পশ্চিমবঙ্গ

west bengal

আহত সার্জেন্টকে দেখতে হাসপাতালে মুখ্যসচিব, চিকিৎসার খরচ নেবে রাজ্য - Cop Injured During Nabanna Abhijan

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 5:19 PM IST

Updated : Aug 29, 2024, 6:08 PM IST

Kolkata Police Personnel Injured During Nabanna Abhijan: নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের হামলায় চোখে আঘাত পেয়েছেন কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী ৷ তাঁকে দেখে এলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা ৷

Nabanna Abhijan
আহত সার্জেন্টকে দেখতে হাসপাতালে মুখ্যসচিব (ইটিভি ভারত)

কলকাতা, 29 অগস্ট: নবান্ন অভিযানে চোখে আঘাত পেয়েছিলেন ডিসি ইস্ট ডিভিশনের সাইবার ইনচার্জ দেবাশিস চক্রবর্তী ৷ চিকিৎসকরা বলছেন, কলকাতা পুলিশের কর্মী দেবাশিসের চোখ নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার শংকর নেত্রালয়ে গিয়ে তাঁকে দেখে এলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা ৷

নবান্ন অভিযানের দিন চোখে পাথরের আঘাত পেয়েছিলেন এই পুলিশ সার্জেন্ট ৷ প্রশ্ন উঠেছিল, কর্তব্যরত ওই পুলিশ কর্মীর চিকিৎসার দায়িত্ব কে নেবে ? রাজ্য সরকার এই সার্জন্টের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিচ্ছে ৷ হাসপাতাল সূত্রে খবর, ওই পুলিশকর্মীর চোখে যেভাবে আঘাত লেগেছিল তাতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল সেটি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে ৷ তবে সঠিক চিকিৎসায় চোখ ভালো হওয়ার সম্ভাবনাও খানিক রয়েছে ৷ সে কারণেই তাকে হায়দরাবাদে একটি নামকরা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে । রাজ্য সরকার তার চোখের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে।

মঙ্গলবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নবান্ন অভিযানের দিন আহত হওয়া বিভিন্ন পুলিশকর্মীদের দেখতে যাওয়ার জন্য রাজ্যের বিভিন্ন মন্ত্রী ও আমলাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেন মমতা । সেইমতো সকালেই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে আহত পুলিশকর্মী দেবাশিসকে দেখে আসেন মন্ত্রী শোভনদের চট্টোপাধ্যায় । অন্যদিকে মুখ্যসচিব যান শংকর নেত্রালয়ে ৷

সূত্রের খবর, দেবাশিসকে মুখ্যসচিব তাঁর কাজের জন্য উদ্বুদ্ধ করেছেন । গোপালিকা বলেছেন, তিনি অত্যন্ত ভাল কাজ করেছেন । মুখ্যমন্ত্রীও তাঁর কাজের প্রশংসা করেছেন । তিনি নির্দেশ দিয়েছেন, তাঁর চিকিৎসার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। এক্ষেত্রে রাজ্যের তরফ থেকে দেবাশিসের পরিবারকেও আশ্বস্ত করা হয়েছে । বলা হয়েছে, চোখের চিকিৎসার প্রয়োজনে যদি তাঁকে বিদেশেও নিয়ে যেতে হয় তবে তারও দায়িত্ব নেবে রাজ্যই ৷

Last Updated : Aug 29, 2024, 6:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details