পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিঘায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার পর্যটক, গ্রেফতার 2 - পর্যটককে ধর্ষণ

Tourist raped in Digha: দিঘায় বেড়াতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হলেন এক পর্যটক ৷ এই অভিযোগ পেয়ে পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 6:43 PM IST

Updated : Feb 5, 2024, 7:07 PM IST

দিঘা, 5 ফেব্রুয়ারি: দিঘায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক পর্যটক ৷ অভিযুক্তরা তাঁর সঙ্গীকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে লুটপাটও চালিয়েছে বলে অভিযোগ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি 3 ফেব্রুয়ারি রাত এগারোটা নাগাদ ঘটেছে । পুলিশ এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে ৷ আর এক অভিযুক্ত এখনও ফেরার ৷ তাঁর খোঁজে তল্লাশি চলছে ৷ ধৃতদের আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক টিআই প্যারেডের নির্দেশ দেন । গোপন জবানবন্দি নেওয়া হয়েছে নিগৃহীতার ৷

পুরুষসঙ্গীর সঙ্গে দিঘায় বেড়াতে গিয়েছিলেন 25 বছরের ওই যুবতী ৷ অভিযোগ, দিঘা পৌঁছনোর পর তাঁদেরকে সাহায্য করার অছিলায় এগিয়ে আসে একদল যুবক । তারা খুব সস্তায় হোটেল ঠিক করে দেবে বলে জানায় ৷ এরপরে হোটেল বুক করে দেওয়ার নাম করে ওই যুবতী ও তাঁর সঙ্গীকে মোটর বাইকে উঠে পড়তে বলে অভিযুক্তরা ৷ তারা বলে যে, হোটেল বেশ কিছুটা দূরে ৷ তাই বাধ্য হয়ে একটি বাইকে উঠে পড়েন যুবতী এবং আর একটি বাইকে উঠে পড়েন তাঁর সঙ্গী ৷

এরপর তাঁদের একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বাইক থামিয়ে জোর করে তাঁদের থেকে টাকা-পয়সা, সোনা দানা ও মোবাইল ফোন অভিযুক্তরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ ৷ এখানেই শেষ নয় ৷ এরপর যুবতীর মুখ চেপে রেখে তাঁকে আরও নির্জন একটি জায়গায় টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয় ৷ আর তাঁর সঙ্গীকে গাছে বেঁধে চলে বেধড়ক মারধর ৷ তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয় অভিযুক্তরা ৷ এরপর ওই যুবতীকে জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাঁকে এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ । এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দিঘায় ।

ধর্ষিতা পর্যটকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় । তিনি ঘটনার পরের দিন দিঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে দিঘা থানার পুলিশ গতকাল রাতভর অভিযান চালিয়ে দু'জনকে দিঘা লাগোয়া রতনপুর গ্রাম থেকে গ্রেফতার করে । যদিও এখনও একজন পলাতক বলে জানা গিয়েছে । তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে দিঘা থানা । ধৃতদের আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক টিআই প্যারাডের নির্দেশ দেন । নিগৃহীতার মেডিক্যাল রিপোর্ট আদালতে পেশ করা হয়েছে ৷ কাঁথি মহকুমা আদালতে গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে তাঁর ।

আরও পড়ুন:

  1. লজেন্স দেওয়ার অছিলায় 2 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নাবালক
  2. কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার নামে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
  3. পদের লোভ দেখিয়ে লাগাতার ধর্ষণে আত্মঘাতী মহিলা কর্মী ! বেপাত্তা বাঁকুড়ার বিজেপি নেতা
Last Updated : Feb 5, 2024, 7:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details