ETV Bharat / international

26/11 হামলার চক্রী তাহাউরকে পাচ্ছে ভারত, প্রত্যর্পণের অনুমতি মার্কিন সুপ্রিম কোর্টের - TAHAWWUR RANA EXTRADITION TO INDIA

মার্কিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, 26/11 হামলার চক্রী তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়া হবে।

26 11 MUMBAI ATTACK
তাহাউরকে প্রত্যর্পণ করা হবে ভারতে, অনুমতি মার্কিন সুপ্রিম কোর্টের (এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2025, 12:16 PM IST

ওয়াশিংটন, 25 জানুয়ারি: ভারতের দাবি, পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহাউর রানাই 2008 সালের মুম্বই হামলার ঘটনায় অন্যতম চক্রী। তাই ভারতের বিচারব্যবস্থায় তাঁর বিচার হওয়া উচিত। ভারতের দাবি মেনেই তাহাউরের প্রত্যর্পণের সায় দিল আমেরিকার সুপ্রিম কোর্ট ৷

দীর্ঘদিন ধরেই 26/11 হামলার মূল চক্রী তাহাউর রানাকে হাতে পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল ভারত। আমেরিকার সুপ্রিম কোর্টই ছিল তাহাউর রানার প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের শেষ ভরসা। এর আগে একাধিক নিম্ন আদালতে আইনি লড়াই হেরে যান তাহাউর। সান ফ্রান্সিসকোতে নর্থ সার্কিট আমেরিকান কোর্ট অফ আপিল-সহ বেশ কয়েকটি ফেডারেল আদালতে আইনি লড়াইয়ে হেরে যান রানা। শেষ পর্যন্ত নভেম্বর মার্কিন শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর। রানা 13 নভেম্বর মার্কিন সুপ্রিম কোর্টে 'সার্টিওরির রিটের জন্য একটি পিটিশন' দাখিল করেন।

গত 16 ডিসেম্বর মার্কিন সলিসিটর জেনারেল এলিজাবেথ বি প্রিলগার মার্কিন সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন, যাতে শীর্ষ আদালত রানার আবেদন খারিজ করে দেয়। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার একদিন পর অর্থাৎ 21 জানুয়ারি মার্কিন শীর্ষ আদালত তাহাউর রানার রিট পিটিশন খারিজ করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। 64 বছর বয়সি রানাকে বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক করে রাখা হয়েছে।

2008 সালে মুম্বইয়ের তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। তাতে 6 জন মার্কিন নাগরিক-সহ মোট 166 জনের মৃত্যু হয়েছিল ৷ তাতেই অভিযুক্ত হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানার নাম উঠে আসে। এই হামলার ঘটনায় দোষী প্রমাণিত হয়েছেন তিনি ৷ তাই তাকে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে।

ওয়াশিংটন, 25 জানুয়ারি: ভারতের দাবি, পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহাউর রানাই 2008 সালের মুম্বই হামলার ঘটনায় অন্যতম চক্রী। তাই ভারতের বিচারব্যবস্থায় তাঁর বিচার হওয়া উচিত। ভারতের দাবি মেনেই তাহাউরের প্রত্যর্পণের সায় দিল আমেরিকার সুপ্রিম কোর্ট ৷

দীর্ঘদিন ধরেই 26/11 হামলার মূল চক্রী তাহাউর রানাকে হাতে পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল ভারত। আমেরিকার সুপ্রিম কোর্টই ছিল তাহাউর রানার প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের শেষ ভরসা। এর আগে একাধিক নিম্ন আদালতে আইনি লড়াই হেরে যান তাহাউর। সান ফ্রান্সিসকোতে নর্থ সার্কিট আমেরিকান কোর্ট অফ আপিল-সহ বেশ কয়েকটি ফেডারেল আদালতে আইনি লড়াইয়ে হেরে যান রানা। শেষ পর্যন্ত নভেম্বর মার্কিন শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর। রানা 13 নভেম্বর মার্কিন সুপ্রিম কোর্টে 'সার্টিওরির রিটের জন্য একটি পিটিশন' দাখিল করেন।

গত 16 ডিসেম্বর মার্কিন সলিসিটর জেনারেল এলিজাবেথ বি প্রিলগার মার্কিন সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন, যাতে শীর্ষ আদালত রানার আবেদন খারিজ করে দেয়। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার একদিন পর অর্থাৎ 21 জানুয়ারি মার্কিন শীর্ষ আদালত তাহাউর রানার রিট পিটিশন খারিজ করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। 64 বছর বয়সি রানাকে বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক করে রাখা হয়েছে।

2008 সালে মুম্বইয়ের তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। তাতে 6 জন মার্কিন নাগরিক-সহ মোট 166 জনের মৃত্যু হয়েছিল ৷ তাতেই অভিযুক্ত হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানার নাম উঠে আসে। এই হামলার ঘটনায় দোষী প্রমাণিত হয়েছেন তিনি ৷ তাই তাকে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.