ETV Bharat / bharat

বৈচিত্র্যের মধ্যে ঐক্য ! বাজনা হাতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাঘ-ময়ূর-হরিণ - 76TH REPUBLIC DAY ON DOODLE

ভারতের 76তম প্রজাতন্ত্র দিবসে অনন্য উদযাপন গুগলের ৷ সেজেগুজে ডুডলে প্যারেড বন্যপশুদের ৷ তৈরি করেছেন পুনের এক শিল্পী ৷ এর অর্থও ব্যাখ্যা করল গুগল ৷

Google Doodle Celebrating 76th Republic Day of India
76তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে গুগল (সৌজন্যে : গুগল ডুডল)
author img

By PTI

Published : Jan 26, 2025, 12:26 PM IST

Updated : Jan 26, 2025, 12:36 PM IST

নয়াদিল্লি, 26 জানুয়ারি: লাদাখি পোশাকে প্যারেডে হাজির তুষার চিতা ৷ ধুতি-কুর্তা পরে এসরাজ জাতীয় বাদ্যযন্ত্র হাতে নিয়েছে বাঘ ৷ সঙ্গে থাকা অন্যান্য পশু ও পাখিরাও সেজেছে ভিন্ন ভিন্ন পোশাকে ৷ তাদের সকলের হাতেই রকমারি বাদ্যযন্ত্র ৷ যা দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বের সূচক ৷ বৈচিত্র্য ও বৈশিষ্ট্যে ভরা ভারতবর্ষের 76তম প্রজাতন্ত্র দিবসের উদযাপনকে এভাবেই বিশেষ করে তুলল গুগল ৷ মানুষ নয়, এবার ডুডলে পশুপাখিদের মধ্যে দিয়েই দেশের বৈচিত্র্য তুলে ধরেছে গুগল ৷

রঙিন আর্টওয়ার্কের মাধ্যমে 'GOOGLE'-এর ছয়টি অক্ষরকে চিত্রিত করে থিমটি বোনা হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে প্যারেডে যাচ্ছে বন্যপ্রাণীদের দল ৷ প্রজাতন্ত্র দিবস হিসেবে 75 বছর পূর্ণ হওয়ায় রবিবার দিল্লির কর্তব্যপথে ভারত নিজের সামরিক শক্তি ও প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করবে ৷ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 16টি এবং কেন্দ্রীয় মন্ত্রক-সহ অন্যান্য বিভাগ ও সংস্থার 15টি ট্যাবলো প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেবে ৷ মধ্যপ্রদেশের ট্যাবলো চিতা প্রকল্প ও কুনো জাতীয় উদ্যানের কথা তুলে ধরবে ৷

Google Doodle Celebrating 76th Republic Day of India
প্যারেডের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলকে প্রতিনিধিত্ব করছে বন্য পশুর দল (সৌজন্যে : গুগল ডুডল)

গুগলের ওয়েবসাইটে ডুডলের একটি বর্ণনায় বলা হয়েছে,"এই ডুডলটি ভারতের 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে ৷ যা জাতীয় গর্ব ও ঐক্যদ্বারা চিহ্নিত ৷" এই শিল্পকর্মটি পুনের অতিথি শিল্পী রোহন দাহোত্রে তৈরি করেছেন ৷ ডুডলের প্যারেডে আঁকা প্রাণীগুলি ভারতের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব করছে ৷

ডুডলটি ভালো করে দেখলে বোঝা যাবে একটি তুষার চিতা লাদাখ অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক পরে রয়েছে ৷ হাতে বড় ফিতে ধরে এগিয়ে চলেছে সবার সম্মুখে ৷ তার পাশেই ধুতি-কুর্তা পরে বাদ্যযন্ত্র হাতে রয়েছে দেশের জাতীয় পশু ৷ তার ঠিক পিছনেই উড়ে চলেছে জাতীয় পাখি ময়ূর ৷ তার পাশে ঐতিহ্যবাহী পোশাকে রয়েছে কৃষ্ণসার হরিণ ৷ হাতে তার রাজদণ্ডস্বরূপ লাঠি ৷

Google Doodle Celebrating 76th Republic Day of India
অসাধারণ এই ডুডলটি তৈরি করেছেন পুনের রোহন দাহোত্রে (সৌজন্যে : গুগল ডুডল)

