আসানসোল-কুলপি ও চুঁচুড়া, 16 অগস্ট: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ ঘিরে বিরাট উত্তেজনা ছড়ালো আসানসোলে । শুক্রবার দুপুরে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয় । এই পথ অবরোধ বলপূর্বক ভাবে আসানসোল দক্ষিণ থানার পুলিশ সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় । বিজেপির নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে আসানসোল দক্ষিণ থানার ওসি কৌশিক কুন্ডুর ব্যাচ পর্যন্ত ছিঁড়ে যায় ।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির অবরোধে রণক্ষেত্র আসানসোল (ইটিভি ভারত) শুক্রবার দুপুরে দু'ঘণ্টার জন্য পথ অবরোধের ডাক দিয়েছিল ৷ রাজ্যজুড়ে তারা এই কর্মসূচি পালন করে ৷ আসানসোলে এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছিলেন বিজেপির আসানসোল সংগঠনের সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, বিজেপি রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা । দুপুর দুটো থেকে বিজেপির নেতাকর্মীরা জিটি রোডে বিএনআর ব্রিজের উপর বসে অবরোধ শুরু করে । প্রায় 1 ঘণ্টা ধরে অবরোধ চলার পর আসানসোল দক্ষিণ থানার ওসি কৌশিক কুন্ডুর নেতৃত্বে পুলিশ বাহিনী অবরোধকারীদের বলপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করে । আর এই সময় বিজেপি নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় ।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির অবরোধে রণক্ষেত্র আসানসোল (নিজস্ব চিত্র) পুলিশ ঘটনাস্থল থেকে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে প্রথমে সরিয়ে দেয় । কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও বিজেপি সমর্থকরা পুনরায় গিয়ে রবীন্দ্র ভবনের সামনে অবরোধ করতে শুরু করেন । অন্যদিকে বাপ্পা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিএনআর ব্রিজে শুয়ে পড়েন কর্মী সমর্থকরা । দু’টি জায়গায় একই সঙ্গে অবরোধ চলতে থাকায় পুলিশ ও হিমশিম খেয়ে যায় । এরপর বিএনআর ব্রিজে বাপ্পা চট্টোপাধ্যায়কে সরাতে গেলে ওসি কৌশিক কুন্ডুর সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বাঁধে । ব্যাচ ছিঁড়ে যায় পুলিশ আধিকারিকের । যদিও পুলিশ জিটি রোড বিজেপি কর্মী সমর্থকদের সরিয়ে দিতে সক্ষম হয় । কিন্তু রবীন্দ্রভবনের সামনে চলতেই থাকে অবরোধ । টানা দু'ঘণ্টা অবরোধের পরেই শেষ হয় বিজেপির কর্মসূচি ।
বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম । পুলিশ এসে বলপূর্বক ভাবে আমাদের সরিয়ে দিয়েছে৷ মহিলা পুলিশ কর্মীকে দিয়ে আমাকে হেনস্থা করা হয়েছে । যেখানে পুলিশ আরজি কর কাণ্ড নিয়ে নির্বাক, যেদিন আরজি করে ভাঙচুর হচ্ছিল সেদিন পুলিশ টেবিলের তলায় লুকিয়ে ছিল, আর আজকে অতিসক্রিয় হয়ে পুলিশ বিজেপির আন্দোলনের উপরে বলপূর্বক চাপ সৃষ্টি করছে । যতদিন পর্যন্ত ওই নির্যাতিতার পরিবার বিচার না পাচ্ছে, ততদিন পর্যন্ত বিজেপির এই আন্দোলন আরও জোরদার হবে ।"
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির অবরোধে রণক্ষেত্র আসানসোল (নিজস্ব চিত্র) অন্যদিকে শুক্রবার বিকেলে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকে ডায়মন্ড হারবারে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা । বিজেপি কর্মী সমর্থকদের দাবি, মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ তাই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই । এ দিনের এই রাস্তা অবরোধ ও বিক্ষোভের নেতৃত্ব দেন মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি নবেন্দুসুন্দর নস্কর । দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । তার মধ্যে ছিল কাকদ্বীপ, মন্দিরবাজার, জয়নগর, ডায়মন্ড হারবার, কুলপি, বারুইপুর-সহ একাধিক জায়গা ৷
দক্ষিণ 24 পরগনায় বিজেপির অবরোধ (নিজস্ব চিত্র) এছাড়াও এদিন চিকিৎসকদের আন্দোলনের সমর্থন জানিয়ে রাস্তায় প্রতিবাদে নামে চুঁচুড়ায় তিনটি বার অ্যাসোসিয়েশন । শুক্রবার চিকিৎসকদের পাশাপাশি প্রতিবাদে সামিল হন হুগলি জেলা বার অ্যাসোসিয়েশন, হুগলি বার অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল ল'ক্লার্ক অ্যাসোসিয়েশন, সিভিল ইউনিট ও আদালত কর্মচারী সমিতি । হুগলি জেলার চুঁচুড়া আদালতের আইনজীবী ও আদালত কর্মচারীরা আদালত চত্বর থেকে মিছিল শুরু করেন । এরপর চুঁচুড়া ঘড়ির মোড়ে নিহত চিকিৎসকের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করে নারকীয় এই ঘটনার দ্রুত বিচার দাবি করেন ।
আরজি কর ইস্যুতে হুগলিতে চারটি বার অ্যাসোসিয়েশনের প্রতিবাদ (ইটিভি ভারত) এই বিষয়ে মহিলা আইনজীবী সৌমি আগরওয়াল বলেন,"এমনি নৃশংস একটা ঘটনা আমাদের কাঁপিয়ে দিয়েছে । আমাদের মহিলাদের অন্তর আত্মার উপর আঘাত এসেছে । তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি । আমি ও আমাদের আইনজীবী বন্ধুরা সকলেই চায় দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক ।"