুমুদ মিশ্র, বিনয় পাঠক-সহ আরও অনেকে। 'কিউরিয়াস আইজ ফিল্মস'-এর প্রযোজনায় আসবে এই ছবি। আর সেখানেই ললিত পণ্ডিতের সুরে গান গেয়েছেন মানসী ঘোষ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.