ডুডলের বর্ণনায় শিল্পী দাহোত্রে উদ্ধৃত করে লেখেন, "প্রজাতন্ত্র দিবস ভারতের জন্য অত্যন্ত তাৎপর্য বহন করে ৷ এটি সারা দেশের মানুষকে একত্রিত করে এবং প্রত্যেক ভারতীয়ের মধ্যে দেশপ্রেমের বোধ জাগিয়ে তোলে । অবিশ্বাস্য বৈচিত্র্যের সঙ্গে অগণিত ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং আরও অনেক কিছুকে অন্তর্ভূক্ত করে ৷ ভারত নিজেই একটি প্রাণবন্ত বিশ্বের মতো অনুভব করে ৷"

নয়াদিল্লি, 26 জানুয়ারি: লাদাখি পোশাকে প্যারেডে হাজির তুষার চিতা ৷ ধুতি-কুর্তা পরে এসরাজ জাতীয় বাদ্যযন্ত্র হাতে নিয়েছে বাঘ ৷ সঙ্গে থাকা অন্যান্য পশু ও পাখিরাও সেজেছে ভিন্ন ভিন্ন পোশাকে ৷ তাদের সকলের হাতেই রকমারি বাদ্যযন্ত্র ৷ যা দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বের সূচক ৷ বৈচিত্র্য ও বৈশিষ্ট্যে ভরা ভারতবর্ষের 76তম প্রজাতন্ত্র দিবসের উদযাপনকে এভাবেই বিশেষ করে তুলল গুগল ৷ মানুষ নয়, এবার ডুডলে পশুপাখিদের মধ্যে দিয়েই দেশের বৈচিত্র্য তুলে ধরেছে গুগল ৷

রঙিন আর্টওয়ার্কের মাধ্যমে 'GOOGLE'-এর ছয়টি অক্ষরকে চিত্রিত করে থিমটি বোনা হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে প্যারেডে যাচ্ছে বন্যপ্রাণীদের দল ৷ প্রজাতন্ত্র দিবস হিসেবে 75 বছর পূর্ণ হওয়ায় রবিবার দিল্লির কর্তব্যপথে ভারত নিজের সামরিক শক্তি ও প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করবে ৷ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 16টি এবং কেন্দ্রীয় মন্ত্রক-সহ অন্যান্য বিভাগ ও সংস্থার 15টি ট্যাবলো প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেবে ৷ মধ্যপ্রদেশের ট্যাবলো চিতা প্রকল্প ও কুনো জাতীয় উদ্যানের কথা তুলে ধরবে ৷

Google Doodle Celebrating 76th Republic Day of India
প্যারেডের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলকে প্রতিনিধিত্ব করছে বন্য পশুর দল (সৌজন্যে : গুগল ডুডল)

গুগলের ওয়েবসাইটে ডুডলের একটি বর্ণনায় বলা হয়েছে,"এই ডুডলটি ভারতের 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে ৷ যা জাতীয় গর্ব ও ঐক্যদ্বারা চিহ্নিত ৷" এই শিল্পকর্মটি পুনের অতিথি শিল্পী রোহন দাহোত্রে তৈরি করেছেন ৷ ডুডলের প্যারেডে আঁকা প্রাণীগুলি ভারতের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব করছে ৷

ডুডলটি ভালো করে দেখলে বোঝা যাবে একটি তুষার চিতা লাদাখ অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক পরে রয়েছে ৷ হাতে বড় ফিতে ধরে এগিয়ে চলেছে সবার সম্মুখে ৷ তার পাশেই ধুতি-কুর্তা পরে বাদ্যযন্ত্র হাতে রয়েছে দেশের জাতীয় পশু ৷ তার ঠিক পিছনেই উড়ে চলেছে জাতীয় পাখি ময়ূর ৷ তার পাশে ঐতিহ্যবাহী পোশাকে রয়েছে কৃষ্ণসার হরিণ ৷ হাতে তার রাজদণ্ডস্বরূপ লাঠি ৷

Google Doodle Celebrating 76th Republic Day of India
অসাধারণ এই ডুডলটি তৈরি করেছেন পুনের রোহন দাহোত্রে (সৌজন্যে : গুগল ডুডল)

ডুডলের বর্ণনায় শিল্পী দাহোত্রে উদ্ধৃত করে লেখেন, "প্রজাতন্ত্র দিবস ভারতের জন্য অত্যন্ত তাৎপর্য বহন করে ৷ এটি সারা দেশের মানুষকে একত্রিত করে এবং প্রত্যেক ভারতীয়ের মধ্যে দেশপ্রেমের বোধ জাগিয়ে তোলে । অবিশ্বাস্য বৈচিত্র্যের সঙ্গে অগণিত ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং আরও অনেক কিছুকে অন্তর্ভূক্ত করে ৷ ভারত নিজেই একটি প্রাণবন্ত বিশ্বের মতো অনুভব করে ৷"

Last Updated : Jan 26, 2025, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.