ETV Bharat / entertainment

চলছে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, জীবনকৃতী সম্মান পাবেন পরাণ বন্দ্যোপাধ্যায় - KOLKATA SHORT FILM FESTIVAL

26 জানুয়ারি শেষ হবে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ৷ জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়।

Etv Bharat
ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 25, 2025, 12:28 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: শহরের বুকে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF)। দেখতে দেখতে পাঁচ বছরে পা দিল এই চলচ্চিত্র উৎসব। পাঁচ বছরেই কলেবরে অনেকটা বড় হয়েছে এই ছোট ছবির উৎসব, ট্যাগ লাইনও তাই 'ছোট ছবির বড় উৎসব'।

21 থেকে শুরু ছোট সিনেমার উৎসবের শেষ দিন 26 জানুয়ারি ৷ আমেরিকা, চিন, সুইজারল্যান্ড, নরওয়ে-সহ প্রায় 30টি দেশ থেকে 250টি ছবি এই উৎসবে দেখানো হচ্ছে। রয়েছে শিশুকেন্দ্রিক ছবি, নারীকেন্দ্রিক ছবি, LGBTQ, সমকালীন সামাজিক সমস্যাকেন্দ্রিক ছবি।

উৎসবের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর কথায়, ' শর্ট ফিল্ম নিয়ে আমরা একটা বিশ্বমানের মঞ্চ তৈরি করার চেষ্টা করছি। নতুন যারা পরিচালক তাদের একটা প্ল্যাটফর্ম দেবার চেষ্টা আমাদের। সঙ্গে থাকছে সমস্ত দেশের বিশিষ্ট পরিচালকদের ছবি দেখার সুযোগ।" উৎসবের ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তীর কথায়,"এই বছর ছোট ছবির পাশাপাশি বিভিন্ন দেশের মিউজিক ভিডিয়ো দেখার সুযোগ থাকছে। আশা করি প্রতি বছরের মত এবছরও দারুন সাড়া পাব।"

পাশাপাশি জনপ্রিয় মিউজিক ভিডিয়ো থাকছে দর্শকের জন্য। অনলাইন এবং ফিজিক্যাল দুইভাবেই ছবি দেখার সুযোগ রয়েছে এবার। এদের মধ্যে উল্লেখযোগ্য, কমলেশ্বর মুখোপাধ্যায় অভিনীত 'আম আটির পাঁচালী'", লিলেট দুবে অভিনীত 'দ্য লাইম গ্রীন শার্ট', রত্না শাহ অভিনীত 'এ নাইট আফটার অল', শ্রীলেখা মুখোপাধ্যায় পরিচালিত 'অনলাইন', চন্দন সেন অভিনীত 'সাহারা' সহ থাকছে অন্যান্য ছবি। মিউজিক ভিডিওর তালিকায় মনামী ঘোষ অভিনীত 'ভিটামিন এম' এবং 'আইলো উমা বাড়িতে'। ঐন্দ্রিলা বসু এবং রাহুল দেব বোস অভিনীত 'এবার পুজো'।

বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সমস্যার উপরে নির্মিত ছবির মধ্যে আছে 'কাস' (কোভিড সময়কালীন), 'পিপল' (প্রকৃতি ধ্বংস), 'রোবোফনা' (আই এ কীভাবে প্রাণীজগতের উপর প্রভাব ফেলতে পারে), 'রং' (ধর্মীয় অসন্তোষ রোধে শিক্ষার অপরিহার্যতা নিয়ে মহারাষ্ট্রে তৈরি 'রোবোফনা' সহ নানান ছবি।

24 থেকে 26 জানুয়ারি রোটারি সদনে থাকছে ছবি দেখার সুযোগ। সমাপ্তির দিন উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্র এবং সঙ্গীত জগতের বহু গুনীজনেরা। এবারে জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। ছোট ছবির উৎসবে ছবি দেখানোর পাশাপাশি চলছে 'মাস্টার ক্লাস', 'সেমিনার'। চলচ্চিত্র তাত্ত্বিক সঞ্জয় মুখোপাধ্যায়ের 'সিনেমা কেমন ভাবে দেখবেন' নিয়ে ছিল একটি গুরুত্বপূর্ণ আলোচনা।

বিভিন্ন সেমিনারে উপস্থিত ছিলেন পরিচালক অর্জুন দত্ত, অপরাজিরা ঘোষ, প্রখ্যাত নৃত্যশিল্পী সুদর্শন চক্রবর্তী, পরিচালক পার্থ চক্রবর্তী, সুমন মৈত্র এবং আরও অনেকে।

কলকাতা, 25 জানুয়ারি: শহরের বুকে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF)। দেখতে দেখতে পাঁচ বছরে পা দিল এই চলচ্চিত্র উৎসব। পাঁচ বছরেই কলেবরে অনেকটা বড় হয়েছে এই ছোট ছবির উৎসব, ট্যাগ লাইনও তাই 'ছোট ছবির বড় উৎসব'।

21 থেকে শুরু ছোট সিনেমার উৎসবের শেষ দিন 26 জানুয়ারি ৷ আমেরিকা, চিন, সুইজারল্যান্ড, নরওয়ে-সহ প্রায় 30টি দেশ থেকে 250টি ছবি এই উৎসবে দেখানো হচ্ছে। রয়েছে শিশুকেন্দ্রিক ছবি, নারীকেন্দ্রিক ছবি, LGBTQ, সমকালীন সামাজিক সমস্যাকেন্দ্রিক ছবি।

উৎসবের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর কথায়, ' শর্ট ফিল্ম নিয়ে আমরা একটা বিশ্বমানের মঞ্চ তৈরি করার চেষ্টা করছি। নতুন যারা পরিচালক তাদের একটা প্ল্যাটফর্ম দেবার চেষ্টা আমাদের। সঙ্গে থাকছে সমস্ত দেশের বিশিষ্ট পরিচালকদের ছবি দেখার সুযোগ।" উৎসবের ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তীর কথায়,"এই বছর ছোট ছবির পাশাপাশি বিভিন্ন দেশের মিউজিক ভিডিয়ো দেখার সুযোগ থাকছে। আশা করি প্রতি বছরের মত এবছরও দারুন সাড়া পাব।"

পাশাপাশি জনপ্রিয় মিউজিক ভিডিয়ো থাকছে দর্শকের জন্য। অনলাইন এবং ফিজিক্যাল দুইভাবেই ছবি দেখার সুযোগ রয়েছে এবার। এদের মধ্যে উল্লেখযোগ্য, কমলেশ্বর মুখোপাধ্যায় অভিনীত 'আম আটির পাঁচালী'", লিলেট দুবে অভিনীত 'দ্য লাইম গ্রীন শার্ট', রত্না শাহ অভিনীত 'এ নাইট আফটার অল', শ্রীলেখা মুখোপাধ্যায় পরিচালিত 'অনলাইন', চন্দন সেন অভিনীত 'সাহারা' সহ থাকছে অন্যান্য ছবি। মিউজিক ভিডিওর তালিকায় মনামী ঘোষ অভিনীত 'ভিটামিন এম' এবং 'আইলো উমা বাড়িতে'। ঐন্দ্রিলা বসু এবং রাহুল দেব বোস অভিনীত 'এবার পুজো'।

বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সমস্যার উপরে নির্মিত ছবির মধ্যে আছে 'কাস' (কোভিড সময়কালীন), 'পিপল' (প্রকৃতি ধ্বংস), 'রোবোফনা' (আই এ কীভাবে প্রাণীজগতের উপর প্রভাব ফেলতে পারে), 'রং' (ধর্মীয় অসন্তোষ রোধে শিক্ষার অপরিহার্যতা নিয়ে মহারাষ্ট্রে তৈরি 'রোবোফনা' সহ নানান ছবি।

24 থেকে 26 জানুয়ারি রোটারি সদনে থাকছে ছবি দেখার সুযোগ। সমাপ্তির দিন উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্র এবং সঙ্গীত জগতের বহু গুনীজনেরা। এবারে জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। ছোট ছবির উৎসবে ছবি দেখানোর পাশাপাশি চলছে 'মাস্টার ক্লাস', 'সেমিনার'। চলচ্চিত্র তাত্ত্বিক সঞ্জয় মুখোপাধ্যায়ের 'সিনেমা কেমন ভাবে দেখবেন' নিয়ে ছিল একটি গুরুত্বপূর্ণ আলোচনা।

বিভিন্ন সেমিনারে উপস্থিত ছিলেন পরিচালক অর্জুন দত্ত, অপরাজিরা ঘোষ, প্রখ্যাত নৃত্যশিল্পী সুদর্শন চক্রবর্তী, পরিচালক পার্থ চক্রবর্তী, সুমন মৈত্র এবং আরও অনেকে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.