পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মানিকতলায় উপনির্বাচনী প্রচারে প্রথম রবিবারই ঝড় তুলল তৃণমূল - Assembly Bye Election 2024 - ASSEMBLY BYE ELECTION 2024

Assembly Bye Election Campaign: সপ্তাহের প্রথম রবিবার থেকেই পুরোদমে প্রচারের ময়দানে নামল তৃণমূল কংগ্রেস ৷ প্রার্থী সুপ্তি পাণ্ডের হয়ে মানিকতলার অলিগলিতে প্রচার চালালেন কোর কমিটির সদস্য তথা আহ্বায়ক কুণাল ঘোষ ৷

Assembly Bye Election
মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রচার (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 6:04 PM IST

কলকাতা, 16 জুন:নাম ঘোষণার পরেই মানিকতলার প্রার্থী সুপ্তি পাণ্ডের হয়ে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস ৷ রবিবার সকাল থেকেই মানিকতলা বিধানসভার অন্তর্গত আটটি ওয়ার্ডে সাধন পাণ্ডের স্ত্রীর হয়ে পুরোদমে প্রচার চালান শাসকদলের নেতাকর্মীরা ৷ এদিন প্রচার কর্মসূচির নেতৃত্বে ছিলেন মানিকতলা উপনির্বাচনের জন্য মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কোর কমিটির সদস্য তথা আহ্বায়ক কুণাল ঘোষ ৷ এদিন মূলত সব ওয়ার্ডেই তৃণমূলের তরফ থেকে প্রচার করা হয় ৷ তবে 36 নম্বর ওয়ার্ডে নিজে গিয়ে ভোটের প্রচার সারেন কুণাল ।

প্রচারে নেমে এদিন এই তৃণমূল নেতা দাবি করেন, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে ৷ আর সে কারণেই লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করার পরও এখানে ডাহা ফেল করেছে বিজেপি ৷ একইভাবে উপনির্বাচনেও বিজেপি কোনওভাবেই জিততে পারবে না ।

কুণাল ঘোষ বলেন, "লোকসভা নির্বাচনেও মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রচার করতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস । অতএব এখানে জয় শুধু সময়ের অপেক্ষা । তবে আমরা কোনও কিছুকেই হালকাভাবে নিচ্ছি না । তাই জয়ের ব্যবধান আরও বাড়াতে আজ থেকেই ময়দানে নেমেছি আমরা । সরাসরি মানুষের কাছে যাব ৷ তাদেরকে বলার চেষ্টা করব যে, সাধনদার মৃত্যুর পরে এতদিন মানিকতলাকে বিধায়কহীন থাকতে হয়েছে । এর জবাব ভোটেই দিতে হবে মানিকতলার মানুষকে ।"

প্রসঙ্গত, রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে 10 জুলাই ৷ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই মানিকতলা কেন্দ্রে প্রার্থীর নাম নিয়ে জল্পনা শুরু হয়েছিল ৷ শোনা যাচ্ছিল, মানিকতলার প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া এই কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়তে পারেন ৷ কিন্তু এই হাজার জল্পনার মাঝেও মানিকতলা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন তাঁর এক সময়কার সহপাঠী সুপ্তি পাণ্ডের উপর । তাঁকেই শেষ পর্যন্ত মানিকতলা কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস ৷

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে সকলকে একসঙ্গে লড়াই করে এই আসনে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন । তিনি এই উপনির্বাচনের জন্য একটি কোর কমিটি গড়ে দিয়েছেন । কুণাল ঘোষকে সেই কোর কমিটির আহ্বায়ক করেছেন । একই সঙ্গে অনিন্দ্য রাউতকে তৃণমূল প্রার্থীর প্রধান ইলেকশন এজেন্ট নির্বাচিত করেছেন তিনি । মুখ্যমন্ত্রীর নির্দেশমতো আজ থেকে ময়দানে নেমেছে তৃণমূল । লক্ষ্য 2024 লোকসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে জয়ের মার্জিন 3 হাজারের কিছু বেশি থাকলেও সেটাকে আরও অনেকটা বাড়িয়ে নেওয়া ।

তাঁকে কোর কমিটির আহ্বায়ক করার বিষয়ে কুণাল ঘোষ বলেন, "দলে সবাই আহ্বায়ক ৷ এটা তৃণমূল পরিবার ৷ এই পরিবারে প্রার্থী থেকে শুরু করে সব ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, সংগঠনের কর্মকর্তারা রয়েছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details