কলকাতা, 16 জুন:নাম ঘোষণার পরেই মানিকতলার প্রার্থী সুপ্তি পাণ্ডের হয়ে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস ৷ রবিবার সকাল থেকেই মানিকতলা বিধানসভার অন্তর্গত আটটি ওয়ার্ডে সাধন পাণ্ডের স্ত্রীর হয়ে পুরোদমে প্রচার চালান শাসকদলের নেতাকর্মীরা ৷ এদিন প্রচার কর্মসূচির নেতৃত্বে ছিলেন মানিকতলা উপনির্বাচনের জন্য মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কোর কমিটির সদস্য তথা আহ্বায়ক কুণাল ঘোষ ৷ এদিন মূলত সব ওয়ার্ডেই তৃণমূলের তরফ থেকে প্রচার করা হয় ৷ তবে 36 নম্বর ওয়ার্ডে নিজে গিয়ে ভোটের প্রচার সারেন কুণাল ।
প্রচারে নেমে এদিন এই তৃণমূল নেতা দাবি করেন, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে ৷ আর সে কারণেই লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করার পরও এখানে ডাহা ফেল করেছে বিজেপি ৷ একইভাবে উপনির্বাচনেও বিজেপি কোনওভাবেই জিততে পারবে না ।
কুণাল ঘোষ বলেন, "লোকসভা নির্বাচনেও মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রচার করতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস । অতএব এখানে জয় শুধু সময়ের অপেক্ষা । তবে আমরা কোনও কিছুকেই হালকাভাবে নিচ্ছি না । তাই জয়ের ব্যবধান আরও বাড়াতে আজ থেকেই ময়দানে নেমেছি আমরা । সরাসরি মানুষের কাছে যাব ৷ তাদেরকে বলার চেষ্টা করব যে, সাধনদার মৃত্যুর পরে এতদিন মানিকতলাকে বিধায়কহীন থাকতে হয়েছে । এর জবাব ভোটেই দিতে হবে মানিকতলার মানুষকে ।"