ETV Bharat / sports

বার্ষিক সাধারণ সভায় মোহনবাগানে গোষ্ঠীকোন্দল, চেয়ার ছোড়াছুড়িতে আহত এক - CHAOS AT MOHUN BAGAN CLUB

কুণাল ঘোষের সভাপতিত্বে চলছিল বৈঠক ৷ নির্বাচন নিয়ে আলোচনা উঠতেই উত্তপ্ত হয়ে ওঠে সভা ৷

CHAOS AT MOHUN BAGAN CLUB
মোহনবাগান ক্লাবে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 18, 2025, 6:11 PM IST

কলকাতা, 18 জানুয়ারি: মোহনবাগান ক্লাবে দ্রুত নির্বাচনের আয়োজন করা হোক ৷ শনিবার বার্ষিক সাধারণ সভায় বর্তমান ক্লাব সচিব দেবাশিস দত্তের কাছে প্রস্তাব রেখেছিলেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস ৷ পাল্টা দেবাশিস দত্ত জানান নির্বাচন আয়োজন সময়সাপেক্ষ ৷ কেন নির্বাচন সময়সাপেক্ষ? দেবাশিসের কাছে জবাব চান সৃঞ্জয় ৷ ক্লাবের প্রাক্তন এবং বর্তমান সচিবের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের আবহেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই গোষ্ঠীর সমর্থকরা ৷ সবমিলিয়ে আবারও বার্ষিক সাধারণ সভা ঘিরে উত্তপ্ত গোষ্ঠ পাল সরণির ক্লাব ৷

এর আগে 2018 সালে এজিএমে বেনজির অশান্তির সাক্ষী থেকেছিল সবুজ-মেরুন তাঁবু ৷ তখন বেঁচে ছিলেন প্রাক্তন সচিব অঞ্জন মিত্র ৷ 2022 সালেও মোহনবাগান তাঁবুতে চরম অশান্তিতে জড়িয়ে পড়েছিল দুই গোষ্ঠী ৷ এদিন কুণাল ঘোষের সভাপতিত্বে বার্ষিক সভায় ফের একই চিত্র ৷ পরিস্থিতি এদিন এতটাই বেগতিক হয়ে পড়ে যে, চেয়ার নিয়ে একে অপরের দিকে তেড়ে যান সৃঞ্জয় এবং দেবাশিস গোষ্ঠীর সদস্যরা ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যায় ৷ ঘটনায় এক মহিলা সদস্য আহত হয়েছেন বলেও খবর ৷ সবমিলিয়ে শনিবারের বিকেলে ধুন্ধুমার পরিস্থিতি শতাব্দীপ্রাচীন ক্লাবে ৷

অশান্তি নিয়ে দু'পক্ষের বক্তব্য (ETV Bharat)

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন সচিব দেবাশিস দত্ত ৷ সভা শেষে ঝামেলা-অশান্তির কথা না-এড়ালেও সৃঞ্জয় বোস জানান 15 ফেব্রুয়ারির মধ্যে ক্লাবে নির্বাচন সংক্রান্ত একটি বৈঠক হবে ৷ সেখানেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত হবে ৷ এদিন মোটের উপর বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে বলে জানান সৃঞ্জয় বোস ৷

অন্যদিকে বিরোধী গোষ্ঠীর দ্রুত নির্বাচনের দাবি প্রসঙ্গে বর্তমান সচিব দেবাশিস দত্ত জানান, আইনজ্ঞের পরামর্শ নিয়ে আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন করাব ৷ ফেব্রুয়ারি মাসে কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি ৷ ধুন্ধুমার পরিস্থিতি, মারপিট নিয়ে যদিও মুখ খুলতে চাননি তিনি ৷ নেহাতই উত্তেজনা বলে গোটা বিষয়টি এড়িয়ে যান তিনি ৷

আরও পড়ুন:

কলকাতা, 18 জানুয়ারি: মোহনবাগান ক্লাবে দ্রুত নির্বাচনের আয়োজন করা হোক ৷ শনিবার বার্ষিক সাধারণ সভায় বর্তমান ক্লাব সচিব দেবাশিস দত্তের কাছে প্রস্তাব রেখেছিলেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস ৷ পাল্টা দেবাশিস দত্ত জানান নির্বাচন আয়োজন সময়সাপেক্ষ ৷ কেন নির্বাচন সময়সাপেক্ষ? দেবাশিসের কাছে জবাব চান সৃঞ্জয় ৷ ক্লাবের প্রাক্তন এবং বর্তমান সচিবের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের আবহেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই গোষ্ঠীর সমর্থকরা ৷ সবমিলিয়ে আবারও বার্ষিক সাধারণ সভা ঘিরে উত্তপ্ত গোষ্ঠ পাল সরণির ক্লাব ৷

এর আগে 2018 সালে এজিএমে বেনজির অশান্তির সাক্ষী থেকেছিল সবুজ-মেরুন তাঁবু ৷ তখন বেঁচে ছিলেন প্রাক্তন সচিব অঞ্জন মিত্র ৷ 2022 সালেও মোহনবাগান তাঁবুতে চরম অশান্তিতে জড়িয়ে পড়েছিল দুই গোষ্ঠী ৷ এদিন কুণাল ঘোষের সভাপতিত্বে বার্ষিক সভায় ফের একই চিত্র ৷ পরিস্থিতি এদিন এতটাই বেগতিক হয়ে পড়ে যে, চেয়ার নিয়ে একে অপরের দিকে তেড়ে যান সৃঞ্জয় এবং দেবাশিস গোষ্ঠীর সদস্যরা ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যায় ৷ ঘটনায় এক মহিলা সদস্য আহত হয়েছেন বলেও খবর ৷ সবমিলিয়ে শনিবারের বিকেলে ধুন্ধুমার পরিস্থিতি শতাব্দীপ্রাচীন ক্লাবে ৷

অশান্তি নিয়ে দু'পক্ষের বক্তব্য (ETV Bharat)

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন সচিব দেবাশিস দত্ত ৷ সভা শেষে ঝামেলা-অশান্তির কথা না-এড়ালেও সৃঞ্জয় বোস জানান 15 ফেব্রুয়ারির মধ্যে ক্লাবে নির্বাচন সংক্রান্ত একটি বৈঠক হবে ৷ সেখানেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত হবে ৷ এদিন মোটের উপর বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে বলে জানান সৃঞ্জয় বোস ৷

অন্যদিকে বিরোধী গোষ্ঠীর দ্রুত নির্বাচনের দাবি প্রসঙ্গে বর্তমান সচিব দেবাশিস দত্ত জানান, আইনজ্ঞের পরামর্শ নিয়ে আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন করাব ৷ ফেব্রুয়ারি মাসে কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি ৷ ধুন্ধুমার পরিস্থিতি, মারপিট নিয়ে যদিও মুখ খুলতে চাননি তিনি ৷ নেহাতই উত্তেজনা বলে গোটা বিষয়টি এড়িয়ে যান তিনি ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.