ETV Bharat / state

বাংলাদেশ সীমান্তে মিলল তিনটি লোহার বাঙ্কার ! চমকে গেল বিএসএফ - BUNKERS AT BANGLADESH BORDER

নদিয়ার সীমান্তবর্তী গ্রাম থেকে উদ্ধার হয়েছে মোট তিনটি লোহার বাঙ্কার ৷ সেগুলি খুলতেই চক্ষু চড়কগাছ বিএসএফের !

banned cough syrup recovered
সীমান্তবর্তী গ্রাম থেকে উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2025, 11:59 AM IST

Updated : Jan 25, 2025, 2:28 PM IST

কৃষ্ণগঞ্জ(নদিয়া), 25 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় সাফল্য বিএসএফের । ভারত-বাংলাদেশ সীমান্তে বাগানের ভিতর মাটি খুঁড়ে উদ্ধার হল তিনটি লোহার বাঙ্কার । বাঙ্কারের ভিতর ছিল লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ । সেগুলি উদ্ধার করে নিয়ে যান বিএসএফের জওয়ানরা । ঘটনাটি ঘটেছে শুক্রবার নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় ৷

বিএসএফ সূত্রে খবর, সীমান্তরক্ষী বাহিনীর কাছে খবর ছিল যে একটি বাগানের মাটির নীচে কয়েকটি লোহার বাঙ্কার রয়েছে । সেই খবর পেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালান বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের 32 ব্যাটালিয়নের জওয়ানরা । সেই সময় নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া সুধীররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনের একটি বাগানে ভিতর মাটির তলা থেকে উদ্ধার করা হয় লোহার তিনটি বাঙ্কার । বাঙ্কার খুলতেই বিএসএফের চক্ষু চড়কগাছ ! বাঙ্কারের মধ্যে রাখা রয়েছে লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ।

মাটি খুঁড়ে উদ্ধার তিনটে বাঙ্কার (ইটিভি ভারত)

এই অভিযানে তিনটি ব্যাঙ্কার থেকে মোট 62 হাজার 200 বোতল ফেনসিডিলের বিশাল চালান উদ্ধার করা হয়েছে । এই বিপুল পরিমাণ মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি 40 লক্ষ 58 হাজার 444 টাকা । এই এলাকায় সক্রিয় চোরাচালান নেটওয়ার্কের গভীরতা এবং তাদের কাজের ধরন দেখে অবাক বিএসএফ ও পুলিশ । ইতিমধ্যে বিপুল পরিমাণ ফেনসিডিল বাজেয়াপ্ত করে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে ।

banned cough syrup recovered
উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপ (নিজস্ব ছবি)

বিএসএফ জওয়ানদের দাবি, এই কাফ সিরাপগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে জোগাড় করেছিল ৷ কিন্তু, প্রজাতন্ত্র দিবসের আগে ও বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বেড়েছে ৷ এর ফলে এগুলি পাচার করতে না পেরে মাটির তলায় বাঙ্কারে ভরে মাটিতে পুঁতে রেখেছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের । বিএসএফের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । বিএসএফের তরফে আরও বাঙ্কারের খোঁজে শনিবারও নদিয়ার বিভিন্ন জায়গায় অভিযান জারি রয়েছে ৷ এই বাঙ্কারের মধ্যে দিয়ে মাটির তলায় কোনও সুরঙ্গ-পথ লুকনো রয়েছে কিনা, তা-ও দেখছেন তদন্তকারীরা ৷

banned cough syrup recovered
বাংলাদেশ সীমান্তে মিলল তিনটি লোহার বাঙ্কার (নিজস্ব ছবি)

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র এন কে পান্ডে এই গুরুত্বপূর্ণ অভিযানের প্রশংসা করেছেন ৷ তিনি বলেন, "এই সাফল্য সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সতর্কতা, সাহস এবং অঙ্গীকারের প্রমাণ । চোরাকারবারীদের এই জটিল নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে । যা ভবিষ্যতে আরও বড় ধরনের তথ্য প্রকাশ করতে পারে ।"

banned cough syrup recovered
উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ (নিজস্ব ছবি)

গতকালের এই বাঙ্কারগুলি উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে । আতঙ্কিত এলাকাবাসীরা ৷ তবে ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি ৷ এলাকাবাসী সাধনা বিশ্বাস বলেন, "গ্রাম থেকে বাঙ্কার উদ্ধারে আমরা খুব আতঙ্কিত রয়েছি ৷ সীমান্তের গায়ে আমাদের বাড়ি ৷ তবে বিএসএফকে সাধুবাদ জানাবো তারা বাঙ্কার ও নিষিদ্ধ কাফ সিরাপগুলিকে সফলভাবে উদ্ধার করেছে ৷"

banned cough syrup recovered
উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপ (নিজস্ব ছবি)

