হায়দরাবাদ, 27 জানুয়ারি: 76তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে 'ভারত মাতা মহাআরতি' অনুষ্ঠান চলাকালীন দুর্ঘটনা ৷ হায়দরাবাদের হুসেন সাগরে দুটি নৌকায় আগুন লেগে একজন আহত হয়েছেন৷ অনুষ্ঠানে আতশবাজি বিস্ফোরণে ফলে পর্যটন বিভাগের দু'টি নৌকায় আগুন ধরে যায় ।
এক আধিকারিক জানান, দুর্ঘটনার সময় নৌকো দু'টিতে বেশ কয়েকজন ছিলেন ৷ একজন গুরুতর আহত হন ৷ গায়ে আগুন ধরে যাওয়ায় তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভার্তি করা হয় ৷ বাকি দু'জন অল্প আহত হয়েছেন ৷ রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF) এবং দমকল বাহিনীর কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করে ৷ তবে কীভাবে আগুন লাগল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷
তিনি আরও জানান, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা অনুষ্ঠানস্থল ছাড়ার কিছুক্ষণ পরেই নৌকো দু'টিতে আগুন লাগার ঘটনা ঘটে । সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ভারত মাতা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বিজেপি সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি, ইটালা রাজেন্দ্র, এম রঘুনন্দন রাও, আরআরআর (RRR) খ্যাত সঙ্গীত পরিচালক এমএম কিরাভানি এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের শেষ দিকে রাত 9টা নাগাদ হুসেন সাগরে আতশবাজি পোড়ানোর ব্যবস্থা করা হয় ৷ এর জন্য পাঁচ জন ব্যক্তি একটি নৌকোয় উঠেছিলেন । সেই নৌকোটি অন্য একটি নৌকোর সঙ্গে বেঁধে হুসেন সাগরে কিছুটা দূরে গিয়ে তাঁরা বাজি ফাটাতে থাকেন ৷ কিন্তু রকেট ফাটানোর সময় তার স্ফুলিঙ্গ নৌকোর উপর এসে পড়লে অন্য আতশবাজিতে আগুন ধরে যায় ৷ প্রাণ বাঁচাতে নৌকোয় থাকা পাঁচ জনই জলে ঝাঁপ দেন ৷
যিনি রকেটটি ছুড়েছিলেন, গণপতি নামে ওই ব্যক্তি গুরুতর আহত হন ৷ তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাঁর শরীরের অনেকাংশই পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ আরও দু'জন অগুনের তাপে অল্প আহত হয়েছেন ৷ তাঁদের গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে বাকি দু'জনের কিছু হয়নি বলে জানা গিয়েছে ৷ প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন ৷