কলকাতা, 25 জানুয়ারি: সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি। কুয়াশাচ্ছন্ন সকালে রোদের তাপ সরাসরি না-লাগলেও কনকনে শীত নেই। বরং, বেলা শেষের ঠান্ডায় শীত বিদায়ের ইঙ্গিত। যদিও আলিপুর বলছে, আজ থেকে পশ্চিমী ঝঞ্ঝা সরবে। আগামিকাল (রবিবার) থেকে ঠান্ডা ফিরবে বঙ্গে। কারণ, উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস ফের অবাধে ঢুকতে শুরু করবে।
হাওয়া অফিস পূর্বাভাসে জানাচ্ছে, উত্তরবঙ্গের ওপরের তিনটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ায় আবহাওয়ার এই পরিবর্তন হচ্ছে ৷
আগামী 24 ঘণ্টায় তাপমাত্রার বিরাট পরিবর্তন নেই। তবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বঙ্গজুড়ে ৷ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আসার সম্ভাবনা। তবে জমিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশার দাপট চলছে, যার প্রভাব পড়ছে যানবাহন চলাচলে। আজ শনিবার সকালেও ঘন কুয়াশার দাপট চলবে ৷
কুয়াশার সর্তকর্তা:
- দক্ষিণবঙ্গের 4 এবং উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে আলিপুর ৷ দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে আসতে পারে দু-এক জায়গায়।
- দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘন কুয়াশার সতর্কতা। বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা কলকাতা, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গে আজ সকালে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা । বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
শুক্রবার, কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল, 18.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 4.1 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 57 শতাংশ। আজ, ভোরে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলায় পরিষ্কার আকাশের দেখা মিলবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ডিগ্রি এবং 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।