কলকাতা, 19 ফেব্রুয়ারি: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে পালটা সরব হল তৃণমূল কংগ্রেস ৷ সন্দেশখালি পরিদর্শনের পর যখন রেখা শর্মা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের কথা বললেন, তখন পালটা মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি কেন রেখা শর্মা তোলেননি, সেই প্রশ্ন নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস ৷
সোমবার এ দিন সন্ধ্যায় এই নিয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল ৷ সেখানে তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘এই যে একের পর এক কমিশন রাজ্যে আসছে ৷ তার পর রাষ্ট্রপতির কাছে গিয়ে ছবি তুলছেন ৷ রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছেন ৷ এর এক্তিয়ার তাদের নেই ৷’’
এছাড়া এই নিয়ে সোশাল মিডিয়া সাইট এক্স-এ একটি পোস্ট করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী শশী পাঁজা ৷ ওই পোস্টে তিনি লিখেছেন, ‘‘আজ (সোমবার), রেখা শর্মা রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত বলে দাবি করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত বলে দাবি করেছেন ৷ কিন্তু মণিপুরে হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করা থেকে তাঁকে কে আটকেছিল ? কী এমন সমস্যা ছিল যে তিনি এই নিয়ে জবাবদিহি চাইতে বিরত হলেন ?’’
এ দিন সকালেও জাতীয় মহিলা কমিশনের সফর নিয়ে কটাক্ষ করেছিলেন শশী পাঁজা ৷ তখন তিনি প্রশ্ন তুলেছিলেন, চোপড়ায় কেন যাচ্ছেন না রেখা শর্মা ? মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বাকে ধর্ষণের ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? কেন মণিপুরে যায়নি জাতীয় মহিলা কমিশন ? সাক্ষী মালিকদের বিরুদ্ধে অত্য়াচার নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে ?