কলকাতা, 29 অগস্ট: নবান্ন অভিযানে চোখে আঘাত পেয়েছিলেন ডিসি ইস্ট ডিভিশনের সাইবার ইনচার্জ দেবাশিস চক্রবর্তী ৷ চিকিৎসকরা বলছেন, কলকাতা পুলিশের কর্মী দেবাশিসের চোখ নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার শংকর নেত্রালয়ে গিয়ে তাঁকে দেখে এলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা ৷
নবান্ন অভিযানের দিন চোখে পাথরের আঘাত পেয়েছিলেন এই পুলিশ সার্জেন্ট ৷ প্রশ্ন উঠেছিল, কর্তব্যরত ওই পুলিশ কর্মীর চিকিৎসার দায়িত্ব কে নেবে ? রাজ্য সরকার এই সার্জন্টের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিচ্ছে ৷ হাসপাতাল সূত্রে খবর, ওই পুলিশকর্মীর চোখে যেভাবে আঘাত লেগেছিল তাতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল সেটি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে ৷ তবে সঠিক চিকিৎসায় চোখ ভালো হওয়ার সম্ভাবনাও খানিক রয়েছে ৷ সে কারণেই তাকে হায়দরাবাদে একটি নামকরা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে । রাজ্য সরকার তার চোখের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে।