ETV Bharat / lifestyle

এই তিনটি ছবি দিয়ে ঘর সাজান, ভাগ্য ফিরবে হাতের মুঠোয় জানালেন জ্যোতিষী - WALL PAINTINGS FOR GOOD LUCK

জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ মেনে বাড়িতে ছবি লাগালে শুভ ফল পাওয়া যায় । এরফলে সুখ-সৌভাগ্য বৃদ্ধি পায় । জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

attract good luck
ঘরে রাখতে পারেন এই ছবি (ETV Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 25, 2025, 1:15 PM IST

নতুন বাড়ি কেনার পর তার সাজসজ্জায় বিশেষ যত্ন নিয়ে থাকি আমরা । ছোটছোট জিনিসকেও গুরুত্ব সহকারে বিচার করি । গৃহসজ্জার জন্য কেনাকাটা করতে গিয়ে সবার আগেই হাত যায় সুন্দর ছবির দিকে । কেউ কেউ নিজের পছন্দের প্রাণীর ছবি তো কেউ নিজের পছন্দের জায়গার ছবি নিয়ে আসেন । আবার অনেকেই নিজেদের ছবি লাগিয়ে রাখতে পছন্দ করেন ৷

তাই জ্যোতিষী রাহুল দে বলেন, "ঘরে ছোট ছোট জিনিসের উপরও বাস্তু মেনে চলা প্রয়োজন ৷ দোকান থেকে কিনে আনা বা বা অনলাইন থেকে অর্ডারের ছবি লাগানোর ক্ষেত্রে ভুল করা উচিত নয় ৷ কারণ কিছু ছবি আপনার ঘরে রাখলে সুখ শান্তি বজায় থাকে না ৷ বাস্তুশাস্ত্রে বাড়িতে কোন ধরনের ছবি লাগানো প্রয়োজন সেই ব্যাপারে অনেক কিছুই বলা হয়েছে ৷ যে ছবিগুলি ব্যবহার করলে ফিরে আসতে পারে আপনার সুখ সমৃদ্ধি ৷"

good luck
জ্যোতিষী রাহুল দে (ইটিভি ভারত)

জ্যোতিষীর মতে জেনে নিন, কোন ছবি ঘরে লাগালে সুখ-শান্তি বজায় থাকবে ৷

সাতটি ঘোড়ার ছবি: বাস্তু অনুযায়ী, বাড়ি ও অফিসে সাতটি দৌড়নো ঘোড়ার ছবি লাগালে সৌভাগ্য ফিরে আসে ৷ এছাড়াও ঘরে বা কর্মক্ষেত্রে পজেটিভ এনার্জি বজায় থাকে ৷ এছাড়াও যাঁদের কর্মক্ষেত্রে বাঁধার সৃষ্টি হচ্ছে তাঁরা এই ছবি ঘরের দক্ষিণদিকে লাগাতে পারেন ৷ কর্মে সাফল্য আসবেই ৷

wall-paintings
হাঁসের ছবি (Etv Bharat)

জোড়া হংস জলে খেলা করছে: জ্যোতিষী জানান, হাঁসকে প্রেম, বাৎসল্য ও পবিত্রতার প্রতীক মনে করা হয় । বেডরুমের দক্ষিণ পশ্চিমদিকে এই ছবি লাগালে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে ৷ এছাড়াও ইতিবাচক শক্তি ও ধনলাভের জন্যও হাঁসের ছবি লাগাতে পারেন । পড়ার ঘরেও এই ছবি লাগানো যায় । এই ছবি ইতিবাচক ভাবনা আনতে সাহায্য করে ৷

Peacock
ময়ূরের ছবি (Etv Bharat)

ময়ূরের ছবি: রাহুল দে জানান, বাস্তু শাস্ত্রে ময়ূরকে সৌভাগ্য ও সৌন্দর্যের প্রতীক মনে করা হয় । বাড়িতে ময়ূরের ছবি রাখলে ইতিবাচক শক্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায় । এই ছবি দক্ষিণদিকে লাগালে সৌভাগ্যের অধিকারী হওয়া যায় ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

নতুন বাড়ি কেনার পর তার সাজসজ্জায় বিশেষ যত্ন নিয়ে থাকি আমরা । ছোটছোট জিনিসকেও গুরুত্ব সহকারে বিচার করি । গৃহসজ্জার জন্য কেনাকাটা করতে গিয়ে সবার আগেই হাত যায় সুন্দর ছবির দিকে । কেউ কেউ নিজের পছন্দের প্রাণীর ছবি তো কেউ নিজের পছন্দের জায়গার ছবি নিয়ে আসেন । আবার অনেকেই নিজেদের ছবি লাগিয়ে রাখতে পছন্দ করেন ৷

তাই জ্যোতিষী রাহুল দে বলেন, "ঘরে ছোট ছোট জিনিসের উপরও বাস্তু মেনে চলা প্রয়োজন ৷ দোকান থেকে কিনে আনা বা বা অনলাইন থেকে অর্ডারের ছবি লাগানোর ক্ষেত্রে ভুল করা উচিত নয় ৷ কারণ কিছু ছবি আপনার ঘরে রাখলে সুখ শান্তি বজায় থাকে না ৷ বাস্তুশাস্ত্রে বাড়িতে কোন ধরনের ছবি লাগানো প্রয়োজন সেই ব্যাপারে অনেক কিছুই বলা হয়েছে ৷ যে ছবিগুলি ব্যবহার করলে ফিরে আসতে পারে আপনার সুখ সমৃদ্ধি ৷"

good luck
জ্যোতিষী রাহুল দে (ইটিভি ভারত)

জ্যোতিষীর মতে জেনে নিন, কোন ছবি ঘরে লাগালে সুখ-শান্তি বজায় থাকবে ৷

সাতটি ঘোড়ার ছবি: বাস্তু অনুযায়ী, বাড়ি ও অফিসে সাতটি দৌড়নো ঘোড়ার ছবি লাগালে সৌভাগ্য ফিরে আসে ৷ এছাড়াও ঘরে বা কর্মক্ষেত্রে পজেটিভ এনার্জি বজায় থাকে ৷ এছাড়াও যাঁদের কর্মক্ষেত্রে বাঁধার সৃষ্টি হচ্ছে তাঁরা এই ছবি ঘরের দক্ষিণদিকে লাগাতে পারেন ৷ কর্মে সাফল্য আসবেই ৷

wall-paintings
হাঁসের ছবি (Etv Bharat)

জোড়া হংস জলে খেলা করছে: জ্যোতিষী জানান, হাঁসকে প্রেম, বাৎসল্য ও পবিত্রতার প্রতীক মনে করা হয় । বেডরুমের দক্ষিণ পশ্চিমদিকে এই ছবি লাগালে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে ৷ এছাড়াও ইতিবাচক শক্তি ও ধনলাভের জন্যও হাঁসের ছবি লাগাতে পারেন । পড়ার ঘরেও এই ছবি লাগানো যায় । এই ছবি ইতিবাচক ভাবনা আনতে সাহায্য করে ৷

Peacock
ময়ূরের ছবি (Etv Bharat)

ময়ূরের ছবি: রাহুল দে জানান, বাস্তু শাস্ত্রে ময়ূরকে সৌভাগ্য ও সৌন্দর্যের প্রতীক মনে করা হয় । বাড়িতে ময়ূরের ছবি রাখলে ইতিবাচক শক্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায় । এই ছবি দক্ষিণদিকে লাগালে সৌভাগ্যের অধিকারী হওয়া যায় ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.