ETV Bharat / sports

বুমরাকে রেখেই ঘোষিত ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড, সহঅধিনায়ক গিল - INDIAN SQUAD FOR CT 2025

একনজরে দেখে নিন কারা জায়গা পেলেন স্কোয়াডে ৷ ঘোষণা হল ইংল্যান্ডের বিরুদ্ধে তিনম্য়াচের সিরিজের দলও ৷

ROHIT SHARMA
রোহিত শর্মা (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 18, 2025, 3:02 PM IST

Updated : Jan 18, 2025, 3:07 PM IST

মুম্বই, 18 জানুয়ারি: অপেক্ষার অবসান ৷ একটু দেরিতে হলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষণা হয়ে গেল ভারতীয় স্কোয়াড ৷ কথামতই শনিবার দুপুরে মুম্বইয়ে 15 সদস্যের দল ঘোষণা করা হল বোর্ডের তরফে ৷ এদিনের বৈঠকে চূড়ান্ত দল বাছাইয়ের আগে শুক্রবার দলের অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীরের সঙ্গে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর একপ্রস্থ আলোচনা সেরে নেন বলে খবর ৷ সেইমত এদিন বৈঠকের পর ঘোষণা হল স্কোয়াড ৷ আশঙ্কা থাকলেও স্পিডস্টার জসপ্রীত বুমরাকে রেখেই ঘোষিত হল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড ৷

স্কোয়াডে প্রত্যাশিতভাবে রয়েছেন মহম্মদ শামিও ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের স্কোয়াডে আগেই প্রত্যাবর্তন হয়েছে বাংলা পেসারের ৷ ঘরোয়া ক্রিকেটে (বিজয় হাজারে ট্রফি) 752 ব্যাটিং গড়ে দুর্ধর্ষ ফর্মে থাকা করুণ নায়ারকে নিয়ে জল্পনা চলছিল ৷ কিন্তু আইসিসি মার্কি ইভেন্টের স্কোয়াডে তাঁকে রাখা হয়নি ৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি শুভমন গিল ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি এদিন ঘরের মাঠে ইংরেজদের বিরুদ্ধে 50 ওভারের সিরিজের জন্যও স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই ৷ সেই স্কোয়াডে অবশ্য রাখা হয়নি বুমরাকে ৷ এছাড়া ইংল্য়ান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড একই ৷

পিঠে চোটের কারণে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টের মাঝপথে বোলিং থেকে অব্য়াহতি নিয়েছিলেন অধিনায়ক বুমরা ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড সিরিজে তাই বিশ্রামে রাখা হয়েছে তাঁকে ৷ পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে ৷ অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে দলে ঠাঁই পেলেন হার্দিক পান্ডিয়া, এবং রবীন্দ্র জাদেজা ৷ রয়েছেন অক্ষর প্য়াটেলও ৷ পেস বোলিং বিভাগে বুমরা, শামির সঙ্গে আমিরশাহীর বিমান ধরবেন আর্শদীপ সিং ৷ মুম্বইয়ে এদিন দলঘোষণার পর কথামত সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা ও অজিত আগরকর ৷ তবে ছিলেন না গৌতম গম্ভীর ৷

আগামী 20 ফেব্রুয়ারি বাংলাদেশ ম্য়াচ দিয়ে চ্য়াম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে ভারতীয় দল ৷ তার আগে 13 ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনে স্কোয়াডে পরিবর্তন করা যাবে ৷ টুর্নামেন্টের দ্বিতীয় ম্য়াচে 23 ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবেন রোহিতরা ৷ 2 মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে 'মেন ইন ব্লু' ৷

  • একনজরে ভারতের স্কোয়াড: রোহিত (অধিনায়ক), গিল (সহঅধিনায়ক), জয়সওয়াল, শ্রেয়স, কোহলি, রাহুল, পন্ত (উইকেটরক্ষক), হার্দিক, জাদেজা, বুমরা, শামি, ওয়াশিংটন, আর্শদীপ, অক্ষর, কুলদীপ ৷

আরও পড়ুন:

মুম্বই, 18 জানুয়ারি: অপেক্ষার অবসান ৷ একটু দেরিতে হলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষণা হয়ে গেল ভারতীয় স্কোয়াড ৷ কথামতই শনিবার দুপুরে মুম্বইয়ে 15 সদস্যের দল ঘোষণা করা হল বোর্ডের তরফে ৷ এদিনের বৈঠকে চূড়ান্ত দল বাছাইয়ের আগে শুক্রবার দলের অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীরের সঙ্গে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর একপ্রস্থ আলোচনা সেরে নেন বলে খবর ৷ সেইমত এদিন বৈঠকের পর ঘোষণা হল স্কোয়াড ৷ আশঙ্কা থাকলেও স্পিডস্টার জসপ্রীত বুমরাকে রেখেই ঘোষিত হল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড ৷

স্কোয়াডে প্রত্যাশিতভাবে রয়েছেন মহম্মদ শামিও ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের স্কোয়াডে আগেই প্রত্যাবর্তন হয়েছে বাংলা পেসারের ৷ ঘরোয়া ক্রিকেটে (বিজয় হাজারে ট্রফি) 752 ব্যাটিং গড়ে দুর্ধর্ষ ফর্মে থাকা করুণ নায়ারকে নিয়ে জল্পনা চলছিল ৷ কিন্তু আইসিসি মার্কি ইভেন্টের স্কোয়াডে তাঁকে রাখা হয়নি ৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি শুভমন গিল ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি এদিন ঘরের মাঠে ইংরেজদের বিরুদ্ধে 50 ওভারের সিরিজের জন্যও স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই ৷ সেই স্কোয়াডে অবশ্য রাখা হয়নি বুমরাকে ৷ এছাড়া ইংল্য়ান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড একই ৷

পিঠে চোটের কারণে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টের মাঝপথে বোলিং থেকে অব্য়াহতি নিয়েছিলেন অধিনায়ক বুমরা ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড সিরিজে তাই বিশ্রামে রাখা হয়েছে তাঁকে ৷ পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে ৷ অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে দলে ঠাঁই পেলেন হার্দিক পান্ডিয়া, এবং রবীন্দ্র জাদেজা ৷ রয়েছেন অক্ষর প্য়াটেলও ৷ পেস বোলিং বিভাগে বুমরা, শামির সঙ্গে আমিরশাহীর বিমান ধরবেন আর্শদীপ সিং ৷ মুম্বইয়ে এদিন দলঘোষণার পর কথামত সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা ও অজিত আগরকর ৷ তবে ছিলেন না গৌতম গম্ভীর ৷

আগামী 20 ফেব্রুয়ারি বাংলাদেশ ম্য়াচ দিয়ে চ্য়াম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে ভারতীয় দল ৷ তার আগে 13 ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনে স্কোয়াডে পরিবর্তন করা যাবে ৷ টুর্নামেন্টের দ্বিতীয় ম্য়াচে 23 ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবেন রোহিতরা ৷ 2 মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে 'মেন ইন ব্লু' ৷

  • একনজরে ভারতের স্কোয়াড: রোহিত (অধিনায়ক), গিল (সহঅধিনায়ক), জয়সওয়াল, শ্রেয়স, কোহলি, রাহুল, পন্ত (উইকেটরক্ষক), হার্দিক, জাদেজা, বুমরা, শামি, ওয়াশিংটন, আর্শদীপ, অক্ষর, কুলদীপ ৷

আরও পড়ুন:

Last Updated : Jan 18, 2025, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.