কলকাতা, 18 জানুয়ারি: দ্রুত নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত চালু হতে পারে রাত্রিকালীন ট্রেন ৷ নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত রাত্রিকালীন ট্রেন চালু করার আবেদন জানিয়ে গতবছর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছিলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। সেই চিঠির উত্তরে শনিবার রেল মন্ত্রক জানিয়েছে, সংশ্লিষ্ট দফতরে প্রস্তাবটি পাঠানোর পর বিষয়টি বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত ইতিমধ্যেই বেশকিছু ট্রেন ছাড়ে ৷ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেন এনজেপি থেকে শিয়ালদার দিকে রওনা দেয় ৷ সন্ধ্যার পর যে ট্রেনগুলি নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদার দিকে রওনা দেয়, সেগুলি হল উত্তরবঙ্গ এক্সপ্রেস (17:50), দার্জিলিং মেল (19:45), কাঞ্চনকন্যা এক্সপ্রেস (19:50) এবং পদাতিক এক্সপ্রেস (20:30) ৷ এরপর নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা আসার কোনও ট্রেন নেই ৷
তাই নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত রাত্রিকালীন ট্রেন চালু করার আবেদন জানিয়ে গত বছরের 26 ডিসেম্বর রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য চিঠি লিখেছিলেন ৷ শনিবার সেই চিঠির উত্তরে রেল মন্ত্রক জানিয়েছে, এই সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট দফতরকে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। শমীক ভট্টাচার্য তাঁর চিঠিতে লিখেছিলেন, নিউ জলপাইগুড়ি একটি বড় স্টেশন ৷ তবে সেই স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশে শেষ ট্রেনটি ছাড়ে রাত 8.30 মিনিটে।
তারপর যদি কোনও জরুরি ভিত্তিতে কাউকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার বা আলিপুরদুয়ার থেকে কলকাতা আসতে হয় তবে তার কোনও উপায় নেই। তাই যাত্রীদের এবং উত্তরবঙ্গের মানুষের সুবিধার কথা মাথায় রেখে একটি রাত্রিকালীন ট্রেন পরিষেবা চালু করা হোক ৷ বিশেষ করে রাত 10টা নাগাদ একটি ট্রেন দেওয়া হোক বলেই আবেদন জানান শমীক ভট্টাচার্য। চিঠির উত্তরে রেল মন্ত্রক থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট ডিরেক্টরেটকে।
উল্লেখ্য, শিয়ালদা থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা দিনকয়েক আগেই জানাই রেল । এর আগে হাওড়া থেকেই 9টি বন্দে ভারত এক্সপ্রেস রওনা দেয় গন্তব্যের উদ্দেশে ৷ তবে, বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয় হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে ৷