কৃষ্ণগঞ্জ(নদিয়া), 25 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় সাফল্য বিএসএফের । ভারত-বাংলাদেশ সীমান্তে বাগানের ভিতর মাটি খুঁড়ে উদ্ধার হল তিনটি লোহার বাঙ্কার । বাঙ্কারের ভিতর ছিল লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ । সেগুলি উদ্ধার করে নিয়ে যান বিএসএফের জওয়ানরা । ঘটনাটি ঘটেছে শুক্রবার নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় ৷

বিএসএফ সূত্রে খবর, সীমান্তরক্ষী বাহিনীর কাছে খবর ছিল যে একটি বাগানের মাটির নীচে কয়েকটি লোহার বাঙ্কার রয়েছে । সেই খবর পেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালান বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের 32 ব্যাটালিয়নের জওয়ানরা । সেই সময় নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া সুধীররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনের একটি বাগানে ভিতর মাটির তলা থেকে উদ্ধার করা হয় লোহার তিনটি বাঙ্কার । বাঙ্কার খুলতেই বিএসএফের চক্ষু চড়কগাছ ! বাঙ্কারের মধ্যে রাখা রয়েছে লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ।

মাটি খুঁড়ে উদ্ধার তিনটে বাঙ্কার (ইটিভি ভারত)

এই অভিযানে তিনটি ব্যাঙ্কার থেকে মোট 62 হাজার 200 বোতল ফেনসিডিলের বিশাল চালান উদ্ধার করা হয়েছে । এই বিপুল পরিমাণ মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি 40 লক্ষ 58 হাজার 444 টাকা । এই এলাকায় সক্রিয় চোরাচালান নেটওয়ার্কের গভীরতা এবং তাদের কাজের ধরন দেখে অবাক বিএসএফ ও পুলিশ । ইতিমধ্যে বিপুল পরিমাণ ফেনসিডিল বাজেয়াপ্ত করে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে ।

banned cough syrup recovered
উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপ (নিজস্ব ছবি)

বিএসএফ জওয়ানদের দাবি, এই কাফ সিরাপগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে জোগাড় করেছিল ৷ কিন্তু, প্রজাতন্ত্র দিবসের আগে ও বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বেড়েছে ৷ এর ফলে এগুলি পাচার করতে না পেরে মাটির তলায় বাঙ্কারে ভরে মাটিতে পুঁতে রেখেছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের । বিএসএফের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । বিএসএফের তরফে আরও বাঙ্কারের খোঁজে শনিবারও নদিয়ার বিভিন্ন জায়গায় অভিযান জারি রয়েছে ৷ এই বাঙ্কারের মধ্যে দিয়ে মাটির তলায় কোনও সুরঙ্গ-পথ লুকনো রয়েছে কিনা, তা-ও দেখছেন তদন্তকারীরা ৷

banned cough syrup recovered
বাংলাদেশ সীমান্তে মিলল তিনটি লোহার বাঙ্কার (নিজস্ব ছবি)

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র এন কে পান্ডে এই গুরুত্বপূর্ণ অভিযানের প্রশংসা করেছেন ৷ তিনি বলেন, "এই সাফল্য সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সতর্কতা, সাহস এবং অঙ্গীকারের প্রমাণ । চোরাকারবারীদের এই জটিল নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে । যা ভবিষ্যতে আরও বড় ধরনের তথ্য প্রকাশ করতে পারে ।"

banned cough syrup recovered
উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ (নিজস্ব ছবি)

গতকালের এই বাঙ্কারগুলি উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে । আতঙ্কিত এলাকাবাসীরা ৷ তবে ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি ৷ এলাকাবাসী সাধনা বিশ্বাস বলেন, "গ্রাম থেকে বাঙ্কার উদ্ধারে আমরা খুব আতঙ্কিত রয়েছি ৷ সীমান্তের গায়ে আমাদের বাড়ি ৷ তবে বিএসএফকে সাধুবাদ জানাবো তারা বাঙ্কার ও নিষিদ্ধ কাফ সিরাপগুলিকে সফলভাবে উদ্ধার করেছে ৷"

banned cough syrup recovered
উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপ (নিজস্ব ছবি)
Last Updated : Jan 25, 2025, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.